সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ড, নিহত ১

সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ড, নিহত ১

admin May 15, 2019

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে রুবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। বুধবার সকালে প্রিমিয়ার ট্রেড করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বিক্রি শুরু

রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বিক্রি শুরু

admin May 15, 2019

অনলাইন ডেস্ক:
প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী রাজশাহীতে আজ বুধবার সকালে আম পাড়া, বাজারজাতকরণ ও বিক্রি শুরু হয়েছে। প্রতিমণ আম বিক্রি হচ্ছে ৮০০-১২০০ টাকায়।এদিকে বাঘা উপজেলায় আম পাড়া মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন আড়তে।


উপজেলার আমের আড়ত ঘুরে দেখা গেছে, আম ক্রয়ের জন্য বিভিন্ন ছোটবড় আড়ত ধোয়া-মোছার কাজ করা হয়েছে। কিছু স্থানে গড়ে তোলা হয়েছে অস্থায়ী আড়ত। প্রতি বছর উপজেলায় আমের আড়তে প্রায় সাড়ে চার হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়। শ্রমিকরাও শেষ মুহূর্তে আড়তদারদের সঙ্গে দৈনিক মজুরি নিয়ে দরকষাকষি করে কাজ করেন।


আড়ানী পৌরবাজারের আড়তদার মোহাম্মদ বাদশা হোসেন বলেন, বুধবার সকাল থেকে আম কেনাবেচা শুরু হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর বাগানে আম অনেক কম ধরেছে। তার ওপর দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে। ফলে চাহিদা অনুসারে আম পাওয়া কঠিন হয়ে পড়বে। এবার গুটিজাতীয় আম প্রতি মণ ৮০০-১২০০ টাকা দরে কেনাবেচা শুরু হয়েছে।


সিরাজগঞ্জ থেকে আড়ানীর আড়তে আসা আম ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বলেন, আম মৌসুমে প্রতি বছর কয়েকটি আড়ত ঘুরে আম কিনে থাকি। জেলার মধ্যে সবচেয়ে ভালো মানের আম বাঘা উপজেলার আড়তে পাওয়া যায়। এখান থেকে আম কিনে দেশের বিভিন্ন জেলায় চাহিদা মোতাবেক সরবরাহ করে থাকি। উপজেলার হামিদকুড়া গ্রামের আমচাষি বিরাজ আলী বলেন, বুধবার থেকে আম পাড়া শুরু হয়েছে। তাই আমের বাজারদর জানতে আড়তে এসেছি।


এ ব্যাপারে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাহিন রেজা বলেন, কোন আম কখন পাড়তে হবে সে মোতাবেক একটি দিকনির্দেশনা ক্রেতা-বিক্রেতাদের দেয়া হয়েছে। এ ছাড়া আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক আম আড়তগুলোতে মনিটরিং থাকবে। এছাড়া কোথাও কোনো অনিয়মের খবর পেলে তৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।


ইতিমধ্যে জেলা প্রশাসকের এক সভায় স্থানীয় বাগান মালিক ও ব্যবসায়ীদের কয়েকটি ধাপে আম ক্রয়-বিক্রয়ের নিদের্শনা দেন। সে নির্দেশনা মোতাবেক ১৫ মে থেকে গুটিজাতীয় আম পাড়া শুরু হয়েছে। এছাড়া গোপালভোগ ২ মে, রানিপ্রসাদ ও লক্ষণভোগ ২৫ মে, হীমসাগর ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ও ফজলি ১৬ জুন এবং আশ্বনী ১ জুলাই থেকে আম পাড়া শুরু হবে।

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা: বেড়েছে কারফিউ, আটক ৬০

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা: বেড়েছে কারফিউ, আটক ৬০

admin May 15, 2019

অনলাইন ডেস্ক:
মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দিনের মতো শ্রীলঙ্কায় দেশব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই দেশটিতে ইস্টার সানডে উদযাপনের সময় কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলসহ আট স্থানে একযোগে ভয়াবহ সিরিজ বোমা হামলা চালানো হয়।


ওই হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। হামলার পর থেকেই দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই দেশজুড়ে মুসলিমবিরোধী সহিংসতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ পর্যন্ত সহিংসতায় একজন মারা গেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চরম ডানপন্থি বৌদ্ধ গোষ্ঠীর এক নেতাও রয়েছেন।


