তবে কি গুগলও ভুল করে?

তবে কি গুগলও ভুল করে?

admin August 26, 2018

স্পোর্টস ডেস্ক: একটি কথা আমরা শুনে আসি সবসময়-মানুষ মাত্রই ভুল হয়। শুধু কি মানুষ? যন্ত্রেরও কিন্তু ভুল হতে পারে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলই যেমন করে বসলো বড়সড় ভুল। তাদের ভুল তথ্যে অনেক দর্শকই মাঠে পৌঁছতে দেরি করলেন, গিয়ে দেখলেন খেলা অনেকটা পার হয়ে গেছে।


গুগল এমন ভুল করেছে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে। আইরিশরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে, যার দ্বিতীয় ম্যাচটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল। গুগলে সার্চ দেয়ার পর এই ম্যাচের যে ফিকশ্চার এসেছে, তাতে দেখা গেছে এক ঘন্টা বেশি। অর্থাৎ ছয়টায় খেলা শুরু হবে ধরে নিয়ে মাঠে গেছেন দর্শকরা, গিয়ে দেখেন খেলা অনেকটাই পেরিয়ে গেছে।



[মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)]


গুগলের এমন কাণ্ডে ভীষণ অসন্তোষ প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা টুইটার অ্যাকাউন্টে লিখেছে, 'ভক্তরা, খেয়াল রাখুন গুগল আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের ভুল তথ্য দেখাচ্ছে। যদি আপনি ''ক্রিকেট আয়ারল্যান্ড'' লিখে গুগল করেন তবে সার্চের রেজাল্টে যা আসবে, সেটা আমাদের তথ্য নয়।'


শুধু টি-টোয়েন্টি সিরিজে নয়। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজেও এমন ভুল করেছিল গুগল। ওয়ানডেতে সব ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। কিন্তু গুগল সার্চে দেখিয়েছে ১১টা ৪৫ মিনিট। আয়ারল্যান্ড ক্রিকেট আরেকটি টুইটে জানিয়েছে, গুগলের ভুল তথ্যে মাঠে দেরি করে পৌঁছেছেন অনেক দর্শক। যেটা নিয়ে বেশ অসন্তুষ্ট তারা।


তবে গুগলের এ ভুলের বিষয়ে গুগল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।


এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারি আফগানিস্তান।

সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

admin August 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। এতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধনের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা। খবর জি নিউজ চব্বিশ ঘণ্টার।


খবরে বলা হচ্ছে, সুধীর কুমার ওঝা নামে এক জনৈক আইনজীবীর দায়ের করা ওই মামলায় রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, 'দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।' রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে ইন্ধনের সামিল বলে দাবি অভিযোগকারীর।



[অপ্রতিরোধ্য অগ্রগতি: একুশ শতকেই অর্ধ দুনিয়া থাকবে চীনের হাতে]


একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সম্মানহানির অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। মামলাকারীর দাবি, ভারতে নারী নির্যাতনের জন্য এদেশের সংস্কৃতিকে দায়ী করেছেন রাহুল গান্ধী। যা এদেশের সংস্কৃতিকে অপমানের সামিল। একই সঙ্গে বিদেশের মাটিতে রাহুল ভারতের মাথা হেঁট করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।


বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

অপ্রতিরোধ্য অগ্রগতি: একুশ শতকেই অর্ধ দুনিয়া থাকবে চীনের হাতে

অপ্রতিরোধ্য অগ্রগতি: একুশ শতকেই অর্ধ দুনিয়া থাকবে চীনের হাতে

admin August 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: সপ্তম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিক নির্ণয় কম্পাস- সবই চীনে প্রথম উদ্ভাবিত হয়। নৌ বাণিজ্যে বিশ্ব দখল নীতি সেসময় থেকেই চীনের দখলে।

তারপর খ্রিস্টপূর্ব ২০৭০ অব্দ থেকে ১৯১২ সাল পর্যন্ত (২ হাজার বছর) প্রায় ২৭টি সাম্রাজ্য চীন শাসন করেছে। এর মধ্যে বিশাল এলাকাজুড়ে সবচেয়ে বেশি প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করে তাং সাম্রাজ্য। প্রভাব বিস্তারে এরই মধ্যে সেই তাং সাম্রাজ্যকেও ছাড়িয়ে গেছে বেইজিং।


জিনপিংয়ের শাসনামলে তা আরও দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে। বিমানের বিশাল বহর, বিরাট আকারের সব রণতরী আর পরমাণু শক্তির আধুনিকায়ন। সমসাময়িক সময়ে চীনের এ অপ্রতিরোধ্য ধাবমান অগ্রগতিই বলে দিচ্ছে একুশ শতকের মধ্যেই অর্ধেক বিশ্ব চলে আসবে চীনের মুঠোয়। আর এ নিয়েই ভয়ে আছে ভারত।


চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও জাপানও দেশটিকে চোখে চোখে রাখছে। মার্কিন দৈনিক ব্ল–মবার্গের এক প্রতিবেদনে সম্প্রতি চীনের এ ‘ধীর আগ্রাসন নীতির চিত্র’ তুলে ধরা হয়েছে।


বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সাম্রাজ্য দখল কৌশল একেবারেই উল্টো। ওয়াশিংটনের সামরিক নীতির বিকল্প ব্যবসা নীতেতে এগোচ্ছে বেইজিং। বাণিজ্য ফাঁদের জালে ফেলে প্রতিবেশী, মিত্র দেশে আধিপত্য বাড়াচ্ছে চীন। পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা তার জলজ্যান্ত উদাহরণ। এর মধ্যে শ্রীলংকা তো ‘চায়না কোলোনি’ নামেই পরিচিত হয়ে উঠেছে বিশ্ব মহলে। নৌবন্দর, মহাসড়ক নির্মাণ, আবাসন প্রকল্প, নতুন নতুন রেললাইনের মাধ্যমে দেশগুলোর সঙ্গে চীনের সরাসরি সংযোগ সৃষ্টি- সবমিলিয়ে গুটি গুটি পায়ে দেশগুলোর রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে চীন। এ তো গেল ঘরের পাশের প্রতিবেশীর কথা। হাজার হাজার মাইল দূরের দেশগুলোয়ও এখন নোঙর ফেলেছে চীনের বাণিজ্যিক সাম্রাজ্যের বহর।


