দ.আফ্রিকার কাছে পাত্তাই পেল না আফগানরা

দ.আফ্রিকার কাছে পাত্তাই পেল না আফগানরা

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাড়ে জয়ের অপেক্ষা। শেষ পর্যন্ত নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো প্রোটিয়ারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ফাফ ডুপ্লেসিসের দল। ওয়ানডে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হলো এই দুই দল।


বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ৪৮ ওভারে নামিয়ে আনা হয়। কার্ডিফের সোফিয়া গর্ডেন্সে আগে ব্যাট করে প্রোটিয়া বোলিং তোপে মাত্র ১২৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অর্ধশতকে ১১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়রা।

১২৭ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে বেশ সাবধানেই ব্যাট চলাতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তাদের ব্যাটিং দৃড়তায় আফগানিস্তানের বোলাররা কোন রকম সুবিধাই করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই জয়ে ভিত্তি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৪ রান আসে আমলা ও ডি ককের ব্যাট থেকে।

অর্ধশতক তুলে নেন ডি কক। ৬৮ রান করে গুলবাদিন নাঈবের বলে আউট হন তিনি। এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন আমলা ও আন্দ্রেল ফেলুকায়ো। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তারা। ১ উইকেটে ১৩১ করে দক্ষিণ আফ্রিকা। আমলা ৪১ ও ফেলুকায়ো ১৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। তবে ইনিংসের প্রথমেই আসে বৃষ্টির বাধা। ৫.৫ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলেতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার খেলা শুরু হলে দলীয় ৩৯ রানে হযরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৫৬ রানে বিদায় নেন রহমত শাহ।

২০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির থামার পর ম্যাচ পুনরায় শুরু হলে ৫০ ওভারের ম্যাচ ৪৮ ওভারে নামিয়ে আনা হয়।

এরপরই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া বোলাররা। ইমরান তাহির, ক্রিস মরিসের বোলিং তোপে মাত্র ১২৫ রানে অলআউট হয় আফগানরা। সর্বোচ্চ ৩৫ রান আসে রশিদ খানের ব্যাট থেকে। এছাড়া দুই ওপেনার নূর আলী জাদরান ৩২ ও হজরতউল্লাহ জাজাই ২২ করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।


সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান: ৩৪.১ ওভারে ১২৫/১০ (রশিদ খান ৩৫, নুর আলী জাদরান ৩২, হযরতউল্লাহ ২২; ইমরান তাহির ৪/২৯, ক্রিস মরিস ৩/১৩)।


দক্ষিণ আফ্রিকা: ২৮.৪ ওভারে ১৩১/১ (ডি কক ৬৮, আমলা ৪১*, ফেহালুকাওয়ে ১৭*)।


ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।


ম্যাচ সেরা: দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইমরান তাহির।
ঠাকুরগাঁওয়ে ঋণ শোধ না করতে পেরে কৃষকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ঋণ শোধ না করতে পেরে কৃষকের আত্মহত্যা

admin June 16, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় কুঞ্জমোহন সিংহ (৪০) নামে এক কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুঞ্জমোহন সিংহ একই এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানান, কুঞ্জমোহনের বড় মেয়ে বেলী রাণীর বিয়ে দিতে এলাকার দাদন ব্যবসায়ীদের কাছে ঋণ নিয়েছিলেন। কথা ছিল ঘরে ফসল তোলার পর তা বিক্রি করে দেনা পরিশোধ করবেন।


কিন্তু বিধির বাম! ধানের ফলন ভাল হলেও বাজার দর নিম্মমুখী। কম দামে ধান বিক্রি করে কুঞ্জমোহন দাদন ব্যবসায়ীর সুদ ও আসল টাকার দাবি মেটাতে ব্যর্থ হন। এই অপমান সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি বলেন, কুঞ্জমোহন ঘটনার দিন রাতে বাড়ি থেকে কিছু দূরে একটি মেহগনি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ এ খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ নামিয়ে থানায় নেয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তার সৎকার করা হয় ।


কুঞ্জমোহনের স্ত্রী সন্ধ্যা রাণী জানান, সংসারে চাহিদা মেটাতে তার স্বামী খোচাবাড়ি গ্রামের দাদন ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে চড়া সুদে ঋণ নিয়েছিলেন।


টাকার জন্য ওই দাদন ব্যবসায়ী তাদের বাড়িতে আসেন। তবে ধান বিক্রি না হওয়ায় তার স্বামী ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এর কয়েকদিন পরেই কাউকে না জানিয়ে তার স্বামী এ পথ বেছে নেন।


এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরু হক বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

admin June 16, 2019

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুনের শিকার হন বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)। এ ঘটনায় আটক তরিকুল ইসলাম (২৭) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। শনিবার (১৫ জুন) দিনাজপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এ তথ্য জানান এসপি সৈয়দ আবু সায়েম।


