রংপুরে দণ্ডিত কয়েদির মৃত্যু, অটোচালককে খুন

রংপুরে দণ্ডিত কয়েদির মৃত্যু, অটোচালককে খুন

admin August 25, 2018

রংপুর: গতকাল শুক্রবার রাতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। এরআগে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপরদিকে গঙ্গাচড়ার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পণ্ডিত পাড়া এলাকার আবুল হোসেন (৫৫) একটি হত্যা মামলায় বেশ ক’বছর থেকে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় শ্বাস কষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০ টার দিকে সে মারা যায়। আজ শনিবার আনুষ্ঠানিকতা শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


অপরদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ অটোচালকের মৃতদেহ দ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠিয়েছে।


গঙ্গাচড়া থানা সূত্রে জানাগেছে, নীলফামারী জেলার সৈয়দপুরের নেকিরহাট এলাকার আব্দুল হকের পুত্র আবুল কালাম (২৮) পেশায় একজন অটোরিকশা চালক। গত শুক্রবার সে ভাড়া নিয়ে গঙ্গাচড়ায় এসেছিল। যাওয়ার পথে ধনতলা বিরাবাড়ি এলকায় ছিনতাইকারিরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সকালে তার মৃতদেহ উদ্ধার করে।


গঙ্গাচড়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় নিহতের মা মোকলেসানা বেমগ একটি হত্যা মামলা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ২৬ পিস ইয়াবাসহ আটক ৩

কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ২৬ পিস ইয়াবাসহ আটক ৩

admin August 25, 2018

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ২৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।


গতকাল শুক্রবার রাতে রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া ও চান্দারচর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শাহিনুর রহমান (৩৫), মো. দছির মিয়া ওরফে দছি(৩৮) ও মো. ফারুক মিয়া (২৮) কে আটক করা হয়। এসময় তাদের নিকটে থাকা ২ হাজার ২৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।


আটক কৃতরা হলেন- রৌমারী উপজেলার চান্দার চর গ্রামের আজিজুর রহমানের পুত্র মো. শাহীনুর রহমান, নওদাপাড়া গ্রামের মো. নওয়াব আলীর পুত্র মো. দছির মিয়া ওরফে দছি ও নওদাপাড়া গ্রামের বীরবল এর পুত্র মো. ফারুক মিয়া।


পুলিশ জানায়, এই ৩ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রৌমারী উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং পুলিশের ধোরাছোয়ার বাইরে ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, আটককৃতদের নামে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। রৌমারী থানায় ইয়াবাসহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁয় লটারি র‌্যাফেল ড্র’তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩, আটক ১

নওগাঁয় লটারি র‌্যাফেল ড্র’তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩, আটক ১

admin August 25, 2018

নওগাঁ: নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম-বেতগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের অবৈধ লটারির ড্র-এর সময় সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাতে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটেছে। আহত ৩ জনের মধ্যে মো: রোবায়েত হোসেন (১০) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।


স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ি উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে র‌্যাফেল ড্র (লটারি) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালীন সময়ে রাত অনুমান ১১ টার সময় কে বা কাহারা অতর্কিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মণ্ডলপাড়া গ্রামের জাবের মণ্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হলে তাকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। মো. রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin August 25, 2018

দিনাজপুর: বিরামপুরে ১১ তম আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে‌। গতকাল শুক্রবার বিকালকেল ৫ টায় বিরামপুর খানপুর ইউনিয়নের রতনপুর সোনাজুড়ি মাঠে ফ্রেন্ডশিপ যুব সংগঠনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রাজশাহী শুষনি পাড়া স্পোর্টিং ক্লাব ও বোচাগঞ্জের রনগাঁও খেলোয়াড় কল্যাণ সমিতি।


খেলাটি ১-১ গোলে শেষ হলে পরে ট্রাইফিকার মাধ্যমে রাজশাহী শুসনিপাড়া স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। রানার্সআপ দল কে একটি ছোট গরু বিজয়ী দলকে একটি বড় ষাঁড় উপহার দেয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ও আয়োজকে ৪০ হাজার টাকা প্রদান করেন। এসময় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে ইদ পরবর্তী সুধি সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইদ পরবর্তী সুধি সমাবেশ অনুষ্ঠিত

admin August 25, 2018

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের মরহুম অ্যাডভোকেট আব্দুল আলী ক্বওমী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ইদ পরবর্তী সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নে অবস্থিত মাদ্রাসার প্রাঙ্গণে এ সমাবেশ হয়।