২০১৩ সালের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ জালে এরই মধ্যে বিশ্বের ৭৬টি দেশ বেঁধে ফেলেছে চীন। রমরমা রেশম যুগের সেই ‘সিল্ক রোডের’ আধুনিক সংস্করণ এ রেলপথকে বিশ্বব্যাপী ‘নিউ সিল্ক রোড’ নামে সামনে তুলে এনেছে বেইজিং।


শিল্পায়নের ক্ষেত্রে বিশ্বের প্রধান দেশগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছে চীন। বর্তমানে এমন কোনো পণ্য নেই যা এ দেশটি তৈরি করে না। এসব পণ্য রফতানির জন্য দরকার নতুন নতুন বাজার। বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগে তৈরি হচ্ছে এ নতুন সিল্ক রোড তথা বাণিজ্য পথ। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা বিআরআই হচ্ছে সেই সাম্রাজ্য প্রতিষ্ঠার কর্মসূচি। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত চীনের মুঠোয় রাখবে এই রোড।


হাজার হাজার মাইল দূরের আফ্রিকার কেনিয়া, সিয়েরা লিয়নেও এখন চীনের আধিপত্য। কেনিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র রাজধানী নাইরোবির দ্য পোর্ট অব মোমবাসাকে এখন আর কেউ ব্রিটিশ কলোনি বলে না। বন্দরটি এখন চীন কলোনি নামেই বেশি পরিচিত। মোমবাসা থেকে নাইরোবি পর্যন্ত ৩.৮ বিলিয়ন ডলারের রেললাইন প্রজেক্টের কাজ করছে চীন। সেখানে প্রতিদিন প্রায় ৩০ হাজর কেনীয় শ্রমিক কাজ করে চীনের অধীনে।


শুধু বাণিজ্যিকভাবেই নয়, সামরিক ক্ষেত্রেও সমান তালে এগোচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের দেখাদেখি অন্যের ভূখণ্ডে নিজেদের সেনাঘাঁটি বসানো শুরু করেছে চীন। আফ্রিকার জিবুতিতে বসিয়েছে, পাকিস্তানের গোয়াদার বন্দরেও আরেকটি বসানোর উদ্যোগ চলছে। দক্ষিণ চীন সাগর থেকে উত্তর চীন সাগর, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের প্রভাবের আওতায় নিয়ে এসেছে চীনা সামরিক বাহিনী। ভারত মহাসাগরজুড়ে কয়েক ডজন নৌবন্দর নির্মাণ করা হচ্ছে। চীনের দাবি, এটি সহযোগিতার মাধ্যমে যৌথভাবে লাভবান হওয়ার নতুন এক মডেল। ভারত বরাবরই অভিযোগ করেছে, এটি নতুন ধরনের উপনিবেশবাদ। এটি দুর্বল রাষ্ট্রকে ঋণের জালে বেঁধে ফেলবে।


আঞ্চলিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের হঠাৎ এমন আগ্রাসী নীতির মূলে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তার নেতৃত্বেই একুশ শতকের উপযোগী সাম্রাজ্য গড়ে তুলছে দেশটি। চলতি বছরের মার্চেই প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদের ব্যাপারে সংবিধানের যে বাধ্যবাধকতা তা উঠিয়ে দেয়া হয়েছে। ফলে সম্রাট যেমন মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতার মসনদ আকড়ে থাকেন, ঠিক একইভাবে আজীবন প্রেসিডেন্ট পদে থাকবেন তিনি। তার চিন্তা ও ভাবাদর্শও সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন নিজের ভাবাদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতে সক্ষম হবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা জিনপিং।


অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চীনকে শক্তিশালী দেখতে চান জিনপিং। একই সঙ্গে সামরিক ক্ষেত্রেও উচ্চাশা পোষণ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ‘মেইক চায়না গ্রেট অ্যাগেইন’ তথা চীনকে আবার মহান করে তোলার স্বপ্ন তার চোখেও।


বিশ্লেষকরা বলছেন, ‘তার এ ভাবাদর্শ ও উচ্চাশার বাস্তবায়ন হলে খুব শিগগিরই বিশ্বের অর্ধেক ভূখণ্ডে বেইজিংয়ের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে নির্মিত হচ্ছে এ সাম্রাজ্য। আমরা এ সাম্রাজ্যের নাম দিতে পারি ‘শি সাম্রাজ্য’। প্রধানত একদলীয় শাসন ব্যস্থায় এরই মধ্যে নিজের ক্ষমতা ও অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন। বর্তমানে জিনপিং একাধারে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান, দেশের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনী পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) প্রধান।’

শাহানা কাজীর নতুন মিউজিক ‘শরতের সেই জ্যোৎস্না’ (ভিডিও)

শাহানা কাজীর নতুন মিউজিক ‘শরতের সেই জ্যোৎস্না’ (ভিডিও)

admin August 26, 2018

বিনোদন ডেস্ক: ইদকে কেন্দ্র করে প্রতিবছরই সঙ্গীতশিল্পীরা নতুন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে হাজির হন। এরই ধারাবাহিকতায় ভক্তদের ইদের আনন্দে খানিকটা বাড়তি মাত্রা যোগ করল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী।


ইদুল আজহাকে কেন্দ্র করে শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘শরতের সেই জ্যোৎস্না’ শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ইদের আগের দিন ২১ আগস্ট ভিডিওটি প্রকাশ করেন তিনি। শাহানা কাজী বলেন, ‘ইদ মানেই আনন্দ। আর এই আনন্দ দূর থেকে আমার শ্রোতা-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতেই ভিডিওটি প্রকাশ করা। আশা করি, দর্শক-শ্রোতারা গানটি দেখবেন, পছন্দ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।’

[সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!]