এর আগে ৩০ মে (বৃহস্পতিবার) সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই যুবক হলেন- উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।


তিনি জানান, গত ১৩ জুন বীরগঞ্জের শালবন থেকে নিহত দুই যুবকের বন্ধু একই উপজেলার শতগ্রামের (পালাপাড়া) মো. গিয়াসউদ্দিনের ছেলে তরিকুলকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিজের দোষ স্বীকার করেন। পরের দিন ১৪ জুন আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।


জবানবন্দীতে তিনি জানান, ঘটনার আগের দিন ২৯ মে (বুধবার) দুপুরে বীরগঞ্জ বাজারে ঝারবাড়ি থেকে বিপ্লব, হানিফুরসহ তিনি (তরিকুল) একত্রিত হয়ে নীলফামারীর দেবীগঞ্জ বাজারে যান। পরে ওই বাজারে অবস্থানকালে গোপনে একটি ধারালো অস্ত্র কিনে কোমরে লুকিয়ে রাখেন আসামি তরিকুল। এরপর রাত সোয়া ৯টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ইয়াবা ও ফেনসিডিল সেবন করেন। পরে সেখান থেকে রাত ২টার দিকে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল দেবফুর গ্রামের বালাপাড়ার যদুর মোড়ে যাওয়ার জন্য রওনা হন।


ঘাতক তরিকুল মোটরসাইকেলের সবার শেষে বসে থাকার সুবাদে ঘটনাস্থলে প্রথমে মোটরসাইকেলের অপর আরোহী বিপ্লবের গলায় ও এর পরপরই চালক হানিফের গলায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে যান। এসময় আসামি তরিকুল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ ঘোড়াঘাট উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।


পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হানিফুর ও বিপ্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গুজরাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

গুজরাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাট রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন ওই হোটেলের কর্মচারি আর বাকি চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য আনা হয়েছিল। খবর এনডিটিভির।


গুজরাটের ভাদোদরা শহর থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত ফার্টিকুই গ্রামের এক হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নিহতদের শনাক্ত করা হয়েছে।


ভাদোদারা ফায়ার সার্ভিস কর্মকর্তা নিকুঞ্জ আজাদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলে কোনো সাড়া না পাওয়ায় অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।


তিনি আরও বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিন কর্মচারী সেখানে প্রবেশ করেন। পরে সাতজনের সবাই সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।


ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করতে শুরু করেছে বলে জানিয়েছেন দাভোই থানার ডিএসপি কল্পেশ সোলাঙ্কি।


ভারতে দলিত সম্প্রদায়ের হাজার হাজার মানুষ, ভূগর্ভস্থ পাইপ ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করে। তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা মুখোশ না পরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কাজ করে থাকে।


প্রসঙ্গত, পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এভাবে নর্দমা পরিষ্কারের কাজ দীর্ঘদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বৃহত্তর আন্দোলনও হয়েছে দেশজুড়ে। তারপরেও জাত-পাতের বিভেদ এবং বংশ পরম্পরায় অন্য কাজ কপালে জোটে না ভারতীয় পরিচ্ছন্ন কর্মীদের।

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। যা তাড়া করতে গিয়ে দিমুথ করুনারত্নে ও কুশল পেরারা দুর্দান্ত শুরু এনে দিলেন শ্রীলঙ্কাকে। যা অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নই জাগাল লঙ্কান দর্শকদের মনে। কিন্তু মিচেল স্টার্ক আর কেন রিচার্ডসনের তোপে ভেঙে পড়ল লঙ্কান ব্যাটিং লাইন। আসরে নিজেদের চতুর্থ জয়ে অস্ট্রেলিয়া ওঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।


শনিবার বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারায় অস্ট্রেলিয়া। ওভালে টস হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৪ রানের পুঁজি গড়ে। জবাবে শ্রীলঙ্কা থেমেছে ২৪৭ রানে। ২৫ বল বাকি থাকতেই ‍গুটিয়ে যায় দলটি।


অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেছেন।


আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার এদিন ২৬ রান করে ফেরেন। তবে তার আগে ফিঞ্চের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮০ রান। ১৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হন ওয়ার্নার। খেলেছেন খুবই ধীর গতিতে। ৪৮ বলে মাত্র ২ চারে নিজের ইনিংস সাজান ওয়ার্নার। এরপর উসমান খাজাও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ১০ রানে ধনঞ্জয়া ডি সিলভার শিকার তিনিও।


তবে অ্যারন ফিঞ্চ এদিন আর সেঞ্চুরি মিস করেননি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানে আউট হয়েছিলেন। তবে এদিন সেঞ্চুরিটাকে দেড় শতে রূপ দিয়েছেন। ৪৩তম ওভারে উদানার শিকার হওয়ার আগে ১৩২ বলে ১৫টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা।


তৃতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ১৭৩ রান যোগ করেন ফিঞ্চ। দুজনই অবশ্য ফিরেছেন পাশাপাশি। ফিঞ্চ ফেরার পরের ওভারেই ফিরেছেন স্মিথ। ৫৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন তিনি।


এরপর চলেছে ম্যাক্সওয়েলের একক শো। অন্য প্রান্তে আসা যাওয়া চললেও ম্যাক্সওয়েল ঝড়ে তিন শ পেরোনো স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৬ রানের ইনিংসটি খেলেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা।


জবাব দিতে নেমে দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার জোড়া ফিফটিতে শ্রীলঙ্কা পায় উড়ন্ত শুরু। দুজনই চড়াও হয়ে খেলতে থাকেন শুরু থেকেই। অজি বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন দুজন।


৬.৫ ওভারে শ্রীলঙ্কা ফিফটি পূরণ করে। করুনারত্নে ৪৩ বলে ফিফটি পূরণ করেন। পেরেরা ফিফটি পূরণ করেছেন ৩৩ বলে। তবে ১৬তম ওভারে দলীয় ১১৫ রানে ফিরে যান পেরেরা। ব্যক্তিগত ৫২ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। ৩৬ বলে নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫ চার ও ১ ছক্কায়।


এরপর থিরমান্নের সঙ্গে ৩৮ রানের জুটি হয়েছে করুনারত্নের। তরে থিরিমান্নে ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর করুনারত্নেও ফিরে যান সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে। রিচার্ডসনের বলে ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন করুনারত্নে। ১০৮ বলে ৯৭ রান করেন ৯ চারে।


করুনারত্নে ফেরার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার আশার প্রদীপ নিভে যায়। এর মধ্যে মিচেল স্টার্ক হয়ে উঠলেন ভয়ংকর। কুশল মেন্ডিস (৩০) ছাড়া আর কেউ বলার মতো রান পেলেন না। আসরে তাই দ্বিতীয় পরাজয় মেনে নিতে হলো শ্রীলঙ্কাকে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অ্যারন ফিঞ্চ।


৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ৫ ম্যাচে ৪ পয়েন্ট। দলটি একটি মাত্র ম্যাচ জিতেছে। তাদের দুটিতে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

রোহিঙ্গা সঙ্কটের সমাধান ও তিস্তা চুক্তি সম্পাদনের আশ্বাস

রোহিঙ্গা সঙ্কটের সমাধান ও তিস্তা চুক্তি সম্পাদনের আশ্বাস

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা, বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি সম্পাদন ও সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।


ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড.এস. জয়শংকরের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব সহযোগিতার কথা ব্যক্ত করেন। শুক্রবার তাজাকিস্তানের রাজধানী দুশানোবেতে স্থানীয় হোটেল সেরিনায় তারা এ বৈঠকে মিলিত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি ছিল প্রথম বৈঠক।


কনফারেন্স অন ইন্টার‌্যাকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মেজারর্স ইন এশিয়া (সিআইসিএ)- এর পঞ্চম সম্মেলনে যোগ দিতে দুশানবেতে অবস্থানরত রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে অবস্থান করছেন ড.আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।


ড.এস জয়শংকর রোহিঙ্গা সমস্যা সমাধান, বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহের সাথে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করেছে।


ভারতের পূর্বমুখী অর্থনৈতিক প্রবেশদ্বার (গেটওয়ে) হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূকৌশলগত সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বিআইএমএসটিইসি-কে শক্তিশালী করলে উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। ভারত আঞ্চলিক সংযোগের ওপর সমধিক গুরুত্বারোপ করে থাকে বলেও জানান তিনি।


ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা এবং পরিপক্ক ও প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ বিরাজিত অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুসমূহ সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করেছেন,তা বিশ্বের অপরাপর দেশগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।


এ সময় তিনি ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস.জয়শংকরকে অভিনন্দন জানান।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রায় এক’শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (স্পেশাল ইকোনমিক জোন, এসইজেড) ভারতীয় বিনিয়োগ আকর্ষণে ড.এস জয়শংকরের সহযোগিতা কামনা করেন।


তিনি ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছরপুর্তি উদযাপনে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।


বৈঠকে ড.এস. জয়শংকর বাংলাদেশ সফরে আশার কথা ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বগুড়া সদর থানা হেফাজতে এক ব্যবসায়ীকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের নির্যাতনের শিকার সোহান বাবু আদর (৩২) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি শহরের সুলতানগঞ্জ পাড়ার সাইদুর রহমানের ছেলে।


এদিকে এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে চারজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তরা হলেন- বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ আলী ও নিয়ামত উল্লাহ এবং কনস্টেবল এনামুল হক।


সোহান বাবু বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


জানা যায়, সোহান আগে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করলেও সম্প্রতি একই এলাকায় আল-ফালাহ্ বহুমুখী উন্নয়ন সংস্থা নামে একটি ঋণদান সমিতির কার্যক্রম চালাতেন। ওই সমিতিতে একই এলাকার সাথী বেগম নামে এক নারীর ৩০ শতাংশ এবং বাপ্পী নামে আদরের এক বন্ধুর ৩০ শতাংশ অংশীদারত্ব রয়েছে।