শ্রীলঙ্কার বিভিন্ন শহরে দাঙ্গাকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে। দেশটির এমন পরিস্থিতি শান্ত থাকতে এবং ঘৃণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার থেকে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ যেখানে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে সেখানে কারফিউ আরও দীর্ঘ সময় ধরে জারি থাকবে।


দেশের সকলকে শান্ত থাকার জন্যে আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে গত মাসের ভয়াবহ এই হামলার তদন্ত কাজ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।


শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর কিনিয়ামায় একটি মসজিদের দরজা-জানালা ভাঙচুর করেছে আক্রমণকারীরা। এছাড়া মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনের কয়েকটি কপিও মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। মসজিদের ভবনে তল্লাশির দাবি জানিয়ে জনতা সেখানে পুলিশি অভিযানের দাবি জানালে এক পর্যায়ে সেখানে হামলার ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, ফেসবুকে এক ব্যক্তির দেওয়া বিতর্কিত একটি পোস্টের পর খ্রিষ্টান-প্রধান শহর চিলৌতে মুসলিমদের কিছু দোকান ও মসজিদে আক্রমণের ঘটনা ঘটে। পরবর্তীতে ফেসবুকে পোস্ট দেওয়া ৩৮ বছর বয়সী সেই মুসলিম ব্যবসায়ীকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়।


দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্রুদ্ধ জনগণ আক্রমণ করার পর ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। হেট্টিপোলা শহরেও তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। তবে দাঙ্গা-হাঙ্গামা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার সিংহভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী। সেখান প্রায় ১০ শতাংশ মানুষ মুসলিম। গত মাসে শ্রীলঙ্কায় যে হামলা চালানো হয়েছে স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হামলায় নিজেদের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।


এক মুসলিম ব্যবসায়ী বিবিসিকে বলেন, মুসলিম সম্প্রদায়ের লোকজন এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সোমবার কলম্বোর উত্তরাঞ্চলের একটি শহরতলীতে অবস্থিত তার একটি ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

নিউ ইয়র্কে ফিল্মের ওপর পড়াশোনা করছেন শাওন

নিউ ইয়র্কে ফিল্মের ওপর পড়াশোনা করছেন শাওন

admin May 15, 2019

অনলাইন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী, কন্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, আবারো পড়াশোনা শুরু করেছেন।


কী বিষয়ে পড়াশোনা করছেন? জানতে চাইলে শাওন বলেন, নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্মের ওপর পড়াশোনা করছি। ভালোই লাগছে এখানে নতুন করে ছাত্রী হিসেবে পড়াশোনা করতে। একজন নির্মাতা হিসেবে এখনো অনেক কিছু জানার আছে আমার। এই কোর্স শেষ হলে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরব। এরপর নতুন কিছু কাজ শুরু করব।


প্রসঙ্গত সবশেষ গত মাসে শাওনের গাওয়া নতুন একটি গান ধ্রুব মিউজিক থেকে প্রকাশ হয়। গানের শিরোনাম ছিল ‘ইলশেগুঁড়ি’। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যায় শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তিনি।

আজ সন্ধ্যায় ফিরছেন ওবায়দুল কাদের

আজ সন্ধ্যায় ফিরছেন ওবায়দুল কাদের

admin May 15, 2019

নিউজিবিডি ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি সন্ধ্যা ৬টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।


আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেন, ওবায়দুল কাদের পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আশা করি তিনি আবারো আগেরমতো পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।


৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছিলেন। গত ৩ মার্চ ভোরে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি হলে এনজিওগ্রামে ওবায়দুল কাদেরের হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিত্সার জন্য গত ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।


সেখানে কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ছয় দিন পর তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। এক মাস পর হাসপাতাল ছাড়লেও চিকিত্সকরা ‘চেক-আপের জন্য’ আরো কিছু দিন তাকে সিঙ্গাপুরে থাকার পরামর্শ দেন। এরপর একটি বাসা ভাড়া করে সিঙ্গাপুরে অবস্থান করেন ওবায়দুল কাদের। তার সঙ্গে স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরও রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে ৩ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে ৩ শ্রমিক নিহত

admin May 15, 2019

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। মঙ্গলবার রাতে উপজেলার পিরাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের রাজ্জাকের ছেলে শহিদুল, ‘আব্দুল মান্নানের ছেলে রাকিব আলী ও মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন।’


গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধান কেটে একটি নসিমনে করে ১০-১২ শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে গোমস্তাপুরের পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজন মারা যান। আহত হন আরও ৮ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাটোরে মা-ছেলের লাশ উদ্ধার

নাটোরে মা-ছেলের লাশ উদ্ধার

admin May 15, 2019

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশুসন্তান আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের নিজ ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।


নিহত হালিমা একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আবদুল্লাহ। নিহতের স্বামী মুন্না ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।


নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলায় নিজ ঘরে মা হালিমা আকতার শারমিন ও তার শিশুসন্তান আবদুল্লাহর মৃতদেহ দেখে স্বজনরা পুলিশে খবর দেন।


নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই সঠিক তথ্য বলা যাবে বলে জানান ওসি।

গণপদত্যাগের হুমকি ছাত্রলীগের পদবঞ্চিতদের

গণপদত্যাগের হুমকি ছাত্রলীগের পদবঞ্চিতদের

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা অনশন ও সংগঠন থেকে গণপদত্যাগের মতো কর্মসূচি পালন করবেন বলে হুমকি দেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই হুমকি দেওয়া হয়। সেখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিগত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ উদ্দিন বাবু লিখিত বক্তব্যে বলেন, বিগত দিনগুলোতে যারা সক্রিয়ভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তাদের একটি বড় অংশকে বাদ দিয়ে সঠিক মূল্যায়ন না করে ছাত্রলীগে নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপকর্মের দায়ে আজীবন বহিষ্কৃতসহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। এমন ব্যক্তিদের পদায়ন ছাত্রলীগের নিবেদিত প্রাণকর্মী হিসেবে আমাদের ব্যথিত করেছে।


ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার সভাপতি নিপু তন্বী জানান, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে হবে। এ জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে অনশনসহ গণপদত্যাগের মতো কর্মসূচি পালন করবেন তারা।


গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। এরপর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


সম্মেলরে এক বছর পর গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ছাত্রলীগের আগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে থাকা বেশ কয়েকজন পদ পাননি, কেউ বা কাঙ্ক্ষিত পদ পাননি। এতে তারা ক্ষুব্ধ হন।


এ নিয়ে পদবঞ্চিতরা সোমবার বিকালের পর মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করতে গেলে সেখানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেওয়া হয়। অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা এই হামলা করেন। ​


এছাড়া সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে পদবঞ্চিত ছাত্রনেতারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধুর ক্যান্টিনের সামনে গেলে নতুন কমিটিতে পদপ্রাপ্তরা বাধা দেন। এতে হাতাহাতি হয়। এ ঘটনায় ছাত্রলীগের নারী নেত্রীসহ ১০ থেকে ১২ জন আহত হন।

ফ্যাক্টরিতে নোংরা পরিবেশ: ইগলু আইসক্রিমকে জরিমানা

ফ্যাক্টরিতে নোংরা পরিবেশ: ইগলু আইসক্রিমকে জরিমানা

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
রাজধানীর শ্যামপুরে আব্দুল মোনেম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ইগলু আইসক্রিমের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।


অভিযানে গিয়ে তারা ফ্যাক্টরির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় দেখতে পান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইসক্রিম যেই তাপমাত্রায় রাখার কথা ইগলুর ফ্রিজের তাপমাত্রা তার চেয়ে অনেক বেশি ছিল। এছাড়া ম্যাজিস্ট্রেট ফ্যাক্টরির ভেতরে বিচ্ছিন্নভাবে প্যাকেট ভরা গলিত আইসক্রিম পড়ে থাকতে দেখেন।


অভিযানে ইগলুর যেসব ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে সেগুলোর বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চান ম্যাজিস্ট্রেট। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, আইসক্রিম তৈরির মেশিনের দুইটি দিক থাকে। একদিক থেকে কাঠি ঢুকানো হয়, আরেক দিক থেকে আইসক্রিম তৈরি হয়ে বাইরে বের হয় (এক্সিট পয়েন্ট)। যেখানে আইসক্রিমগুলো বের হয় সেই জায়গাটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এ কারণে নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্য মোড়কীকরণ ও লেবেলিং রেগুলেশনের শর্ত পুরোপুরি না মানায় আইনের ৩২ (ক) ধারায় আরও ২ লাখ টাকায় জরিমানা করা হয়।