গত ইদুল ফিতরেও শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন। আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী ইতিমধ্যে বলিউডের অনেক প্রখ্যাত সঙ্গীতশিল্পীদের সঙ্গে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। আতিফ আসলামের সঙ্গে তিনি তিনটি কনসার্ট করেছেন।



এছাড়াও নেহা কাক্কার, সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক ও আয়ুষ্মান খোরানার সঙ্গে অনেক কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন শাহানা কাজী। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় ২০ হাজার শ্রোতা-দর্শক ধারণক্ষমতাসম্পন্ন কনসার্ট ভেন্যু এয়ার কানাডা সেন্টারেও লাইভ পারফর্ম করেন যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।


২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের অ্যালবাম। ইতিমধ্যে তিনি লাখ লাখ দর্শক-শ্রোতাদের মনজয় করে নিয়েছেন। বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে।


https://youtu.be/4vMxDdf8_9E
সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!

সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!

admin August 26, 2018

বিনোদন ডেস্ক: সানির ভক্তরা জানেন, সানি লিওন ভারতের নাগরিক নন। কিন্তু এখন জানা গেল, তার বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলার এক গ্রামে। তার বয়স নাকি ৫১, সর্বোপরি, তার আসল নাম নাকি দুর্গাবতী সিং!


ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানাচ্ছে, উত্তর প্রদেশের বালিয়া লোকসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটার লিস্টে এমন কাণ্ডই দেখা যাচ্ছে। জনৈক দুর্গাবতী সিংহের নামের পাশে শোভা পাচ্ছে সানি লিওনের ছবি। শুধু তা-ই নয়, কাণ্ড আরও রয়েছে। এই ভোটার তালিকায় অনেকের নামের পাশে পায়রা, হাতি, হরিণের ছবিও রয়েছে। ৫৬ বছরের জনৈক নারদ রাইয়ের পরিচিতি-চিত্রটি একটি আফ্রিকান হাতির। কুমার অঙ্কুর লিংহের ছবিটি একটি হরিণের।


আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই কয়েকটি রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তবে ভোটার তালিকা জনগণের কাছে এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি বালিয়ার জেলার ভোটার তালিকার কিছুটা অংশ ফাঁস হয় সংবাদমাধ্যমে। সেখানেই ধরা পড়েছে মারাত্মক ভুল। একাধিক ভোটদাতার ছবির জায়গায় অন্য ছবি বসানো হয়েছে।



[মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)]


সেখানে দেখা যাচ্ছে, দুর্গাবতী সিং নামে ৫১ বছরের এক নারীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের মুখ। নারদ রাই নামে ৫৬ বছরের এক ব্যক্তির ছবির জায়গায় বসানো হয়েছে একটি আফ্রিকার হাতির ছবি। এরপরই প্রশ্ন ওঠে, যেখানে সানি লিওন ভারতের নাগরিকই নন, সেখান তাঁর ছবি এল কীভাবে? তাহলে ইচ্ছে করেই ওই মুখ বসানো হয়েছে কি না, উঠছে সে প্রশ্নও।


বালিয়া জেলার এক কর্মকর্তা মনোজ কুমার সিংহল বলেন, ‘আমাদের ডাটা এন্ট্রি অপারেটরদের একজনই এ কাজ করেছেন। সম্প্রতি শহর থেকে গ্রামে তাঁর বদলি হয়েছে। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছি। তালিকা সংশোধনের কাজ চলছে।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)

মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)

admin August 26, 2018

বিনোদন ডেস্ক: কেউ ভালোবেসে ডাকে মিল্ক বিউটি। আবার কেউ ডাকে তাম্মি। জন্ম ২১ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ২৮)।উচ্চতা ৫'৫'', ওজন ৫৫ কেজি। ফিগার ৩৩-২৭-৩৫। মুম্বাইয়ে জন্ম নেয়া এ তাম্মি পড়াশোনা করেছে মুম্বাইতে। তার বাবার নাম সানতোশ ভাটিয়া আর মা রজনী ভাটিয়া। তার এক ভাই আনান্দ ভাটিয়া। তিনি আর কেউ নন, দক্ষিণের সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) কথা।


২০০৫ সালে চান্দ সা রোশন চেহরা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপকা অভিজিত’ এ্যালবামের ‘লাফজো মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং পরবর্তী বছর তিনি তার প্রথম তামিল ছবি কেদিতেও নাম লিখান। তার অভিনীয় জীবনে সবচেয়ে আলোচিত ছবি 'বাহুবলি'। আমাদের এবারের আয়োজন তামান্না ভাটিয়াকে নিয়ে। রইলো দক্ষিণের এ সুন্দরী অভিনেত্রীর ফোটো এ্যালবাম-


 

tamanna bhatia

 

tamanna bhatia

 

tamanna bhatia

 

tamanna bhatia

 

tamanna bhatia

[caption id="" align="aligncenter" width="1600"]tamanna bhatia tamanna bhatia[/caption]

 

tamanna bhatia

 

tamanna bhatia

[caption id="" align="aligncenter" width="1135"]tamanna bhatia with saree tamanna bhatia with saree[/caption]

ঐতিহাসিক ফুলবাড়ি দিবসের ১২ বছর: কিছু সংগৃহীত ছবি

admin August 26, 2018
আজ ২৬ শে আগস্ট ফুলবাড়ি দিবস। আজকের এই দিনে ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্বতিতে ফুলবাড়ি কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে উঠে ঐতিহাসিক গণআন্দোলন। এ গণআন্দোলনে গুলিতে প্রাণ হারায় তিন যুবক, আহত হয় তিনশ’র অধিক সাধারণ মানুষ। এরপর থেকে এই দিনটিকে ফুলবাড়ি দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়িবাসী।