নির্যাতনের শিকার আদর ও তার বড় বোন সম্পা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার মুন্সি (কনস্টেবল) এনামুল হক মোবাইল ফোনে আদরকে থানায় ডাকেন। ওই ফোন পেয়ে তিনি থানায় যাওয়ার পরপরই তাকে হাজতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার বোন সম্পা রাতেই থানায় গেলে জানানো হয়, একই এলাকার সাথী বেগম তার মেয়েকে উত্ত্যক্ত (ইভটিজিং) ও পাওনা টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।


সোহান বাবু আদর বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১ টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আহত আদরের স্ত্রী পাপিয়া বেগম জানান, থানা থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই সোহান বাবু আদরকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে গেলে এসআই জব্বার ও কনস্টেবল এনামুল ভয়ভীতি দেখায়। এ কারণে তারা রাতে বিষয়টি কাউকে জানাতে পারেননি।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আদরের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, পুলিশ সুপার জেলার বাইরে থাকায় বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন সম্ভব হয়নি। তবে তার নির্দেশে অভিযুক্ত ওই চার পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

কাউনিয়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

কাউনিয়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

admin June 16, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় জাম গাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের আবুল কালামের ছেলে কুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৯) স্কুল মাঠে জাম গাছে উঠে জাম পাড়ার সময় হাত ফঁসকে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

admin June 16, 2019

স্টাফ রিপোর্টার:
ভারতীয় হাই কমিশন আয়োজিত ইয়োগা জোন ও রংপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় এক ইয়োগা অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আরসিসিআই হলরুমে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।


বিশেষ অতিথি রংপুর রেঞ্চের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, চেম্বার অব কমার্স এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও ইয়োগা জোনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবি বাবেল। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, ডাক্তার পেশাজীবিসহ আড়াই শতাধিক সূধিজনের উপস্থিতি ছিলেন।


অনুষ্ঠানের অতিথিবৃন্দ ইয়োগার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, সমাজের নেতিবাচক দিক থেকে যুবসমাজ ও সাধারণ মানুষদের কল্যাণ মূলক ইতিবাচক চিন্তাধারায় নিয়ে আসার জন্য ইয়োগা চর্চাই সর্বোত্তম বলে মতামত ব্যক্ত করেন।


তাঁরা আরও বলেন, দৈনন্দিন ৩০-৪০ মিনিট ইয়োগা চর্চা করে নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস, নিয়ম, সংযম, প্রাণায়াম, আসন, মুদ্রা, শুদ্ধিক্রিয়া ইত্যাদি অনুশীলন করলে সাধারণ অনেক রোগ যেমন প্রেসার, ডায়াবেটিক, মানসিক চাপ, মাইগ্রেন, মাথাব্যথা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ব্যথা, পেঠের সমস্যা, হৃদরোগ, লিভার সমস্যা, অতিরিক্ত ওজন, স্থূলতা, ফুসফুস জনিত সমস্যা, কিডনি রোগ, পাইলস রোগ ইত্যাদি নানাবিধ রোগ খুব সহজেই প্রাকৃতিক ভাবেই নিরাময় করা সম্ভব হয়। এই অঞ্চলে ইয়োগার অনুশীলন দিনে দিনে বৃদ্ধি পাবে এবং ইয়োগা জোন মানুষকে ইয়োগা অনুশীলনে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিশেষে উপস্থিত সকলের জন্য ইয়োগার আসন, প্রাণায়াম, ধ্যান, মূদ্রা ইত্যাদি অনুশীলন করানো হয়। ইয়োগা অনুশীলন পরিচালনা করেন ইয়োগা জোনের প্রতিষ্ঠতা নির্বাহী পরিচালক এবি বাবেল। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রাজারহাটে র‌্যাবের উপর হামলা: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জোড়া মামলা

রাজারহাটে র‌্যাবের উপর হামলা: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জোড়া মামলা

admin June 16, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে র‌্যাব সদস্যদের সাথে মাদক ব্যবসায়ীদের পোষ্য বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় র‌্যাব তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ঘটনায় শনিবার রাজারহাট থানায় র‌্যাবের উপর হামলা ও মাদক ব্যবসার অপরাধে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর গ্রামে মাদক ব্যবসায়ী ছোয়া ধরা মকবুল (৫০) এর বাড়িতে গাঁজা থাকার বিষয়ে নিশ্চিত হয়ে র‌্যাব ১৩ সদস্যরা সাদা পোষাকে অভিযান চালায়।