মাদ্রাসার দাতা সদস্য ও আখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোমান বাদশার সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তব্য দেন, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম মাস্টার, মাদ্রাসার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক রাজিউর রহমান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি ফার্মাসিস্ট জালালুর রহমান। সুধি সমাবেশে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মওলান মোহাম্মদ নুরুল হুদা।


বক্তারা বলেন, আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁ গ্রামে ২০১২ সালে স্থাপিত হয় ‘মরহুম অ্যাডভোকেট আব্দুল আলী ক্বওমী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানাটি’। এরপর থেকেই স্থানীয়দের সহযোগিতায় মাদরাসাটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। ওই মাদরাসায় ৬০জন এতিম শিশু পাঠদান গ্রহণ করে আসছে। কিন্তু ওই মাদরাসায় কোন ধরনের বরাদ্দ না থাকায় মাদরাসার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন মাদরাসা কর্তৃপক্ষ। এমনকি শিক্ষকরা তাদের বেতনভাতাও ঠিকমত করে পাচ্ছেন না। তাই মাদ্রাসাটি পরিচালনা করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তারা।


পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পঞ্চগড়ে পাঁচ দফা দাবিতে 'ঢাকাস্থ পঞ্চগড়বাসী'র মানবন্ধন

পঞ্চগড়ে পাঁচ দফা দাবিতে 'ঢাকাস্থ পঞ্চগড়বাসী'র মানবন্ধন

admin August 25, 2018

পঞ্চগড়: পঞ্চগড়ের আধুনিকায়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপি এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক তানবিরুল বারী নয়ন, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব, আব্দুস সাত্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু সালেক, উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ ।


বক্তারা অবিলম্বে পঞ্চগড়ে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, আন্ত:নগর ট্রেন চালু ও বিদ্যুৎ সমস্যা সমাধানসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।

সৈয়দপুরে পুলিশ সদস্য ও তরুনীর আত্মহত্যা

সৈয়দপুরে পুলিশ সদস্য ও তরুনীর আত্মহত্যা

admin August 24, 2018

নীলফামারী: জেলার সৈয়দপুরে পৃথক স্থানে প্রায় একই সময়ে এক পুলিশ সদস্য ও এক তরুনীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উভয়ই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তবে দুই আত্মহত্যার মধ্যে কোন সংশ্লিষ্টতা আছে কি'না তা জানা যায় নি।


সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরে একজন কনস্টেবলের ফ্যানের সাথে গলায় গামছা পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়াস্থ পুলিশ ব্যরাক থেকে উদ্ধারকৃত পুলিশ কনস্টেবলের নাম আলী খান্দান (২২)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পুরান লক্ষীপুর গ্রামে। তিনি গতকালই ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরেছিলেন। গত দুই বছর আগে তার পুলিশে চাকুরি হয়।


নীলফামারী সৈয়দপুরে ২৪ আগস্ট শুক্রবার আলী খানদান (২২ ) নামে এক রেলওয়ে পুলিশ কন্সটেবলের গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পে। নিহত পুলিশ কন্সটেবল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সদরের পুরান লক্ষীপুর গ্রামের আনছার আলীর ছেলে।


রেলওয়ে পুলিশ সূত্রে আরও জানা যায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর সদর দপ্তরের পুলিশ লাইনে অস্থায়ী ক্যাম্পে থাকতো কন্সটেবল আলী খানদান। সেখানে তিনিসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য ট্রেনিংয়ের জন্য অবস্থান করতেন। কুরবানীর ঈদ উপলক্ষ্যে সদস্যরা ক্যাম্প ছেড়ে নিজ নিজ বাসায় চলে যায়। গত বৃহস্পতিবার বিকেলে ঈদের ছুটি শেষে আলী খানদান ক্যাম্পে ফেরত আসে একাকী। শুক্রবার দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিতে ক্যাম্পে চলে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে গলায় গামছা পেচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় অন্যান্য সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬ টা) মৃতদেহ পুলিশ লাইনে রাখা ছিল।


এ ঘটনায় পুলিশ ব্যারাক ও আশেপাশের এলাকাসহ পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ব্যাপক কানাঘুষা চলছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তাজ উদ্দিন আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষেই জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।


খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, লাশের গলায় গামছার দাগ ছাড়া শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।


অপরদিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায় এক যুবতীর গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবতীর নাম জয়তুন নেসা জ্যোতি (১৮)। সে ওই এলাকার মো. ইমরানের কন্যা।