২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারি এশিয়া এনার্জি নামে একটি বহুজাতিক কোম্পানীর ফুলবাড়িস্থ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী মিছিলের উপর টিয়ারশেল ও গুলিবর্ষন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র তরিকুল ইসলাম, নিরিহ যুবক আমিন ও সালেকিন নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো তিনশ’র অধিক মিছিলকারী। এদের মধ্যে বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এখনও সেই গুলির ক্ষত বহন করছে অনেকে।

রইলো ওই সময়ের সংগৃহীত কিছু ছবি: (সৌজন্যে -http://www.rangpurexpress24.com )


ঐতিহাসিক ফুলবাড়ি দিবস আজ, ১২ বছরেও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি (ওই সময়ের কিছু ছবিসহ)

admin August 26, 2018

দিনাজপুর: আজ ২৬ শে আগস্ট ফুলবাড়ি দিবস। আজকের এই দিনে ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্বতিতে ফুলবাড়ি কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে উঠে ঐতিহাসিক গণআন্দোলন। এ গণআন্দোলনে গুলিতে প্রাণ হারায় তিন যুবক, আহত হয় তিনশ’র অধিক সাধারণ মানুষ। এরপর থেকে এই দিনটিকে ফুলবাড়ি দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়িবাসী।


এদিকে ফুলবাড়ি গণআন্দোলনের ১২ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি ফুলবাড়িবাসীর সাথে সম্পাদিত ছয় দফা চুক্তি। উল্টো আন্দোলনকারী নেতাদের উপর চেপে বসেছে এশিয়া এনার্জির দায়ের করা একাধিক মামলা। এই কারণে আন্দোলনকারী নেতৃবৃন্দসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। ফুলবাড়ি দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, শোক র‌্যালি, এরপর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা ইত্যাদি।



এসব কর্মসূচিতে অধ্যাপক আনু মোহাম্মদ সহ কেন্দ্রীয় নেতারা থাকার কথা রয়েছে বলে জানায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ি শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নু জানান, আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে এশিয়া এনাজির দায়ের করা মামলা প্রত্যাহার করে, ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।



উল্লেখ্য, আন্দোলনকারী নেতৃবৃন্দরা জানান, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের প্রস্তাবকারি এশিয়া এনার্জি নামে একটি বহুজাতিক কোম্পানীর ফুলবাড়িস্থ অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে, নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী মিছিলের উপর টিয়ারশেল ও গুলিবর্ষন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র তরিকুল ইসলাম, নিরিহ যুবক আমিন ও সালেকিন নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো তিনশ’র অধিক মিছিলকারী। এদের মধ্যে বাবলু রায় নামে একজন চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এখনও সেই গুলির ক্ষত বহন করছে অনেকে।



এরপর ফুলবাড়িবাসীর টানা চার দিনের গণআন্দোলনের মূখে ৩০ আগষ্ট, তৎকালীন সরকার ফুলবাড়ি বাসির সঙ্গে ছয় দফা শর্তে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। যা ফুলবাড়ি ছয় দফা চুক্তি বলে পরিচিত। এরপর থেকে এই দিনটিকে ফুলবাড়ি দিবস হিসেবে পালন করে আসছে এবং সেই সময়ের সম্পাদিত ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য ফুলবাড়ি স্থানীয়ভাবে গঠিত অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবি সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আজও আন্দোলন করে আসছে।




[caption id="" align="alignnone" width="800"] বিজিবির একশন[/caption]

শেরপুরে সিনেমা হলে অগ্নিকাণ্ড: বেঁচে গেল তিন শতাধিক মানুষ

শেরপুরে সিনেমা হলে অগ্নিকাণ্ড: বেঁচে গেল তিন শতাধিক মানুষ

admin August 26, 2018

সারাদেশ: শো চলাকালে শেরপুরের নকলা্ উপজেলার কল্পনা সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দৌঁড়াদৌঁড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন দর্শক আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।


জানা গেছে, ঈদ উপলক্ষে দুপুরে ‘অহংকার’ নামে সিনেমার শো চলছিল। এসময় হলে ৩ শতাধিক দর্শক ছিল। তিনতলা এ হলটিতে সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর কালো ধোঁয়ার গন্ধে হলের ভেতর দর্শকদের শ্বাসকষ্ট অনুভূত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি শুরু করে দর্শকরা। কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


কল্পনা সিনেমা হলের মালিক বাবু মিয়া জানান, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।


শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় কোটি টাকার মালামাল অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

রঘুনাথপুর গ্রামে এক সঙ্গে এত কবর আগে কেউ দেখেনি

রঘুনাথপুর গ্রামে এক সঙ্গে এত কবর আগে কেউ দেখেনি

admin August 25, 2018

সারাদেশ: ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জসিমের বাড়িমুখি মানুষের দীর্ঘ লাইন। সবার চোখে-মুখে শোকের ছায়া। স্বজন হারানোর শোক। গ্রামে যেন ছেয়ে গেছে কোন এক অজানা অন্ধকার। উড়ছে কালো পতাকা। এ বাড়িতে এর আগে এত মানুষের ভিড় এর আগে কেউই দেখেনি। দলে দলে মানুষ আসছে। নারী-পুরুষ, বৃদ্ধ এমনি শিশু।


গেল শনিবার বিকেল সাড়ে ৫ টা। খালপাড়ের খোলা জমিতে একে একে রাখা হলো পাঁচটি লাশ। জানাজা শেষে একটু পরেই রাখা হবে কবরে। জসিমের অনেক খোঁজাখুঁজির পরও তাকে (জসিমকে) পাওয়া গেল না। পাশের একটি জমিতে আধামরা হয়ে শুয়ে আছে সে। তাকে ঘিরে কয়েকটা মানুষ জড়ো হয়েছে। কেউ কেউ দিচ্ছে সান্ত্বনা। স্বজন হারানোর শোকে সেও যেন লাশ হয়ে গেছে।