এসময় ৯ কেজি ৬শ গ্রাম গাঁজা সহ র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী মকবুলকে গ্রেফতার করে নিয়ে আসার সময় মকবুলের পোষ্য বাহিনী তারা র‌্যাব নয় বলে উসকানী দিয়ে গ্রামবাসীকে ক্ষিপ্ত করে। পরে মকবুলের পোষ্যবাহিনী ও এলাকাবাসী র‌্যাব সদস্যদের পরিচয় নিয়ে বিতর্কে লিপ্ত হয় এবং মকবুলকে গ্রেফতারে বাঁধা প্রদান করে।


র‌্যাব সদস্যরা তাদের পরিচিতি পত্র ও অস্ত্র দেখানোর পরও তারা মকবুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে র‌্যাব তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শনিবার র‌্যাব-১৩ এর ইন্সপেক্টর আজিজুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসার অপরাধে মকবুল ও সাহেদুল (৩৫) নামের ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি এবং র‌্যাব সদস্যদের উপর আক্রমণের অপরাধে মকবুল ও সাহেদুল সহ কয়েকজনের নাম উল্লেখ পূর্বক ৩০/৪০ জন অজ্ঞাত নামা গ্রামবাসীর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন।


এদিকে মামলা হওয়ার পর থেকে জনমানব শুন্য হয়ে পরেছে জয়কুমোর গ্রাম। রাজারহাট থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

কুড়িগ্রামে খাদ্যগুদামকে সিন্ডিকেট মুক্ত করতে কৃষকের তালিকা সংশোধনের উদ্যোগ

কুড়িগ্রামে খাদ্যগুদামকে সিন্ডিকেট মুক্ত করতে কৃষকের তালিকা সংশোধনের উদ্যোগ

admin June 16, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
অবশেষ কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাদ্য গুদামকে সিন্ডিকেট মুক্ত করাসহ সরকারীভাবে ধান সংগ্রহ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে উলিপুর উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সর্বশেষ সভায় পূর্বের কৃষকের তালিকা সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সহায়তায় স্থানীয় কৃষিবিভাগ তালিকা সংশোধনের কাজ চুড়ান্ত করবে মর্মে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।


সূত্র জানায়, উলিপুর উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এলাকার প্রকৃত কৃষকরা তার সুফল পাবে।


সুত্র আরো জানায়, খাদ্য দস্যু রাজা মিয়ার নেতৃত্বধীন চিহ্নিত সিন্ডিকেটটি দীর্ঘ এক যুগ ধরে সরকারী খাদ্য গুদামকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে আসছিল। কাগজ-কলমে কৃষকের নাম থাকলেও প্রকৃত পক্ষে কৃষকরা গুদামে ধান বিক্রি করতে পারতো না। কৃষকের স্বাক্ষর জাল করে ফায়দা লুটতো ওই চিহ্নিত সিন্ডিকেটটি। এই সিন্ডিকেটকে ভেঙ্গে দিয়ে নতুন করে কৃষকের তালিকা তৈরির জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু জোর দাবি জানিয়ে আসছিল। অবশেষে তার কৃষক বান্ধব দাবিটি উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভায় পূর্ণতা পায়।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, উলিপুর উপজেলায় মোট কৃষকের সংখ্যা ১লাখ। তার মধ্যে কৃষি ভ‚র্তকীর কার্ড প্রাপ্ত কৃষকের সংখ্যা ৭৪ হাজারের অধিক। এদের মধ্য থেকে ধান সংগ্রহের জন্য ১৮ হাজার ৮শ ৯৫ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়। এই তালিকা নিয়ে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হওয়ায় উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহায়তায় তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয়।


উলিপুর উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধান কেনার লক্ষ্য মাত্র ধরা হয়েছে- ৬শ’ ৩৭ মেঃটন। এর মধ্যে প্রথম কিস্তিতে ৩শ’ ১৮ মেঃ টন ধান কেনার জন্য লটারীর মাধ্যমে ৬শ’ ৬২ জন কৃষকের নাম চূড়ান্ত করা হয়। তালিকা সংশোধনের পর দ্বিতীয় কিস্তির ৩শ’ ১৯ মেঃটন ধান কেনার জন্য লটারীর মাধ্যমে কৃষকের সংখ্যা নির্ধারণ করা হবে।


উলিপুর উপজেলার খাদ্য দস্যু খ্যাত সিন্ডিকেটের হোতা রাজা মিয়ার সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন মিল মালিক। এইটুকুই আমার পরিচয়।


এ ব্যাপারে উলিপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালামের সাথে কথা হলে তিনি জানান, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি।


উলিপুর উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, খাদ্য সংগ্রহ কমিটির নির্দেশনা অনুসরণ করে কৃষকের তালিকা সংশোধনের কাজ শুরু করেছি।


উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের জানান, খাদ্য সংগ্রহকে ত্রুটি মুক্ত করার জন্য আমরা কৃষকের তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছি। আশা করি এই উদ্যোগের সুফল সাধারণ কৃষকরা পাবেন।


উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু বলেন, চিহ্নিত সিন্ডিকেটটি অসৎ কৃষি অফিসারদের সহায়তায় তাদের মনগড়া তালিকা প্রণয়ন করার বিষয়টি অবগত হবার পর থেকে আমি কৃষকের তালিকা সংশোধনের জন্য দাবি জানিয়ে আসছিলাম।


তিনি বলেন, ‘অবশেষে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি সেই দাবির আলোকে সিদ্ধান্ত নেয়ায় আমি সন্তুষ্টি প্রকাশ করছি। তবে লটারীতে নাম উঠার পরে যাতে ভাগ্যবান কৃষকরা সরাসরি খাদ্য গুদামে ধান জমা দিয়ে সরকার প্রদত্ত্ব আর্থ হাতে গুণে নিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

মফিজ বলে গালি দেওয়া নিয়ে বুড়িমারী স্থলবন্দরে কর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা

মফিজ বলে গালি দেওয়া নিয়ে বুড়িমারী স্থলবন্দরে কর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা

admin June 16, 2019

পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে তুচ্ছ ঘটনায় বন্দরকর্তৃপক্ষ-শ্রমিক উত্তেজনা চলছে।


বুড়িমারী স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম দালাল মুক্ত স্থলবন্দর করার পদক্ষেপ নেয়। অপরদিকে বন্দর এলাকায় অতিরিক্ত ফি আদায় বন্ধ ও স্থানীয় লোকজনকে মফিজ বলে গালি দেয়ায় স্থানীয় শ্রমিক সংগঠন ওই মনিরুলের বদলির দাবি করে ৭ দিনের আল্টিমেটাম দেন। বিষয়টি নিয়ে বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


বুড়িমারী স্থলবন্দর বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৮ সালে স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে দূরবর্তী যাত্রীদের সেবা নিশ্চিত করনে স্থানীয় গরীব শ্রেণির এক প্রকার স্বেচ্ছাসেবী কাজ করেন। তারা ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীদের ব্যাংক ও পাসপোর্টের যাবতীয় কাজের মাধ্যমে সেবা দিয়ে আসছে। ওই সময় দূরবর্তী যাত্রীরা খাওয়া, গোসল, বিশ্রাম সেরে ভারতের গমনের প্রস্তুতি নেয়। এসব সেবার জন্য যাত্রীরা তাদেরকে উপঢৌকন ও দিয়ে থাকেন।


“অপরদিকে বন্দর কতৃপক্ষ যাত্রীদের পাসপোর্ট চার্জ ৪১.৭৫ টাকার পরিবর্তে ১০০ টাকা নেয়া শুরু করে। এর প্রতিবাদ করে স্থানীয় শ্রমিকরা। এ নিয়ে গন্ডগোল শুরু হলে স্থানীয় শ্রমিকদের “মফিজ” বলে গালি দেয়। এবং লাথি মেরে শ্রমিকদের বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ কারনে স্থানীয়রা উত্তেজিত হয়।”


ওই সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম আজম বলেন, আমাদের স্থানীয় শ্রমিকদের “মফিজ” বলে গালি দিয়ে লাথি মেরে বন্দর এলাকা থেকে শ্রমিকদের বের করে দেয়ার ঘোষণা দেয় বুড়িমারী স্থলবন্দরের উপ পরিচালক মনিরুল ইসলাম। এটা আমাদের জন্য লজ্জাজনক। তাই ওই মনিরুল ইসলামকে ৭ দিনের মধ্যে বদলির আদেশ কার্যকর করতে হবে। তা ন হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে বিতাড়িত করা হবে।


সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক আইয়ুব আলী বলেন, ‘অনতিবিলম্বে বুড়িমারী স্থলবন্দর থেকে মনিরুল ইসলামকে প্রত্যাহার করতে হবে।’


বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ যাত্রী অপেক্ষা ঘরে সরাসরি যাত্রীগণের কাছ থেকে বন্দরের “প্যাসেঞ্জার ফ্যামিলি চার্জ” আদায়ের পক্ষ্যে রয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে কোন অনুমোদিত লোক অথবা ব্যক্তি ওই ঘরে প্রবেশ বন্ধের পক্ষে কর্তৃপক্ষ। আর এ বন্ধ করণের নিমিত্তে আইন শূংখলা বাহিনীর যথাযথ হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ যতবার উদ্যোগ গ্রহণ করেছে ততবারই অবৈধ সুবিধাকারীরা এ কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন।’


এ শুভ উদ্যোগের কারণে প্রকৃত ঘটনা আড়াল করতে লক্ষ্যে অবৈধ সুবিধাভোগীরা উদ্যোক্তাকে দায়ী করার অপচেষ্টায় লিপ্ত বলে উল্লেখ করেন তিনি।