জানা যায়, ঘটনার দিন দুপুরে জ্যোতিকে বাড়িতে একা রেখে বাড়ির সবাই ঈদ উপলক্ষ্যে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। আত্মীয় বাড়ি থেকে ফিরে দেখতে পায় যে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। বার বার ডাকা ডাকি করেও জ্যোতির কোন সারা না পেয়ে লোকজন দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ঘরের ফ্যানের সাথে জ্যোতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা তারি করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরিবারের লোকজনও বিষয়টি নিয়ে তেমন কোন মন্তব্য করছেন না। ফলে বিষয়টি রহস্যজনক হিসেবে প্রতীয়মান হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে তলিয়ে গেছে শেষ ভরসা কাঠের সাঁকো

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে তলিয়ে গেছে শেষ ভরসা কাঠের সাঁকো

admin August 24, 2018

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের সেনুয়া নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি বন্যার পানিতে তলিয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। আজ শুক্রবার দুপুরে সেনুয়া নদী এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।


সেনুয়া নদীর কাঠের সাঁকোটি তলিয়ে যাওয়ার কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, বড়গাঁও, রাজাগাও, সালন্দর, ঢোলারহাট, পঞ্চগড়ের আটোয়ারীসহ ১০টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগের পড়েছেন হাজার হাজার মানুষ।


স্থানীয়রা জানান, গত বছরের ৮ ডিসেম্বর সেনুয়া বেইলি ব্রীজের উপর মালবোঝাই একটি ট্রাক উঠলে ব্রীজটি ভেঙে যায়। এরপর মানুষের যাতায়াতের জন্য স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে বিকল্প হিসেবে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেয়। আজ সেই কাঠের সাঁকোটিও বন্যার পানিতে তলিয়ে গেছে। সাঁকোটি খুবই ঝুকিপূর্ণ তাই যতদ্রুত সম্ভব এটা সংস্কার করার দাবী জানিয়েছে স্থানীয়রা।


এ বিষয়ে ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন বলেন, সেনুয়া নদীর উপর নতুন ব্রিজ তৈরি করার কাজ শুরু করা হয়েছে। নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। পানি কমলে পুণরায় কাজ শুরু হবে। আশা করি কয়েক মাসের মধ্যে সেনুয়া নদীর উপর নতুন ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন হবে।

দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন

দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালন

admin August 24, 2018

দিনাজপুর: আজ ২৪শে আগস্ট, দিনাজপুরে পালিত হচ্ছে ইয়াসমিন র্ট্যাজেডি দিবস। ২৩ বছর আগে এই দিনে কিছু উচ্ছৃঙ্খল বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ১৪ বছর বয়সী ইয়াসমিন। পরে এ ঘটনার প্রতিবাদে একটি মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান আরও তিনজন। দিবসটি উপলক্ষে আজ দিনাজপুরে মহিলা পরিষদসহ বিভিন্ন নারী সংগঠন, সিপিবি, ছাত্র ইউনিয়ন শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।


জানা যায়, ১৯৯৫ সালের ২৪ আগস্ট ভোরে দিনাজপুরের দশমাইল থেকে শহরে পৌঁছে দেয়ার কথা বলে ইয়াসমিনকে পিকআপ ভ্যানে তুলে নেয় টহল পুলিশ। এরপর তাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখে। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন তিনজন। এরপর থেকে এ দিনটিকে ইয়াসমিন ট্রাজেডি দিবস হিসেবে পালন করা হচ্ছে।


নিহত ইয়াসমিনের মা শরীফা বেগম বলেন, ‘আমার মেয়ের মত যেন আর কারো না হয়। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এই দিনটা আসলে আমার খুব খারাপ যায়।’ এদিকে ইয়াসমিন হত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত সামুর স্ত্রী মাহমুদা বেগম অভিযোগ করেন, ‘সরকার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলো কর্মসংস্থানের। সেটাও তারা বাস্তবায়ন করেনি।’

কুড়িগ্রাম-২ আসনে উপ-নির্বাচন হবে না -ইসি সচিব

কুড়িগ্রাম-২ আসনে উপ-নির্বাচন হবে না -ইসি সচিব

admin August 24, 2018

ঢাকা: সংসদ সদস্য ও বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে কুড়িগ্রাম-২ আসনটি এখন শূন্য। তবে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় উপ-নির্বাচন হবে না এ আসনে।
জানতে চাইলে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। তাই সেখানে উপ-নির্বাচন করার মতো সময় নেই।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন জানান, সংবিধান অনুযায়ী ১৪ নভেম্বরের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে উপ-নির্বাচন করার কথা। কিন্তু ৩০ অক্টোবর থেকে জাতীয় নির্বাচনকালীন সময় শুরু হবে। ওই সময় থেকে সংসদ নির্বাচনের প্রস্তুতিও পুরোদমে শুরু হবে। এতে করে কুড়িগ্রাম-২ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ-নির্বাচন করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।
প্রসঙ্গত গত ১৩ আগস্ট তাজুল ইসলাম মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আবার ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