গত শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গারতাকিয়া নামকস্থানে শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাণ হারায় চালকসহ একই পরিবারের ৫ জন। নিহতরা নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুরে গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪৫), শাহাদাত (২৬), নাসির (২৫), সালমা (১৮) ও দেলোয়ার হোসেন (১৭)। অপরদিকে আরেক নিহত সিএনজি চালিত অটোরিকশাচালক রুহুল আমিন ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা।


এলাকার মানুষজন বলাবলি করছেন, এই গ্রামের এর আগে আর কেউ এক সঙ্গে পাঁচটা কবর দেখেনি। যারা কবর খুঁড়ছেন তারাও কি কখনও একসঙ্গে এতো কবর খুঁড়েছেন? দূর থেকে নারী কণ্ঠের বিলাপ (কান্না) শোনা যাচ্ছে। পুরুষদের চোখেও কান্নার ছাপ। একটা সময় কান্না শেষ হতে থাকে। পাঁচ-পাঁচটা তাজা কবরে পানি ছিটিয়ে মৌলভীর (মাওলানার) সঙ্গে মোনাজাত ধরে জসিম। সঙ্গে কয়েক হাজার মানুষ। দোয়া হয় তাদের জান্নাতবাসী হওয়ার জন্য।


স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয়ভাবে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।

লা লিগা বয়কটের হুমকি মেসিদের

লা লিগা বয়কটের হুমকি মেসিদের

admin August 25, 2018

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগের খেলা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে চটেছেন স্পেনের লা লিগার ফুটবলাররা। লা লিগা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে পিছু না হটলে প্রয়োজনে ধর্মঘটের ডাক দেয়ারও হুমকি দিয়েছে স্প্যানিশ ফুটবলারদের সংগঠন এএফই।
এই মৌসুমে নিজেদের বাণিজ্যিক দিকগুলোয় যথেষ্ট মনোযোগ দিয়েছিলো লা লিগা কর্তৃপক্ষ। বহুজাতিক গণমাধ্যম, খেলাধুলা এবং বিনোদন বিষয়ক প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’ এর সঙ্গে ১৫ বছর মেয়াদী এক চুক্তির সুবাদে স্প্যানিশ লিগের কিছু খেলা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানের কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চলতি বছর একটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা আটলান্টিকের ওপারে। তবে এই সিদ্ধান্ত খেলোয়াড়দের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই হওয়ায় বেঁকে বসেছেন খেলোয়াড়রা।
বিভিন্ন ক্লাবের অধিনায়ক এবং খেলোয়াড়দের নিয়ে এএফই গত বুধবার এ ব্যাপারে বৈঠকে বসেছিল। এতে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, বার্সেলোনার সহ অধিনায়ক সার্জিও বুস্কেটস ও সার্জি রবার্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক হুয়ানফ্রান এবং মিডফিল্ডার কোকে। বৈঠকে খেলোয়াড়দের বাড়তি ভ্রমণ, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচের অসুবিধাজনক সময় আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি ডেভিড আগানজো জানান, লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খেলোয়াড়রা সর্বসম্মতভাবে ক্ষুব্ধ।
আগানজো বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে দেখে তারা বিস্মিত এবং ক্ষুব্ধ। খেলোয়াড়রা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের কেউই এর পক্ষে নেই। এটা সর্বসম্মত ছিলো। কিছু ক্লাব এর পক্ষে আছে এবং বাকিরা এর বিরোধী। আমি খেলোয়াড়দের পক্ষ থেকে কথা বলছি।’

এবার বরখাস্ত ভেট্টোরি

এবার বরখাস্ত ভেট্টোরি

admin August 25, 2018

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’র হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। সেই সঙ্গে তার কোচিং স্টাফদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরু মিররে প্রকাশিত রিপোর্টের বরাতে এমনটাই জানিয়েছে দ্য ক্রিকেটার। খবরে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড প্রধান কোচ ভেট্টোরিকে তার সকল সহযোগীসমেত বরখাস্ত করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে মাত্র ৬ ম্যাচে জয় পায় শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে গড়া ব্যাঙ্গালুরু।
দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স¤প্রতি অবসর নেওয়া প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের দলে নিয়েও সফলতার মুখ দেখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। ষষ্ঠ স্থানে থেকে গত আসর শেষ করে ব্যাঙ্গালুরু।
ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে তার দুই সহযোগী তথা ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায়ী চিঠি দিয়েছে ব্যাঙ্গালুরু।

ভ্যানচালকের বাড়ি থেকে ভিজিএফের চাল জব্দ

ভ্যানচালকের বাড়ি থেকে ভিজিএফের চাল জব্দ

admin August 25, 2018

সারাদেশ: মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের পর এবার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের এক ভ্যান চালকের বাড়ি থেকে ৩৫০ কেজি ভিজিএফএর চাল জব্দ করা হয়েছে। তবে এবার সরকারী বস্তায় নয়, পরিবর্তন করা বস্তায় ওই চাল উদ্ধার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জব্দ করে রাখা হয়েছে। এ ঘটনাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত করে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ফ্লুটো কিশোর মল্লিক জানান, স্থানীয় লোকজন জানতে পারে পাঁচবাড়িয়া গ্রামের ভ্যান চালক প্রশান্ত কুমারের বাড়িতে ভিজিএফ এর চাল সেরে রাখা হয়েছে। খবর পেয়ে গত ২১ আগস্ট সন্ধ্যার পর মনিরামপুর থানা পুলিশ প্রশান্তর বাড়িতে অভিযান চালিয়ে পল্ট্রি খাবারের ৬টি বস্তায় রাখা ওই চাল উদ্ধার করে।