নিরাপদ খাদ্য আইনের ৩২ (ক) ধারায় উল্লেখ আছে, পণ্য সরকার নির্ধারিত মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়া বিতরণ বা বিক্রি করা যাবে না। এছাড়া ৩৩ ধারায় উল্লেখ করা হয়েছে, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রয় করা যাবে না।

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

admin May 14, 2019

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ করে ছয় লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু।

ঘরেই তৈরি করুণ শ্যাম্পু!

ঘরেই তৈরি করুণ শ্যাম্পু!

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
হঠাৎ করেই লক্ষ্য করলেন শ্যাম্পুর বোতলটি খালি, এখনই চুল পরিষ্কার করতে হবে। এদিকে কিনে আনার মতো সময়ও নেই, দ্রুত রেডি হয়ে যোগ দিতে হবে কোনো জরুরি অনুষ্ঠানে। তাহলে উপায়? নিজেই তৈরি করে নিন পছন্দের শ্যাম্পু।


চুলের যত্নে সবচেয়ে ভালো কাজে দেয় মাত্র একটি ডিম। কারণ ডিম ব্যবহারে চুল হয়ে ওঠে নরম, ঘন এবং ঝলমলে। ঘরোয়া শ্যাম্পু তৈরি করতেও মূল উপদান ডিম। যেভাবে করবেন:




  • শুধু ২-৩টি ডিম একটি পাত্রে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন শ্যাম্পু হিসেবে। ডিমের গন্ধ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস

  • তিনটি ডিমের কুসুম ও মধু ভালো করে মিশিয়ে নিন। এবার শ্যাম্পুর মতোই ব্যবহার করুন

  • দু’টি ডিমের সাথে দুই টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ মধু এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই শ্যাম্পু ব্যবহারে চুল হয়ে উঠবে পরিষ্কার, ঝলমলে

  • দু’টি ডিমের কুসুম ও দুই চা চামচ বেকিং সোডা বিট করে শ্যাম্পু তৈরি করে নিন। এটি চুলের গোড়ায় জমে থাকা সব ময়লাও বের করে পরিষ্কার করে দেবে

  • প্রতিটি মিশ্রণ শ্যাম্পুর মতো ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করুন। বেশি পানি দিয়ে ধুয়ে নিন।


একবার ব্যবহার করেই দেখুন, এমনও হতে পারে বাইরে থেকে অনেক দাম দিয়ে আর হয়ত শ্যাম্পু কেনার প্রয়োজনবোধ করবেন না।

ময়মনসিংহে যুবলীগ সদস্যকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে যুবলীগ সদস্যকে কুপিয়ে হত্যা

admin May 14, 2019

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল শহরতলীর শম্ভুগঞ্জ চরহরিপুর এলাকার জালাল ডিলারের ছেলে।


নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যার পর রাসেল তার বড় বোন জেসমিনের বাসা থেকে বের হয়। এরপর রাত ৩ টার দিকে ফোন আসে রাসেলকে কে বা কারা হত্যা করেছে। স্থানীয়রা রাসেলকে মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত রাসলের বড় বোন জেসমিনের অভিযোগ করে বলেন, মহানগর ছাত্রলীগ নেতা আরিফের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছর রমজান মাসের ৮ তারিখ জেলা ছাত্রলীগের ওই নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ভাইয়ের একটি আঙ্গুল কেটে নেয়। এরপর কয়েকবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।


হাসপাতালের চিকিৎসক লুৎফর রহমান জানান, রাসেলের মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।


ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, আমরা হাসপাতালে এসে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এখনো মামলা হয়নি। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন তিনি।

দিনাজপুরে আম বাগানে গাঁজা চাষ, ৮৮ টি গাছ উদ্ধার

দিনাজপুরে আম বাগানে গাঁজা চাষ, ৮৮ টি গাছ উদ্ধার

admin May 14, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ২০ লক্ষ টাকা মূল্যের ৮৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাসেম (৪৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাজার মূল্য ২০ লাখ টাকা। সোমবার (১৩ মে) বিকালে বিরামপুর উপজেলার কলেজ পাড়া এলাকার মিরপুর গ্রামের আম বাগান থেকে গাজার গাছ গুলো উদ্ধার করা হয়।