লালমনিরহাট সহকারি পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার বলেন, যে কোন ধননের অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে

admin June 16, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাইশা মনি মারা গেছে। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এরআগে শুক্রবার বিকেলের দিকে মীরবাগ ডিগ্রী কলেজের কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুল ছাত্রী রাইশা মনি। রাইশা মনি কুড়িগ্রাম জেলা সদরের দাদা মোড় এলাকার রয়েল আহম্মেদ ও নিশা বেগম দম্পতির কন্যা।


এদিকে ওই দূর্ঘটনাতে আহত রয়েল আহম্মেদ (৪০) ও নিশা বেগম (৩৫) এর অবস্থাও গুরুতর। তারা চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে রংপুর গামী ঢাকা মেট্রো চ-১৩-৮৩৩৪ মাইক্রোবাস উপজেলার মীরবাগ ডিগ্রী কলেজের কাছে পৌছলে রংপুর থেকে কুড়িগ্রাম গামী রংপুর জ-০৫-০০৭৬ যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এনআরএস কাণ্ডে ডাক্তারদের সমর্থন শুভশ্রীর

এনআরএস কাণ্ডে ডাক্তারদের সমর্থন শুভশ্রীর

admin June 15, 2019

এনআরএস কাণ্ডের জের, সারা দেশজুড়ে প্রতিবাদে মুখর চিকিৎসকরা। রাজ্যে একের পর এক হাসপাতালে গণ ইস্তাফা দিচ্ছেন চিকিৎসকরা। ভেঙে পড়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এরাজ্যের ডাক্তারদের সমর্থনে আন্দোলনে নেমেছেন দিল্লি, ব্যাঙ্গালোর সহ অন্যান্য রাজ্যের চিকিৎসকরাও। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দার ঝড়। মুখ খুলেছেন বুদ্ধিজীবীরাও।


চিকিৎসকের উপর এই হামলার প্রতিবাদে সরব হয়েছেন টলিপাড়ার তারকারাও। চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের উপর এধরনের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, অভিনেতা কৌশিক সেন, সাংসদ অভিনেতা দেব, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন সহ অনেকেই। গোটা পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।


নিজের টুইটার হ্যান্ডেলে একদিন আক্রান্ত চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়, অন্যদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত শিশুকে কোলে নিয়ে বাবার আর্তনাদের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ডাক্তারদের আমি মন থেকে পূর্ণ সমর্থন করছি। আবার এই পাশের ছবিটা দেখে মনটা হুহু করে উটছে। কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ? যার জন্য কিছু নির্দোষেরা শাস্তি পাচ্ছে ।। মানুষ জাত কে উচ্চতর ভাবা হয়, সত্যি কি আমরা তাই?


ডাক্তারদের আমি মন থেকে পূর্ণ সমর্থন করছি। আবার এই পাশের ছবিটা দেখে মনটা হুহু করে উটছে। কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ? যার জন্য কিছু নির্দোষেরা শাস্তি পাচ্ছে। মানুষ জাত কে উচ্চতর ভাবা হয়, সত্যি কি আমরা তাই?


এদিকে শুক্রবারই চিকিৎসকদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। চিকিৎসকদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা সাংসদ দেব।

তনুশ্রীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত

তনুশ্রীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত

admin June 15, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউডে তনুশ্রীর মাধ্যমে #মিটু ঝড় শুরু হয়েছিল। এরপর বড় বড় তারকাশিল্পীদের পিছনেও অভিযোগ দায়ের হয়েছিলো যৌন হেনস্তার।


জনপ্রিয় অভিনেতা ও পরিচালক নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগ দিয়েই বলিউডে এই হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়। তবে তনুশ্রীর করা সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন নানা পাটেকর। অভিযোগে তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়ে দিলো, ওই ঘটনায় নানার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।


পুলিশের এমন বলার পর তনুশ্রী দত্তের আইনজীবী নিতিন সতপুত ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, পুলিশ তাদের এখনও কিছু লিখিত জানায়নি। মামলা খারিজ করা হলে তারা আবারও আদালতের দ্বারস্থ হবেন।


এর আগে তনুশ্রীর অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তার গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান।


গত ৭ মাস আগে নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নানার বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বাইয়ের ওশিওয়ারা থানা। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তনুশ্রীর দাবি ছিল, নানাকে বয়কট করা হোক।


এবার পুলিশ জানিয়ে দিলো তনুশ্রীর অভিযোগ মিথ্যে। ফলে যৌন হেনস্তা কাণ্ডে কিছুটা স্বস্তিতে অভিনেতা নানা পাটেকর।

কুড়িগ্রামে বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলু’র প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

admin June 15, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আজীবন বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামে তার সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কুড়িগ্রাম শহরে অনুষ্ঠিত হয় শোক র‌্যালি। এরআগে বৃহস্পতিবার বিকেলে স্বরণসভা অনুষ্ঠিত হয়।


কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়ন হলরুমে এ স্বরণ সভার আায়োজন করে কমরেড জাহেদুল হক মিলু স্মৃতি পাঠাগার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রিয় নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।


