মমতার হস্তক্ষেপে কাটলো বাংলা সিরিয়ালের অচলাবস্থা, কাজ শুরু আজ থেকেই

admin August 24, 2018

বিনোদন ডেস্ক: অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটলো বাংলা সিরিয়ালের অচলাবস্থা। ফলে আজ শুক্রবার থেকেই শুটিং শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের। খবর জিনিউজ ২৪ ঘণ্টার। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে নবান্নে প্রযোজক, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান এবং বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেন মমতা। আর সেখানেই সব পক্ষের অভাব-অভিযোগ-অনুযোগ শোনেন তিনি।


বৈঠক শেষে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মমতা জানান, টলিউড এবং টেলিউড বাংলার অহংকার। এই শিল্প বহু মানুষের কর্ম সংস্থানের যোগান দেয়, বহু মানুষের বিনোদনের খোরাক। তাই সব পক্ষ যাতে খোলামেলাভাবে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে, তার জন্যই বৈঠক ডাকা হয়। শুধু তাই নয়, বৈঠকে প্রত্যেকে খোলামেলাভাবে আলোচনা করেছেন। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে হলে মত বিরোধ হতেই পারে। তবে সে সব বিরোধ মোটামুটি মিটে গেছে। শুক্রবার সকাল থেকে কাজ শুরু হবে।


মুখ্যমন্ত্রী মমতা জানান, আগামীতে যাতে কারও কাজ করতে কোন অসুবিধা না হয়, সেজন্য শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করা হবে।প্রতিমাসে ওই কমিটি মিটিং করবে। তাতে করে তারা মিটিয়ে নেবে নিজেদের মধ্যের যে কোন ভুল বোঝাবুঝি।


কমিটিতে যারা থাকবেন তাদের কয়েকজনের নামও উল্লেখ করেন মমতা। তারা হলেন- সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক, লিনা গঙ্গোপাধ্যায়, জি বাংলার সম্রাট ঘোষ ও অন্য চ্যানেলের প্রতিনিধিরা। বৈঠকে সবকিছু সসম্মানে মিটে গেছে জানিয়ে মমতা বলেন, ওই কমিটি কারও কোন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখবে।


ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা, বকেয়াসহ নানান সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিলো। এসব বিবাদের জের ধরে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের গত পাঁচ দিন ধরে বন্ধ ছিলো বাংলা মেগা সিরিয়ালের শ্যুটিং। অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই অবসান ঘটলো এ অচলাবস্থার।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three