বিরামপুর থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, মিরপুর এলাকায় আম বাগানে দীর্ঘ দিন থেকে গোপনে গাজার চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বড় মিলিয়ে ৮৮ টি গাজার গাছ জব্দ করা হয়। যার ওজন ২ শ’ কেজি।


এসময় ঘটনাস্থল থেকে গাজা চাষের অভিযোগে মোংলা কাসেম (৪৫) নামের এক জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মৃত্যু হবিবরের ছেলে। আটককৃত কাসেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ টেবিল এর ১৮(খ) ধারায় মামলা করা হয়েছে।

শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলায় ১, কারফিউ জারি

শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলায় ১, কারফিউ জারি

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় দেশব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কিছু জায়গায় মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ পর্যন্ত সহিংসতায় একজন মারা গেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।


শ্রীলঙ্কার বিভিন্ন শহরে দাঙ্গাকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। হামলার পর থেকেই দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।


দেশের সকলকে শান্ত থাকার জন্যে আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে গত মাসের ভয়াবহ এই হামলার তদন্ত কাজ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।


স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হয়ে সাত ঘণ্টা ধরে রাত্রিকালীন কারফিউ জারি ছিল। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর কিনিয়ামায় একটি মসজিদের দরজা-জানালা ভাঙচুর করেছে আক্রমণকারীরা।


মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনের কয়েকটি কপিও মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসজিদের ভবনে তল্লাশির দাবি জানিয়ে জনতা সেখানেও পুলিশি অভিযানের দাবি উঠালে এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।


এই ঘটনার আগে মসজিদের নিকটস্থ একটি জলাশয়ে অস্ত্র আছে কি-না সেই বিষয়ে অনুসন্ধান করতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পুলিশ জানিয়েছে, ফেসবুকে এক ব্যক্তির দেওয়া বিতর্কিত একটি পোস্টের পর খ্রিষ্টান-প্রধান শহর চিলৌতে মুসলিমদের কিছু দোকান ও মসজিদে আক্রমণের ঘটনা ঘটে। পরবর্তীতে ফেসবুকে পোস্ট দেওয়া ৩৮ বছর বয়সী সেই মুসলিম ব্যবসায়ীকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়।


দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্রুদ্ধ জনগণ আক্রমণ করার পর ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হেট্টিপোলা শহরেও তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।


তবে দাঙ্গা-হাঙ্গামা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার সিংহভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী। সেখান প্রায় ১০ শতাংশ মানুষ মুসলিম। গত মাসে শ্রীলঙ্কায় যে হামলা চালানো হয়েছে স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে বলে ধারণা পুলিশের। তবে হামলায় নিজেদের দায় স্বীকার করে ঘোষণা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

২৮ মে জাপান ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৮ মে জাপান ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
আগামী ২৮ মে তিন দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রথমে জাপান, এর পর সৌদি আরব সফর করবেন তিনি। এ ছাড়া তৃতীয় আরও একটি দেশে প্রধানমন্ত্রী সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, জাপান ও সৌদি আরবের সফরসূচি চূড়ান্ত হয়েছে। তৃতীয় দেশে সফর চূড়ান্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


সূত্রটি আরও জানায়, আগামী ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশকে জাপানের ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার বিষয়ে একটি চুক্তি সই হতে পারে।


এ ছাড়া টোকিওতে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা। জাপান সফর শেষে ৩০ মে সৌদি আরব রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩১ মে অনুষ্ঠিতব্য ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।


তৃতীয় আর একটি দেশে সফর চূড়ান্ত হলে সৌদি আরব থেকে ওই দেশে যাবেন প্রধানমন্ত্রী। তবে তা হবে ব্যক্তিগত সফর। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী ঈদের পর দেশে ফিরবেন বলে সূত্রে জানা গেছে।

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ নিহত ৩

admin May 14, 2019

অনলাইন ডেস্ক:
কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের পাহাড়তলীর কাটা পাহাড় ও রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।


পুলিশের দাবি, নিহতরা রোহিঙ্গা মানবপাচারকারী ও চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।


