চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানবোঝাই ভটভটি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। মঙ্গলবার রাতে উপজেলার পিরাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের রাজ্জাকের ছেলে শহিদুল, ‘আব্দুল মান্নানের ছেলে রাকিব আলী ও মনতাজ আলীর ছেলে মোজাফফর হোসেন।’
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধান কেটে একটি নসিমনে করে ১০-১২ শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে গোমস্তাপুরের পিরাসন এলাকায় ধানবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজন মারা যান। আহত হন আরও ৮ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।