ফেইসবুক থেকে নিষ্কৃতির উপায় নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’

ফেইসবুক থেকে নিষ্কৃতির উপায় নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’

admin August 24, 2018

বিনোদন ডেস্ক: ফেইবুক আসক্ত নিজের দুই ছেলেমেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছেন রহমান সাহেব। কেননা তার দুই ছেলেমেয়ে ফেসবুকে এতটাই আসক্ত যে ফেসবুকিং করতে গিয়ে কতবার দরজায় ধাক্কা খেয়েছে, গাড়ির নিচে পড়তে গিয়েছিল তার কোনও ইয়াত্তা নেই। ওদের চোখ ফেসবুক থেকে সরতে চায় না। অবস্থা এমন, পারলে খাওয়া-দাওয়া থেকে শুরু বাথরুম, পড়াশোনা, ঘুম সবই যেন ফেসবুকে করে। এমন অবস্থায় রহমান সাহেব দারস্থ হন এক মনোরোগ বিশেষজ্ঞের নিকট। সেখান থেকে পান, ফেসবুক থেকে আবিষ্কার করেন ছেলেমেয়েদের নিষ্কৃতির ৬টি উপায়।


বর্তমানে এমন ঘটনা এখন দেশের প্রতি ঘরে চলছে। ফেসবুক থেকে নিষ্কৃতির পথ খুঁজছেন পিতামাত। মূলত ফেসবুককে ঘিরে এমন সামাজিক সংকটের একটা চিত্র এবং এর প্রতিকার উঠে আসবে আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ থেকে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, সিফাত শাহরিন, ইয়াশ রোহান প্রমুখ।


‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বললে, ‘ফেসবুক ব্যবহার ভালো। কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার বেশি ভালো। অনেক উপকার আছে এখানে। তবে সেটি মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে সংসারে-সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয়। মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে।’


যারা বর্তমানে ফেসবুক নিয়ে সঙ্কটে আছেন তারা কি সত্যিকার অর্থে এই নাটকে কোন পথ খুঁজে পাবে এই নাটকে? এমন প্রশ্নের উত্তরে আরিয়ান বলেন, ‘সমাধান আসলে নিজের কাছে। চাইলে যে কেউ এর সমাধান করতে পারেন। দরকার শুধু চাওয়ার। তবে আমার এই নাটকটি দেখার পর দর্শকরা একটু হলেও বিষয়টি নিয়ে ভাববেন।’ সেই ভাবনা থেকেই কেউ হয়তো সমাধানের পথ খুঁজে পেলেও পেতে পারেন।


অনেকে নিশ্চয়ই জানতে অনেক আগ্রহী হয়েছে, সেই ছয় উপায় কিকি? তা জানতে একটু অপেক্ষা করতে হবে, নাটকটি প্রচার হওয়া পর্যন্ত। জানা যাবে ফেসবুক আসক্তি থেকে বাঁচার ছয় উপায়। ঈদের এই বিশেষ নাটকটি আজ ২৪ আগস্ট, শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে এনটিভি প্রচার করবে।। নাটকটির ট্রেলার-


মমতার হস্তক্ষেপে কাটলো বাংলা সিরিয়ালের অচলাবস্থা, কাজ শুরু আজ থেকেই

মমতার হস্তক্ষেপে কাটলো বাংলা সিরিয়ালের অচলাবস্থা, কাজ শুরু আজ থেকেই

admin August 24, 2018

বিনোদন ডেস্ক: অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটলো বাংলা সিরিয়ালের অচলাবস্থা। ফলে আজ শুক্রবার থেকেই শুটিং শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের। খবর জিনিউজ ২৪ ঘণ্টার। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে নবান্নে প্রযোজক, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান এবং বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেন মমতা। আর সেখানেই সব পক্ষের অভাব-অভিযোগ-অনুযোগ শোনেন তিনি।


