অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

admin May 26, 2019

রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীকে আটক করেছে।


প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর পৌনে ১২ টার দিকে শিশুটিকে ওই বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শরীর ছিন্নভিন্ন হয়ে শিশুটি মারা যায়। খবর পেয়ে রূপনগর থানার এসআই পরিমল লাশটি উদ্ধার করেন।


তিনি জানান, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ওই ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


রূপনগর থানা সূত্র জানায়, ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে, সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে। জন্মের পরপরই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে নিজেই সদ্যোজাত সন্তানকে ফেলে দিয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারের পর জান্নাতুন জানিয়েছে, সে এবার মনিপুরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে দূরসম্পর্কের এক চাচার প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে অনৈতিক মেলামেশায় ওই বাচ্চাটি গর্ভে আসে। এ সম্পর্ক তার পরিবার মেনে নেবে না বলে বাচ্চাটিকে ৫ তলা থেকে ফেলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাংলাদেশির নাম জয়নুল ইসলাম। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে।


জয়নুল ইসলাম মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ে ট্যাক্সিক্যাব নিয়ে বের হওয়ার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়নুল ইসলাম।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে। সন্ত্রাসীর গুলিতে জয়নুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

admin May 26, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল সীমান্তে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত দেড়টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক স্থান দিয়ে ভারত থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।


দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার রাতে বিএসএফের গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

admin May 26, 2019

স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় বড় বোনের সাথে ঝগড়া করে তামান্না আক্তার টিয়া নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।


শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কেতকীবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘরে গলায় গামছা পেচিয়ে সে আত্মহত্যা করে। সে ওই এলাকার আইনুল ইসলাম লাবুর মেয়ে ও চিলাহাটি গার্লস স্কুল এণ্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্র।


কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, দুপুরে বড় বোন এসএসসি পরিক্ষার্থী আয়শা সিদ্দিকা ময়না ও ছোট বোন তামান্না আক্তার টিয়া দুই বোনের মধ্যে ঝগড়া বাঁধে। এর একপর্যায়ে তামান্না নিজ শোয়ার ঘরে ঢুকে ভিতর হতে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশ এগিয়ে: বিশ্বব্যাংক

বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশ এগিয়ে: বিশ্বব্যাংক

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জনবহুল দেশসমূহের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ পরিষেবায় অধিক সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত জ্বালানি অগ্রগতি প্রতিবেদন ২০১৯-এ বলা হয়েছে, অধিক জনসংখ্যার দেশসমূহের মধ্যে বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও সুদানের বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে।


প্রতিবেদনে বল হয়েছে, বৈশ্বিক বিদ্যুৎতায়নের হার ৮৯ শতাংশে পৌঁছেছে। বিদ্যুৎ সেবা বঞ্চিত মানুষের সংখ্যা ২০১৬ সালে ১ বিলিয়ন ও ২০১০ সালে ১.২ বিলিয়ন থেকে ৮৪০ মিলিয়ন কমেছে।


বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবায় হার হচ্ছে ৯৩ শতাংশ উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ এখন আর একটি কল্পনা নয়। এটি আজ বাস্তবতা যে এখন ৯৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। যা ২০০৯ সালের আগে ছিল ৪৭ শতাংশ।”


সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১,৪১৯ মেগাওয়াটে পৌঁছেছে। সংযোগ বেড়ে হয়েছে ৩.৩২ কোটি। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩০।


বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, অধিক জনসংখ্যার দেশের মধ্যে বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও সুদান সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। স্বল্প অগ্রগতির দেশের মধ্যে রয়েছে- দক্ষিণ সুদান, গিনি-বিসাউ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ২০১০ সাল থেকে প্রতিবছর এসব দেশে অগ্রগতির হার হচ্ছে প্রায় ৩ শতাংশ।

ভরণপোষণ দিতে না পারার কষ্টে হত্যা করে পিতা

ভরণপোষণ দিতে না পারার কষ্টে হত্যা করে পিতা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নরসিংদী লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে শিশু দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, গত শুক্রবার রাত ৯ টার দিকে শহরের কাউরিয়াপাড়ায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে লাশ দুটি উদ্ধার করেন তারা।


নিহতরা হলো- মনোহরদী চালাকচর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে তাইন (১১) ও তাইবা (৪)। ওসি সৈয়দুজ্জামান বলেন, গত শুক্রবার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।


এদিকে শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, দরিদ্রতার কারণে সন্তানদের ভরণপোষণ ঠিকমতো দিতে না পারার কষ্ট সইতে না পেরে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন পাষণ্ড বাবা। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন নিহতদের বাবা শফিকুল ইসলাম। গত শুক্রবার রাত ১২টার দিকে লঞ্চ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম একটি গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ বলেন, গত শুক্রবার রাতে নরসিংদীর লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালে শফিকুল ইসলামকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তিনিই নিহতদের বাবা। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম হত্যার কথা স্বীকার করেন।