এ সময় ভ্যান চালক প্রশান্ত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে বলেন, তার বাড়িতে ওই চাল রেখে গেছে পাশ্ববর্তী কুমারসীমা গ্রামের ব্যবসায়ী মান্তু ওরফে মলাই রায়। এ ঘটনায় মলাই রায় এলাকাবাসীর সামনে পুলিশকে জানায়, একই এলাকার সবুজ ও নয়নসহ কয়েকজন ছাত্রনেতা তার কাছে ওই চাল বিক্রি করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এলাকাবাসী আরো জানান, ভিজিএফ এর চাল কেলেংকারির ঘটনায় গত বছর একই এলাকার দেবু মেম্বর প্রশাসনের হাতে আটক হয়ে জেল হাজতে যায়।


ভ্যান চালকের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সরেজমিনে তদন্ত করে প্রমাণ মিললে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

admin August 25, 2018

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি লেগুনার আরোহী ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।


আজ শনিবার বিকেল ৪ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমেনা ক্লিনিক, পাটোয়ারি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১৪ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)।


লেগুনার বেঁচে যাওয়া একমাত্র যাত্রী নুরসেদ সর্দার (৭২) চিকিৎসাধীন অবস্থায় জানান, লেগুনাটি বড়াইগ্রামের বনপাড়া বাইপাসের লেগুনাস্ট্যান্ড থেকে ছেড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া যাচ্ছিল। লেগুনাটি ছাড়ার পর থেকে চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। এ দুর্ঘটনায় নুরসেদ সর্দারের স্ত্রী লজেনাও মারা গেছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নূর বলেন, লাশগুলো থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে লেগুনাটির নিবন্ধন ও ফিটনেস ছিল না। বাসটি এ সড়কে নিয়মিত চলাচল করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক পলাতক। লেগুনার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পিকনিকে যাওয়া হল না শিল্পীদের

পিকনিকে যাওয়া হল না শিল্পীদের

admin August 25, 2018

ঠাকুরগাঁও: অনেকদিন পরিকল্পনা আর আয়োজনের পর ইদুল আযহার পর আজ শনিবার স্বপ্নপুরীতে যাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শাটিয়া গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ। কিন্তু যাত্রার ক্ষণিকের মধ্যেই অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনার কবলে পরে তাদের বহনকারী বাসটি। ফলে এবারের মত তাদের আর যাওয়া হল না পিকনিকে। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।


স্থানীয়রা জানান, আজ শনিবার পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরিতে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু নিয়ে সুরুচি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস যাত্রা শুরু করে। যাত্রাস্থল থেকে একটু দুরে যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় বাসটি রাস্তার ধারে উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এতে ওই মিনিবাসে থাকা প্রায় অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।


শাটিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, ঈদ উপলক্ষে স্থানীয় উদ্যোগে তারা স্বপ্নপূরীতে পিকনিক যাচ্ছিল। রাস্তা সরু হওয়ার কারণে বাসটি উল্টে যায়।


পীরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, পিকনিকের মিনিবাস দুর্ঘনায় ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিল্পী (২০) সহ ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


অন্য আহতরা হলেন, ইকবাল (১৬), বাবু(২), মাসুদ (২৫), জিয়ারুল (২০), আমেনা বেগম(২০), ইয়াসমিন (৪০), ফইজুল (২০), জীবন (১০), ইব্রাহীম (১২), শিমু (১৯), নাসরিন (১৬), শাহ আলম (২৮), রাকিব (১০), রুপালি (১০), আশা (১৬), খালেদা (১৮), শহজাহান(১০), সিদ্দিক (২০), ফিরোজ(২০), আলী হুসেন(৪২), পান্না(১২), জিনিয়া(৯), রিতা(২৮), নিশি(১০), সুমি (১৫), নুর মোহাম্মদ (২০), লাইসুর (৯), সাথী(৯), দুলাল(৩০), নিশাদ(১২), জোস্না(২০), সোমা (২৫), নশরাত (১৫), জয়নাল (২৬), রুবা আলম (১৩), আরিফ (১৮), মানিক (২২) ও আহসানুল (২৮)।


দুর্ঘটনার পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও সাবেক এমপি ইমদাদুল হক ও উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য নির্দেশ দেন।

সৈয়দপুরে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা ইউএনও'র

সৈয়দপুরে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা ইউএনও'র

admin August 25, 2018

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভগতপাড়া গ্রামকে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ ২৫ আগষ্ট শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের আয়োজনে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ উপস্থিত থেকে এ ঘোষণা দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচি, পরিবেশবাদি ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকরী সদস্য মোকাররম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসি।


সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বলেন, বাদুড় নিয়ে কল্পকাহিনীর কুসংস্কারের যুগ কেটে গেছে। এরা মানুষের উপকারই করে। বিশেষ করে কলা আর অ্যাভোকাডোসহ প্রায় ৩০০ রকমের গাছের বীজ ছড়াতে সাহায্য করে। আবার কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। তাই মানবকল্যাণকারী ও পরিবেশ বান্ধব এ স্তন্যপায়ী প্রানীটি রক্ষা আমাদের দায়িত্ব।


সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বজলুর রশীদ বলেন, দেড় শতাধিক বছর পুরোনো প্রায় ৩ একরের বাঁশঝাড় ও দুটি বটগাছের মধ্যে প্রাকৃতিক ভাবে এখানে বাদুড়েরা নির্ভয়ে বসতি গড়েছে। এটি রক্ষায় পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধন ও অত্র এলাকাবাসি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। যার কারণে এখানকার স্তন্যপায়ী এ প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েছে। তাদের এই আবাসস্থল ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা অব্যহত থাকবে।

ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

admin August 25, 2018

রংপুর এক্সপ্রেস ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে দুইদিন ধরে মানুষ দলে দলে ফিরছে রাজধানীতে। তবে ঈদের ছুটির সঙ্গে শুক্র ও গতকাল শনিবার সরকারি ছুটি থাকায় ফেরার পথে খুব একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে না; ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে নেই খুব একটা চাপ। রাজধানীর তিন আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালের পরিবহন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার যতটা যাত্রী ফিরবেন বলে তারা আশা করেছিল, ততটা ফেরেননি। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ঢাকায় ফিরে আসা যাত্রীর সংখ্যা নিতান্ত কম। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় নেই। তবে রোববার যেহেতু ঈদের পর প্রথম কর্মদিবস, তাই রাতেই অধিকাংশ মানুষ ঢাকায় ফেরার চেষ্টা করবেন, তখন হয়ত যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছে পরিবহন মালিক সমিতিগুলো।