বৈঠক শেষে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মমতা জানান, টলিউড এবং টেলিউড বাংলার অহংকার। এই শিল্প বহু মানুষের কর্ম সংস্থানের যোগান দেয়, বহু মানুষের বিনোদনের খোরাক। তাই সব পক্ষ যাতে খোলামেলাভাবে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে, তার জন্যই বৈঠক ডাকা হয়। শুধু তাই নয়, বৈঠকে প্রত্যেকে খোলামেলাভাবে আলোচনা করেছেন। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে হলে মত বিরোধ হতেই পারে। তবে সে সব বিরোধ মোটামুটি মিটে গেছে। শুক্রবার সকাল থেকে কাজ শুরু হবে।


মুখ্যমন্ত্রী মমতা জানান, আগামীতে যাতে কারও কাজ করতে কোন অসুবিধা না হয়, সেজন্য শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করা হবে।প্রতিমাসে ওই কমিটি মিটিং করবে। তাতে করে তারা মিটিয়ে নেবে নিজেদের মধ্যের যে কোন ভুল বোঝাবুঝি।


কমিটিতে যারা থাকবেন তাদের কয়েকজনের নামও উল্লেখ করেন মমতা। তারা হলেন- সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক, লিনা গঙ্গোপাধ্যায়, জি বাংলার সম্রাট ঘোষ ও অন্য চ্যানেলের প্রতিনিধিরা। বৈঠকে সবকিছু সসম্মানে মিটে গেছে জানিয়ে মমতা বলেন, ওই কমিটি কারও কোন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে।


ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা, বকেয়াসহ নানান সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিলো। এসব বিবাদের জের ধরে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের গত পাঁচ দিন ধরে বন্ধ ছিলো বাংলা মেগা সিরিয়ালের শ্যুটিং। অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই অবসান ঘটলো এ অচলাবস্থার।

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরে বেতন ৬ টাকা, অবসাদে আত্মহত্যার চেষ্টা

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরে বেতন ৬ টাকা, অবসাদে আত্মহত্যার চেষ্টা

admin August 24, 2018

আন্তর্জাতিক ডেস্ক: অজয় নামে একব্যক্তি কাজ করতেন একটি ফুটওয়্যার কোম্পানিতে। গত ২৭ জুলাই ফ্যাক্টরিতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অজয়। হাসপাতালের সমস্ত বিল মেটায় কারখানার কর্তৃপক্ষ। পরে সুস্থ হয়ে কাজে যোগ দিলে মাস শেষে তাকে বেতন দেওয়া হয় ৬ টাকা। মাথায় বারি পরে তার। তাতে বেচারা টাকা না কেটে, কিস্তিতে মেটানোর অনুরোধও করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেকথা না মানায়, আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। পরে ফ্যাক্টরিতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অজয়। সহকর্মীরা দেখে ফেলায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেন তারা। কোনও মতে প্রাণে বাঁচেন তিনি। অজয়ের আত্মহত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্তে এমনটাই উঠে এসেছে।


আগ্রার একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। বয়স ত্রিশ হবে অজয়ের। পুলিশ জানায়, ৬ টাকা বেতন পাওয়ার পরই ভেঙে পড়েন তিনি। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। আগ্রার সিকান্দার পুলিশ স্টেশনের তদন্তকারীদের দাবি, কারখানার ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ার চেষ্টা করেছিলেন অজয়। ঠিক সময় সহকর্মীরা সেখানে এসে পড়ায় পরিকল্পনা ভেস্তে যায় তাঁর। অজয়কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এঘটার পর অজয় বা তাঁর পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। এ নিয়ে বক্তব্য পাওয়া যায়নি জুতো কোম্পানির কর্তৃপক্ষের।

এসআইয়ের বিরুদ্ধে পুলিশকর্তার স্ত্রীর ‘যৌন হয়রানির’ অভিযোগ

এসআইয়ের বিরুদ্ধে পুলিশকর্তার স্ত্রীর ‘যৌন হয়রানির’ অভিযোগ

admin August 24, 2018

রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানায় কর্মরত এক এসআইয়ের বিরুদ্ধে নগরীর অন্য এক থানার পুলিশ কর্মকর্তার স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যদিও ওই এসআইয়ের দাবি যা হয়েছে তা অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত। অভিযোগ বোয়ালিয়া থানার এসআই মাসুদ রানার বিরুদ্ধে।