কক্সবাজার: জেলার পাহাড়তলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত মাদক বিক্রেতা ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু নিহত হয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ভুলু কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জহির হাজির ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।


সোমবার দিনগত রাত আড়াইটার দিকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলুকে নিয়ে কাটা পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।


এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করেন ভুলু বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ছয়টি খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় ভুলুকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


টেকনাফ: উপজেলার মেরিন ড্রাইভ সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজিম উল্লাহ (২২) ও আবদুস সালাম (৫২) নামে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত আজিম উল্লাহ টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহিমের ছেলে এবং আবদুস সালাম উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।


টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে মানবপাচারকারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালান পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।


পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আজিম উল্লাহ ও আবদুস সালামের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


নিহতরা রোহিঙ্গা মানবপাচারকারী। এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া আহত হয়েছেন বলে জানান ওসি।

কবি হায়াৎ সাইফের ইন্তেকাল

কবি হায়াৎ সাইফের ইন্তেকাল

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ আর নেই। রোববার রাত ১২ টা পাঁচ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন কবি হায়াৎ সাইফ।


তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির তথ্য কর্মকর্তা পিয়াস মজিদ। ১৯৪২ সালে ঢাকায় জন্ম হায়াৎ সাইফের। সাইফুল ইসলাম খান সাহিত্যাঙ্গনে হায়াৎ সাইফ নামেই পরিচিত ছিলেন।


গত শতকের ষাটের দশক থেকে লেখালেখির মাধ্যমে সাহিত্যাঙ্গনে হায়াৎ সাইফের প্রবেশ। ১৯৬২ সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয় তৎকালীন সমকালে । আর ১৯৮৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সন্ত্রাসে সহবাস’ প্রকাশিত হয়।


তার ১৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে যার মধ্যে কবিতার সংকলন আটটি আর প্রবন্ধ সংকলন দুইটি। এছাড়া বিভিন্ন সাময়িকীতে তার অসংখ্য লেখাসহ ইংরেজি ও স্প্যানিশ ভাষায়ও তার কাব্যগ্রন্থ রয়েছে।


১৯৯২ সালে তার লেখা সাহিত্য বিষয়ক সংকলন গ্রন্থ ‘উক্তি ও উপলব্ধি’ প্রকাশিত হয়। ২০০৪ সালে মাহবুব তালুকদারের সাথে যৌথভাবে বাংলাদেশের সমসাময়িক গদ্য নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। ২০০৯ সালে প্রকাশিত হয় তার ৭৫টি কবিতার সংকলন ‘প্রধানত স্মৃতি এবং মানুষের পথচলা’।


১৯৯৮ সালে দিব্য প্রকাশ থেকে ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদনায় ‘ভয়েস অব হায়াৎ সাইফ’ নামে একটি ইংরেজিতে অনুদিত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এতে সংকলিত হয়েছে ৪৫টি কবিতা। ২০০১ সালে পাঠক সমাবেশ থেকে ‘হায়াৎ সাইফ: সিলেক্টেড পয়েমস’ প্রকাশিত হয়।


সাহিত্যে অবদানের জন্য কবি হায়াৎ সাইফ ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন। লেখালেখির পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার (জনসংযোগ ও প্রকাশনা) এবং আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কাউটসের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এছাড়া স্কাউটিংয়ে অসামান্য অবদানের জন্য তিনি বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘ব্রোঞ্জ উলফ’ এবং বাংলাদেশে স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করা হায়াৎ সাইফ কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য ও পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

হরিণাকুণ্ডুতে কৃষকের মৃতদেহ উদ্ধার

হরিণাকুণ্ডুতে কৃষকের মৃতদেহ উদ্ধার

admin May 13, 2019

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চরপাড়া গ্রাম থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিজ বাড়ির ঘরের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন মালিথা ওই গ্রামের মৃত সবেদ আলী মালিথার ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানিয়েছেন, জয়নুদ্দিন প্রতিদিনের মতো গতরাতেও নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। আজ ভোররাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গেলে তার কোন সাড়া না পেয়ে চিৎকার করে। এসময় বাড়ির পাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।


স্থানীয়রা খবর দিলে আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ। তার স্ত্রী আবেদা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three