তাদের কথার প্রতিফলন দেখা গেছে শনিবার দুপুরের পর। সকালে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ফিরে আসা যাত্রীর সংখ্যা কম থাকলেও দুপুর ১টার দিকে ঢাকায় ফেরা বাসের সবগুলোই ছিল যাত্রীপূর্ণ। আরিচা-পাটুরিয়া ঘাটে ‘লোকাল’ হিসেবে চলা বাসগুলোও ঢাকায় ফেরার পথে ‘গেইটলক’ হিসেবে গাবতলী টার্মিনালে আসতে দেখা গেছে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের বাস-ট্রাক মালিক সমিতির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে আসা বাসগুলো যাত্রী পরিপূর্ণ ছিল না। এখন সবগুলো বাস যাত্রী পরিপূর্ণ। কাল থেকে সব অফিস খুলবে। যাত্রীর চাপটা রাতে আরো বাড়বে বলে আশা করছি। তিনি জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে নাব্য সঙ্কটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে ঢাকামুখী গাড়িগুলোকে।


বেলা ১টায় গাবতলী বাস টার্মিনালে খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের ১৬টি গাড়ি চলে আসার খবর জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আনিসুজ্জামান। তিনি বলেন, সকাল ১১টার আগে যে গাড়িগুলো এসেছে, সেগুলো জ্যামে পড়ে নাই। কিন্তু পরের গাড়িগুলো জ্যামে পড়েছিল। খুলনা রুটের হানিফ, বরিশাল, মাদারীপুর রুটের সার্বিক সুরভী পরিবহন, সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ছেড়ে আসা তাদের পরিবহনের ১২-১৫টি বাস দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আছে। গোপালগঞ্জের গোল্ডেন লাইন পরিবহন, ঝিনাইদহ- চুয়াডাঙ্গা- মাগুরা রুটের পূর্বাশা পরিবহনের কোনো গাড়ি বেলা ১২টা পর্যন্ত ফেরিতেই উঠতে পারেনি বলে জানান কাউন্টারের কর্মীরা। তবে উত্তর-পশ্চিমের গাড়িগুলোকে পথে তেমন জ্যামে পড়তে হয়নি বলে জানান কাউন্টার ব্যবস্থাপকরা। কল্যাণপুরে হানিফ পরিবহনের ব্যবস্থাপক ইশতিয়াক জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো কোনো যানজট ছাড়াই ঢাকায় পৌঁছে গেছে। বেলা ১২টা পর্যন্ত হানিফের ১২টি গাড়ি গাবতলী পৌঁছার কথা জানান তিনি।


নাবিল পরিবহনের চালক বাবু হোসাইন জানান, কুড়িগ্রাম থেকে ৭ ঘন্টায় তিনি ঢাকা পৌঁছতে পেরেছেন, সড়কে কোথাও যানজটে পড়তে হয়নি। তবে মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের চিত্রটি অন্যরকম। পরিবহন মালিকরা ঠিক যত যাত্রী ফেরার আশা করেছিলেন সকালে, ততটা ফেরেনি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে যে বাসগুলো ছেড়ে আসছে, সেগুলোতেও যাত্রী চাপ ‘খুব নেই’। তবে ময়মনসিংহ রুটের বাসগুলোতে মোটামুটি যাত্রী আছে। ঈদ উপলক্ষে যারা গ্রামে গিয়েছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। কিন্তু ঠিক যত যাত্রী ফিরবেন বলে আশা করছিলাম, গতকাল শনিবার অতটা ফেরেননি। তিনি জানান, টাঙ্গাইলের এলেঙ্গা, গাজীপুরের ভোগড়া, চন্দ্রাতে ঢাকামুখী গাড়িগুলোকে যানজটে পড়ে থাকতে হয়েছে। তাছাড়া গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী রেলগেইট এলাকা পেরুতেও বেশ সময় লাগছে। সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল শনিবার যাত্রীর পড়বে আশা করেছিলাম। কিন্তু তা পড়েনি। আজ রাতের দিকে হয়তো পড়তে পারে। তবে রোববার অনেক চাপ পড়বে।


ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটের গাড়িগুলোতে যারা আসছেন, তারা যানজট ছাড়াই নির্বিঘেœ ঢাকায় চলে আসতে পারছে বলে জানান তিনি। তবে শিমুলতলী-কাঁঠালতলী নৌ রুটে নাব্যতা সঙ্কটে ফেরি চলাচল ‘ওয়ান ওয়ে’ হয়ে পড়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আসা যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন বলে জানান জাহাঙ্গীর। বেশ কটি বাস সরাসরি ফেরি পারাপার হয়ে আসে ঢাকায়। কিন্তু ফেরি সঙ্কটে এখন যাত্রীদের লঞ্চ ও স্পিডবোটে ঘাট পার হতে হচ্ছে। মাওয়া ঘাটে ঢাকায় ফেরার বাস পেতে একটু সময় লাগছে। তবে মাওয়া ঘাটে বিভিন্ন পরিবহনের বাস পাঠানো হচ্ছে।


বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, শনিবার বিকাল অবধি সদরঘাটে ঢাকা ফেরত যাত্রীর চাপ ছিল না। দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন জেলা থেকে ছোট বড় ৮১টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। ঢাকা ছেড়ে গেছে ৩০টি লঞ্চ। তিনি বলেন, ফিরে আসা লঞ্চগুলোতে যাত্রীর চাপ তেমন ছিল না। আশা করছি, রোববারে ভীষণ চাপ পড়বে।