পুলিশের ওই কর্মকর্তা জানান, তার স্ত্রী মার্কেটে একটি কসমেটিকসের দোকানে কেনাকাটা করছিলেন। তখন অভিযুক্ত এসআই তার শরীর ঘেঁষে দাঁড়িয়ে তাকে বিরক্ত করতে থাকে। এক সময় তার স্ত্রী এর প্রতিবাদ করেন। বলেন, ‘আপনি বার বার আমার শরীর ঘেঁষে দাঁড়াচ্ছেন কেন? আমাকে বিরক্ত করছেন কেন?’ জবাবে এসআই মাসুদ রানা বলেন, ‘এটা কি আপনার জায়গা নাকি?’ একপর্যায়ে তার স্ত্রী তাকে (মাসুদ রানা) বলেন, ‘আমাকে চেনেন, আমি কে?’ জবাবে এসআই মাসুদ রানা বলেন, ‘আপনার শরীরে তো লেখা নাই। আপনি কে?’ এরপর পুলিশের স্ত্রী স্বামীর পরিচয় দিলে এসআই মাসুদ রানা সেখান থেকে দ্রুত চলে যান।


এসআই মাসুদ রানার বলেন, ‘আমি আমার স্ত্রীর জন্য একটা ক্লিপ কিনতে দোকানের সামনে দাড়িয়েছিলাম। উনি আমাকে সরে দাঁড়াতে বলেন। আমি বলি, আপনার শরীরে কি টাচ লেগেছে? এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টা নিয়ে আমি লজ্জিত, ব্যথিত। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে বকাঝকা করেছেন। তিনি দাবি করেন, তার ওই ধরনের মেন্টালিটি নাই। বলেন, এটা অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী নারীর স্বামীর কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।’ মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ কমিশনার (ডিসি) আমীর জাফর জানান, বিষটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ

admin August 23, 2018

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। বর্তমানে তারা মারাত্মক আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই গৃহবধু হলেন- আক্তারা বেগম (২৮) ও লিলুফা বেগম (২৫)।


স্থানীয়রা জানান, চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় এর প্রতিবাদ ও বাঁশের বেড়া খুলে দিতে গেলে তাদের চাচাশ্বশুরসহ তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তাদের আমাদেরকে বেধরক মারপিট করে জখম করে। পরে ওই দুই নারীর পরিবারের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।


হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই গৃহবধু অভিযোগ করে জানান, আমাদের রাস্তায় চলাচলে বেড়া দিয়ে বাঁধা সৃষ্টি করায় আমরা এর প্রতিবাদ করি এবং তা সরিয়ে দিতে গেছে চাচা শ্বশুর রুস্তম আলী, তার ছেলে ফজলু, সোহরাব ও তাদের স্ত্রী বিউটি বেগম, তছলিমা বেগম আমাদের মারপিট করে জখম করে। আমরা এর বিচার চাই।


হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, আহত দুই গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


অভিযুক্ত চাচা শ্বশুর রুস্তম আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।


এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, বিষয়টি আমি শুনেছি। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইদ উদযাপনের বার্তা বইছে রংপুরের বিনোদনকেন্দ্রগুলোতে

ইদ উদযাপনের বার্তা বইছে রংপুরের বিনোদনকেন্দ্রগুলোতে

admin August 23, 2018

রংপুর এক্সপ্রেস: পবিত্র ইদুল আযহাকে ঘিরে আনন্দে মেতে উঠছে রংপুরবাসী। ইদের ছুটিতে রংপুরের বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সব বসয়ী মানুষের উপচে পড়া ভিড়ে বিনোদন স্পট জুড়ে বইছে নির্বিঘ্নে ইদ উদযাপনের বার্তা। ভিন্ন জগত, তাজহাট জমিদার বাড়ি, চিড়িয়াখানা, সুরভি উদ্যান, চিকলি পার্ক, প্রয়াস সেনাপার্কসহ প্রতিটি বিনোদনকেন্দ্রই মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠেছে। ইদের দিন ও ইদের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার রংপুরের বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘুরে নারী, শিশুসহ নানান শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।


আজ সকালে রংপুর চিড়িয়াখানার টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। সবাই দাঁড়িয়ে আছেন টিকিটের অপেক্ষায়। সেখানে টিকিটের অপেক্ষায় থাকা দর্শনার্থী সোহেল রশীদ জানান, ইদকে ঘিরে এখানে পশু-পাখির নতুন কোনো সংযোজন নেই। তবে কর্তৃপক্ষ প্রত্যেকটি পশু-পাখি ও গাছগাছালির পরিচিতি তুলে ধরে যে কাজটি করেছেন তা অনেক সুন্দর ও তথ্যমূলক। সবুজে ঘেরা নিরিবিলি মনোরম পরিবেশ রয়েছে এর ভেতরে।