কমরেড জাহেদুল হক মিলু স্মৃতি পাঠাগারের আহ্বায়ক এ্যডভোকেট আবুল বাশার মঞ্জুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রবিণ আইনজীবি এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাদসহ বিশিষ্ট ব্যক্তিগণ।


কমরেড জাহেদুল হক মিলু বাসদ কেন্দ্রিয় কমিটির নেতা ও সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি এবং বাসদ কুড়িগ্রাম জেলা কমিটির সাবেক আহবায়ক ছিলেন। প্রয়াত জাহেদুল হক মিলুর বাড়ি কুড়িগ্রামের পুরাতন হাসপাতাল পাড়ায় ও গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামে। এক বছর পুর্বে তিনি কুড়িগ্রামের অর্জুনডারা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ফুলবাড়িতে ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার, আটক ৫

ফুলবাড়িতে ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার, আটক ৫

admin June 15, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ি সদর ইউনিয়নের পশ্চিম কুটি চন্দ্রখানা এলাকার মাদক সম্রাট শাহানুরের বাড়ি থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩ টি মটর সাইকেলসহ ৬ জনকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ। এদের মধ্যে একজনকে ছেড়ে দিয়ে ৫ জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে ১৫১ ধারায় (সন্দেহ মুলক) মামলা দেয়া হয়েছে। বিশাল একটি চালান উদ্ধার হলোও মাদকের সাথে আটকদেরকে আসামী না করায় বিক্ষুব্ধ হয়েছেন সচেতন নাগরিকরা ।


ফুলবাড়ি থানার এসআই মহুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম কুটিচন্দ্রখানা এলাকার মাদক সম্রাট শাহানুরের বাড়িতে আমার নেতৃত্বে এসআই আল আমিনসহ ৭/৮জন পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট শাহানুর পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ১ হাজার ২১০পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩ টি মটর সাইকেলসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদক সম্রাট শাহানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। শাহানুর ফুলবাড়ি উপজেলার পশ্চিম কুটিচন্দ্রখানা গ্রামের মৃত: মহির উদ্দিনের পূত্র। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


এদিকে ওই বাড়িতে অভিযান চালার সময় ৬জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গর্ভীর রাতে কুড়িগ্রামের কৃঞ্চপুর চড়ূয়া পাড়া এলাকার আশরাফ আলীর পূত্র মাসুম বিল্লাহ (২৯) ছেড়ে দিয়ে ৫ জনকে ১৫১ ধারায় (সন্দেহ মুলক) মামলা দেয়া হয়েছে ।এতে করে বিক্ষুব্ধ হয়েছেন সচেতন নাগরিকসহ এলাকাবাসী ।


ফুলবাড়ি থানার ডিউটি অফিসার এএসআই এরশাদুল হক জানান, ৩টি মোটর সাইকেলসহ গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম শহরের পৌরসভার নাজিরা এলাকার আব্দুস সাত্তারের পূত্র রিপন আহমেদ (৩৪), মুন্সিপাড়া এলাকার বাবলা মিয়ার পূত্র মনু মিয়া (২৭), কলেজপাড়া এলাকার আশরাফ আলীর পূত্র লানজু মিয়া (২৮), ও মোন্নাফের পূত্র রাশেদুজ্জামান রুবেল (২৯) এবং করিমের খামার এলাকার মোস্তাফিজুর রহমানের পূত্র ওমর ফারুক (৩০)।
এলাকাবাসী মোকছেদুল হক, মোজ্জাফর হোসেন ও জুয়েল রানা জানান শাহানুরের বাড়ি থেকে অনেক গুলো মাদক উদ্ধার করেছে পুলিশ।


এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বিকার করে জানান, এ বিষয়ে বাড়ির মালিক শাহানুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। ৬ জনের আটকের ব্যাপারে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে দাবি করে একজনকে জিম্মায় ছেড়ে দিয়ে ৫জনকে সন্দেহজনক ধারায় মামলা দেয়া হয়।

ঠাকুরগাঁওয়ে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ!

ঠাকুরগাঁওয়ে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ!

admin June 15, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর রাস্তার ৩ কিলোমিটার কাঁচা থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তায় তৈরি হয় বড় বড় গর্ত। এতে ব্যাহত হয় চলাচল। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকার বাসিন্দারা ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।


দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর ব্যস্ততম রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে ওই এলাকার বাসিন্দরা। কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ায় বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে তারা। শুক্রবার বিকালে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপন করে।


স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই পানি জমে যায় পটুয়া-জামালপুরের এ রাস্তায়। সৃষ্টি হয় বড় বড় গর্তের। এতে চলাচলের সমস্যা হয়। এ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে কাজ না হওয়ায় শুক্রবার ওই রাস্তায় ধানের চারা রোপণ করে সমস্যার কথা জানান সাধারণ মানুষ আর স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


ঠাকুরগাঁও উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three