এদিকে ঈদুল আজহার আগে রেলের সূচিতে যে বিপর্যয় দেখা গিয়েছিল, ঈদের বিরতির পর সেই একই চিত্র দেখা গেল গতকাল শনিবার দুপুরে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১৮টি ট্রেন এসেছে কমলাপুর স্টেশনে। তার মধ্যে সূচি বিপর্যয়ে পড়েছে নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি স্পেশাল ট্রেনগুলো। নীলসাগর ২ ঘন্টা ৫০ মিনিট এবং একতা এক্সপ্রেস ২ ঘন্টা ৪৫ মিনিট দেরি করে প্ল্যাটফর্মে এসেছে। লালমনি স্পেশাল সকাল সোয়া ৯টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বিকাল সাড়ে ৩টায়ও সেই ট্রেন ছাড়েনি। রাজশাহীগামী সিল্ক সিটি সকাল ৯টায় ছাড়ার কথা, কিন্তু বিকাল সাড়ে ৩টায়ও ছাড়েনি।


নৃপেন্দ্র চন্দ্র সাহা জানান, বিকাল ৪টার পর থেকে গতকাল শনিবার রাত অবধি আরো ১২টি ট্রেন আসবে কমলাপুরে। তিনি আরো জানিয়েছেন, ফিরতি পথে যাত্রীদের সুবিধার জন্য নীলসাগর এক্সপ্রেস ও সিল্ক সিটির কর্মীদের ছুটি আগামি ৩০ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। নীলসাগরের ছুটি সোমবার, সিল্ক সিটির রোববার।

পার হলো রোহিঙ্গা সংকটের এক বছর, মেলেনি সমাধান, ক্যাম্পে বিক্ষোভ

পার হলো রোহিঙ্গা সংকটের এক বছর, মেলেনি সমাধান, ক্যাম্পে বিক্ষোভ

admin August 25, 2018

রংপুর এক্সপ্রেস: রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও নিপীড়নের এক বছর পার হয়েছে আজ শনিবার (২৫ আগস্ট)। গত বছরের এই দিনে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর অভিযান জন্ম দেয় পৃথিবীর সবচেয়ে বড় এই মানবিক সংকটের। রাখাইনে নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশের সীমান্তে ঢল নামে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর। কক্সবাজারে পালিয়ে এসে নিজে বাঁচলেও স্বজনদের হারিয়েছেন অনেকে।এদিকে দিনটিকে ‘কালো দিবস’ বলে পালন করছেন রোহিঙ্গা শরণার্থীরা। এ উপলক্ষে আজ শনিবার কক্সবাজারের উখিয়া ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে এই শরণার্থীরা। তারা জানান, গণহত্যা বন্ধ, নিরাপদ প্রত্যাবাসনসহ অন্যান্য বিষয়ে নিশ্চিত হলেই নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাবেন সেখান থেকে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরাণার্থীরা।


তবে নিপীড়নের দুঃসহ স্মৃতি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাস করা অনেকেই মনে করে, রাখাইনে ফিরে যাওয়া তাদের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ-মিয়ানমার যৌথ চুক্তি স্বাক্ষরের পর গত ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। কয়েক শতক ধরে মিয়ানমারে বসবাস করলেও নাগরিকত্ব পায়নি রোহিঙ্গারা। এমনকি শিক্ষা, ধর্ম চর্চার মতো বিভিন্ন অধিকার থেকেও রোহিঙ্গাদের বঞ্চিত রাখা হয়েছে।


নিজেদের কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গারা ৫ টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো- রাখাইনে গণহত্যা বন্ধ করা, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিচার, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন, প্রত্যাবাসনের পর নিরাপদে চলাফেরার অধিকার। দাবিগুলো মেনে নিলেই মিয়ানমারে ফিরে যাবেন বলে জানান কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা এখানে আসছি এক বছর হইছে। আমরা বহুত জায়গা বদল করছি। আমরা এখনো বিচারের ফলাফল পাই নাই। আমরা নির্যাতনের শিকার হইছিলাম এইদিন। এই কারণে, সেই অশান্তির দিনটি আজকে পালন করছি।




[caption id="attachment_1443" align="aligncenter" width="800"]rohingya-Camp ২৫ শে আগস্টকে কালো দিবস হিসেবে ঘোষণা করে আজ ক্যাম্পে বিক্ষোভ করেন রোহিঙ্গারা।[/caption]

চলমান সংকটের মধ্যেও মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করবে না। তাদের সঙ্গে আছে বৌদ্ধভিক্ষুরা। গত বছর ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির বাংলাদেশ সীমান্তবর্তী বৌদ্ধ-প্রধান রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন অভিযান শুরু করলে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বিভিন্ন সময় পালিয়ে আসা তিন লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে।


সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ আহ্বান জানিয়েছে। হামলার জন্য মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে দায়ী করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বিভিন্ন সময় বলেছে, রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনের কাজে মেতেছে মিয়ানমার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এরইমধ্যে নির্যাতন, হত্যায় জড়িত মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে তারা। দেশটির নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হয়েছেন, তা এখনো চলছে। তাঁকে দেওয়া বিভিন্ন সম্মাননা ফিরিয়ে নিয়েছে অনেক সংস্থা ও বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে সু চি বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের বিষয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার সরকার কেবল কথা বলছে, কোনো কাজ করছে না। তারা প্রত্যাবাসন বিষয়ে সমঝোতায় সই করলেও তা মানছে না।


এরই মধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শিবিরেও তাঁরা গেছেন। বিভিন্ন দেশের রাজনীতিক ও ক‚টনীতিকরা ঘুরে প্রত্যক্ষ করেছেন রোহিঙ্গা সংকট। কিন্তু এক বছরের ব্যবধানেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অভিনয় জগতের প্রিয়াংকা চোপড়া, কেট ব্লনশেটসহ বড় তারকারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প দেখে গেছেন। তাঁরা রোহিঙ্গা সংকটে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সর্বশেষ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ১৩২ জন আইনপ্রণেতা (এমপি) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, পূর্ব তিমুর। এমপিরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three