Rangpur-Zoo


নগরীর নিসবেতগঞ্জ ঘাঘট নদের তীর ঘেঁষে রয়েছে সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’ বিনোদন পার্ক। পাখির কিচিরমিচির শব্দের খেলাও কানে বাজবে। ইচ্ছে হলে পানিতে ভেসে বেড়াতে পারেন পালতোলা বা ডিঙি নৌকায়। এই পার্কেও টিকিটের জন্য ভিড় রয়েছে। এর ভেতরে রয়েছে কৃত্রিমভাবে তৈরি গোরিলা, বাঘ, ভাল্লুক, জিরাপ, ঘড়িয়াল, জেব্রা, কুমির, সাপ, বানর, হরিণ, ব্যাঙ, পাখিসহ গ্রামীণ ঐহিত্যের কলস নিয়ে নারী, রূপকথার পরি, শিশুদের ডরিমন।


দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় রংপুরের তাজহাট জমিদার বাড়িতে। অনিন্দ্যসুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জমিদার বাড়িটি। এখানকার সিঁড়ি শ্বেতপাথরের, যা ইতালি থেকে আনা হয়েছিল। সিঁড়িটি নিচতলা থেকে দোতলা পর্যন্ত উঠে গেছে। চোখ জুড়ানো শৈল্পিক কারুকার্য রয়েছে জমিদার বাড়িকে ঘিরে। বিশাল আয়তনে ঘেরা সবুজ শ্যামল ফুলে ফুলে ভরা। এখানেও রয়েছে দর্শনাথীদের ভিড়।


এছাড়াও রংপুর মহানগরীর কালেক্টরেট সুরভি উদ্যানে রয়েছে শিশু-কিশোর ও উঠতি বয়সের তরুণ-তরুণীদের ভিড়। ইদ আনন্দে মেতে ওঠা চিত্তবিনোদন প্রিয় মানুষের আনাগোনা রয়েছে শতবছরের ইতিহাসের সাক্ষী প্রাচীন বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে। এই কলেজে দিগন্তজোড়া খোলা মাঠে ঘুরে বেড়ালে মনটা জুড়িয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজে রয়েছে শতবর্ষী বিরল কাইজেলিয়া বৃক্ষটি। এর পাশেই রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ইদকে ঘিরে এখানেও আড্ডাপ্রিয়দের ভিড় রয়েছে।


এছাড়াও ফ্যান্টাসি জোন, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, বেগম রোকেয়ার বাসভন, পীরগঞ্জের আনন্দনগর, কবি হেয়াত মাহমুদের সমাধি, মনোমুগ্ধকর বিশাল বিল ও সাড়ে তিনশ বছরের একটি প্রাচীন বৃক্ষরাজা, নীলাম্বরের জলমহালসহ প্রায় সকল স্পটে বিনোদন পিপাশু মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

চামড়া কিনেছেন ৪০০-৫০০, বাজারমূল্য ২০০-৩০০

চামড়া কিনেছেন ৪০০-৫০০, বাজারমূল্য ২০০-৩০০

admin August 23, 2018

রংপুর এক্সপেস: ঈদুল আজহায় সারাদেশে বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। ঈদের পরদিনও দেশের শহরগুলোর অনেকস্থানে পশু কোরবানি হয়েছে। আর কোরবানি শেষে পশুর চামড়া নিয়ে চলছে টানা-হেচড়া। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে রাজধানীর লালবাগের পোস্তায় অপেক্ষা করছেন ভালো দামের আশায়। কিন্তু বাজারমূল্য যা তাতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়ার অবস্থা। যে চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় কিনেছেন বাজারে পাইকাররা তার দাম বলছে মাত্র ৩০০ টাকা। ঈদের পরদিন আজ বৃহস্পতিবার রাজধানীর চামড়ার পাইকারি বাজার লালবাগের পোস্তায় গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।


সিলেট থেকে নুরুল হক দুই ট্রাক চামড়া নিয়ে পোস্তায় এসেছেন লাভের আশায়, লাভ তো দূরের কথা বিক্রিই করতে পারছিলেন না চামড়াগুলো। প্রতিটি চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় কিনেছেন বলে জানান তিনি। এই ব্যবসায়ী বলেন, কিন্তু এখন পোস্তায় ব্যবসায়ীরা দাম বলছেন মাত্র ৩০০ টাকা করে। নুরুল হক বলেন, সকাল ১০ টায় দুই ট্রাক মাল (চামড়া) নিয়ে পোস্তায় এসেছি। দুই-একজন দাম বললেও দেওয়ার মতো না। কিনেছি ৫০০ টাকায় এখন দাম বলে ৩০০ টাকা, গাড়ি ভাড়া দিয়ে এনেছি সেই টাকাও তো উঠবে না। এবার ব্যবসা করে পুরাই ধরা।


একই দশা নরসিংদীর মনোহরদীর আরেক ব্যবসায়ী মিয়া হোসেনেরও। তিনি ৩৪০ টি চামড়া দুই ভাগে বিক্রি করেছেন। তার ২১০ টি চামড়া বিক্রি হয়েছে ৩১০ টাকা করে আর ১৩০ টির দাম পেয়েছেন ৩০০ টাকা করে।


মিয়া হোসেন বলেন, “ঈদের দিন দুপুরের দাম শুনে মাল কিনেছিলাম। এখানে এসে দেখি কেউ জিগায়-ই না। অনেক অনুরোধ করে ৩৪০ টি মাল বিক্রি করেছি। ১৩০ টির দাম এখনো হাতে পাইনি। পচনশীল মাল এখন বিক্রি করতে না পারলে ফেলে দিতে হবে। তাই যে দাম বলছে দেওয়া ছাড়া উপায় নাই।” দাম কমের কথা স্বীকার করলেন আড়তদার লোকমান হোসেন। তিনি বলেন, ঈদের দিন দুপুরে ভালো দাম গেছে। রাত থেকে মাল কেনার লোক নাই। শুধু নিলে তো হবে না আগের মালগুলো লবণ মাখাতে না পাড়লে পচন ধরবে, তাই এখন বেশি গুরুত্ব দিচ্ছি লবণ দেওয়ায়।


ঈদের দিন দুপুরে যে চামড়া ১২০০ টাকায় বিক্রি হয়েছে, সেই একই আকারের চামড়া এখন ৬০০ টাকাও বলছে ব্যবসায়ীরা। আর সরকার নির্ধারিত দাম তো ধারে কাছেও নাই। ক্রেতা-বিক্রেতা কেউ সরকারি দাম মানছেন না। নরসিংদীর জামিয়া ইসলামিয়া লক্ষ্মীপুরা রহমতপুর মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন ১২৫ টি চামড়া বিক্রি করেছিলেন ৬২০ টাকা করে। মাদ্রাসায় তার শিক্ষক ওমর ফারুকের কাছে বিক্রি করেছিলেন বাকিতে। কথা ছিল চামড়া বিক্রি করে টাকা দেবে। “আমি খোঁজ নিয়ে এসেছি, আইসা দেখি মালই বিক্রি করতে পারেননি, টাকা দিব কেমনে। একটু আগে একজন ২০০ টাকা পিচ বলেছে; এখন সেও নাই। দাম বলে কেউ নেয়না।”

আওয়ামী লীগ সঙ্কট তৈরি করেছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আওয়ামী লীগ সঙ্কট তৈরি করেছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

admin August 23, 2018

ঠাকুরগাঁও: আওয়ামাী লীগ নির্বাচনী ও রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না-যে সংকট নেই। আলোচনার মাধ্যমে সংকট দুর করতে হবে। সংলাপের বসতে হবে। দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না বলে উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সাথে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেয়াকে মির্জা ফখরুল সরকারের স্বৈরাচারী মনোভাব বলে মন্তব্য করে বলেন, বিরোধী দলকে রাস্তায় নামতে দেয়না, সভা সমাবেশের অনুমতি দেয়না। এর পরেও শান্তিপূর্ণ ভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বিএনপি। এসময় ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।Mirza-Fakhrul-Islam-Alamgir


এরআগে আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন মির্জা ফখরুল। এসময় সাংবাদিদের মুখোমুখি হন তিনি। বলেন, কথা দিয়ে কথা না রেখে জনগণের সাথে প্রতারণা করা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব। নির্বানে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন হতে হবে কিন্তু আওয়ামী লীগের নির্বাচন মানেই প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করার মতো পরিবেশ আওয়ামী লীগকেই তৈরি করতে হবে। এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তার প্রমাণ হলো সিটি নির্বাচনগুলোতে ভোটের কারচুপির মহোৎসব। আলাপ আলোচনার মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে বিএনপি মনে করে। জনগণ ভোট দিতে না পারলে সে ভোট আর ভোট নয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর প্যানেল মেয়র শাহিন আখতার শাহিন প্রমুখ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three