পুলিশ সুপার আরো জানান, ডাক্তার দেখানোর উদ্দেশে মনোহরদী গ্রামের বাড়ি থেকে দুই সন্তানকে শিবপুর নিয়ে আসেন তিনি। চিকিৎসক না থাকায় তিনি তার সন্তানদের নরসিংদী লঞ্চ টার্মিনালে ঘুরতে নিয়ে যান। ওই সময় তার ছোট মেয়ে লিচু খেতে চায়। কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তার ওপর সামনে ঈদ। সংসারের খরচ ও ঈদে সন্তানদের জামা কাপড় দিতে হবে। এসব ভেবে শফিকুল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। পরে প্রথমে ছোট মেয়েকে লঞ্চ টার্মিনালের বাথরুমে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বড় মেয়েকে একই কায়দায় হত্যা করে বাথরুমে লাশ ফেলে রেখে পালিয়ে যান।


এসপি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানান। তিনি আরো জানান, প্রাথমিকভাবে শফিকুল ইসলামকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। কারণ তিনি একেকবার একেক রকম কথা বলছেন।

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত

admin May 26, 2019

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের রামাইল গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন-উপজেলার সলঙ্গা ইউনিয়নের রঘুদীঘি গ্রামের ফজল শেখের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও মহির উদ্দিনের ছেলে আবদুল জব্বার (৩৬)। আহতদের মধ্যে জিন্নাহ ওরায়হান আলী নামে দু’জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন, রঘুদীঘি গ্রামের ৫ শ্রমিক কয়েকদিন ধরে রামাইল গ্রামে ধান কাঁটা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত শুক্রবার দিনভর ধানকাটা শেষে রাতে তারা মাঠের মধ্যে অস্থায়ীভাবে করা একটি ঘরে ঘুমিয়ে পড়েন।


গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইদ্রিস আলী ও আবদুল জব্বারের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে।


উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, হতাহত শ্রমিকদের খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার দেওয়া হবে।

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

লালমনিরহাট ব্যবহারিক পরীক্ষায় টাকা নেয়ার অভিযোগ

admin May 26, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়া অজুহাতে টাকা নেয়ার অভিযোগে লালমনিরহাটের সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দিয়ে পরীক্ষা নেয়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


শনিবার(২৫ মে) সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় উচ্চমাধ্যমিকপরীক্ষার তথ্য প্রযুক্তি বিষয়ের ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা। শোকজ প্রাপ্ত প্রভাষক জালাল উদ্দিন আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক। তিনি কলেজের জমি দাতা আবু বক্কর সিদ্দিকের জামাতা।


শিক্ষার্থী ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ অফিস সুত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ থেকে চলতি উচ্চমাধ্যমিকপরীক্ষায় ২৩৩জন পরীক্ষার্থী অংশ নেন। তথ্য প্রযুক্তি বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষা। যার পুরোটা নির্ভর করে কলেজ শিক্ষকের হাতে। তিনি ইচ্ছে করলে ফেল করাতেও পারেন, আবার কাউকে শতভাগ নম্বরও দিতে পারেন।


এ সুযোগে কলেজটির তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক জালাল উদ্দিন ব্যবহারিক পরীক্ষার খাতা মুল্যায়ন ও ভাল নম্বর দেয়ার কথা বলে সকল পরীক্ষার্থীর কাছে তিন শত হারে টাকা দাবি করে আদায় করেন। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু গনমাধ্যে খবর প্রকাশিত হয়। যার প্রেক্ষিত কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা গ্রহন না করতে নির্দেশ প্রদান করেন।


কলেজ অধ্যক্ষ অভিযুক্ত প্রভাষকের নিকট অবৈধ সুযোগ নিয়ে বরখাস্থ না করে গত ১৮ মে নামমাত্র একটি শোকজ পত্র পাঠান। যাতে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়। ওই শোকজে আরো বলা হয় ওই শিক্ষক গত দুই বছর ধরে এমন ভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছিল বলেও শোকজপত্রে উল্লেখ করেন অধ্যক্ষ সুদান চন্দ্র। কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তকে অমান্য করে ওই অভিযুক্ত প্রভাষক দিয়ে পরীক্ষা গ্রহন করা উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।


অভিযুক্ত প্রভাষক জালাল উদ্দিন বলেন, শোকজ করলে তো জবাব দিতে হবে। শুধু ব্যবহারিক পরীক্ষায় নয়, কলেজে কোন টাকা আদায় করলে তা অধ্যক্ষকে জানিয়ে করতে হয়। অধ্যক্ষের নির্দেশ ছাড়া টাকা আদায় সম্ভব নয়। প্রথমে যা আদায় হয়েছিল তার সব টাকায় অধ্যক্ষের নিকট জমা দেয়া হয়েছে।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র জানান, পরীক্ষা শুরুর আগে টাকা নেয়ার অভিযোগ ওঠায় প্রভাষক জালাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাময়িক বরখাস্থ করা হবে। কলেজ পরিচালনা কমিটি অভিযুক্ত প্রভাষকের মাধ্যমে পরীক্ষা নিতে নিষেধ করেছেন ঠিকই। তবে একা নন, তার সাথে আরো ৬জন শিক্ষক মিলে পরীক্ষা গ্রহন করেছেন। যাতে ওই শিক্ষক টাকা নিতে না পারে সেজন্য অন্যান্য শিক্ষকরা সজাগ ছিলেন।


সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন সরকার বলেন, গণমাধ্যমে খবর দেখে জরুরী সভা করে অভিযুক্ত প্রভাষককে সাময়িক বরখাস্থ করে তার মাধ্যমে পরীক্ষা না নিতে সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে পরবর্তি সভায় অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত প্রভাষকই পরীক্ষা গ্রহন করায় অনেক পরীক্ষার্থী ও অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মেসির নজর স্প্যানিশ কাপে

মেসির নজর স্প্যানিশ কাপে

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
লিভারপুলের মাঠে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়াটাকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে মুহূর্ত বলে দাবি করেছেন লিওনেল মেসি। সে কষ্ট ভুলে সতীর্থদের কোপা দেল রে জেতার তাগিদ দিয়েছেন বার্সেলোনা অধিনায়ক।


ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় কোপা দেল রের ফাইনালে ভালেন্সিয়ার মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা। শুক্রবার বার্সেলোনার হয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে মেসি জানান ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমি-ফাইনালে শক্ত অবস্থানে থেকেও ছিটকে পড়ার ঘটনা এখনও ভুলতে পারেননি তিনি।


লিভারপুলের বিপক্ষে শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জেতার পর অ্যানফিল্ডে ফিরতি দেখায় ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি। “ওই হারে আমরা খুব বড় ধাক্কা খেয়েছিলাম। কোপা দেল রে জিতে মৌসুম শেষ করাটা হবে সবচেয়ে ভালো উপায়। দলের অবস্থা ছিল শোচনীয়। এটা পুরো মৌসুমের উপরই দাগ কেটেছিল। এমনটা একবার হতে পারে (রোমার বিপক্ষে গত আসরেও ঘরের মাঠে বড় জয়ের ফিরতি পর্বে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা)। কিন্তু কখনোই তা পরপর দুবছর ঘটতে পারে না- যখন আপনার ইউরোপিয়ান ফাইনালে ওঠার সুযোগ আছে।”


অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধে চরম বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টাইন তারকা। লিভারপুলের মাঠে দ্বিতীয়ার্ধের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে (দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে হারের লড়াইয়ে ওই অর্ধে তিন গোল খেয়েছিল বার্সেলোনা। ম্যাচের ফলের জন্য নয়, বরং যেমনটা বোঝাচ্ছে যে আমরা প্রতিদ্বন্দ্বিতাই করিনি। আমার ক্যারিয়ারে এটা অন্যতম বাজে অভিজ্ঞতা।


বার্সেলোনা ছাড়ার বিষয়ে ভাবছেন কিনা-এ প্রশ্নের জবাবে মেসি বলেন, “না, না, না। জাতীয় দলে আমার কিছু সমস্যা ছিল এবং এখনও আমি সেখানে কিছু জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার কারণে আমার এখানে থাকতে চাওয়ায় কোনো কমতি আসেনি।” আসছে ফাইনালে ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা জিতলে মেসির ভাণ্ডারে যোগ হবে সপ্তম কোপা দেল রে ও সব মিলিয়ে ২১তম বড় শিরোপা।

আজ বিধ্বস্ত পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আজ বিধ্বস্ত পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিধ্বস্ত পাকিস্তান। গতরাতেই নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় সদ্যই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি।


বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে বাংলাদেশ। চলতি মাসেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় টাইগাররা। পুরো টুর্নামেন্ট জুড়ে পারফরমেন্সে উজ্জ্বল ছিলো বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মাশরাফির দল।


বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। ডাবলিনে ঐ ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মাশরাফির দল। বৃষ্টির কারণে ২৪ ওভারে নির্ধারিত ম্যাচে ১ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বৃষ্টি আইনে জয়ের জন্য ২৪ ওভারে ২১০ রানের টার্গেট পায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ রানের উড়ন্ত সূচনায় ভালোভাবেই লড়াইয়ে ছিলো টাইগাররা। আর শেষদিকে মোসাদ্দেক হোসেনের ২৭ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়।


বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশের পর বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। পুরো টুর্নামেন্টে মাশরাফি, সাকিব, সৌম্য, তামিম, মুশফিক প্রায় সকল খেলোয়াড়ই ইন-ফর্মে ছিলেন। এই আসর দিয়ে ওয়ানডে অভিষেক হয় ডান-হাতি পেসার আবু জায়েদের। ওয়ানডে না খেলার অভিজ্ঞতা ছাড়াই বিশ্বকাপে তার সুযোগ প্রশ্ন তুলেছিলো। কিন্তু সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন জায়েদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন।


বাংলাদেশ যেখানে আত্মবিশ্বাসে টগবগ করছে, সেখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ও ইংল্যান্ড সিরিজে চারটিসহ টানা দশ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান। আফগানিস্তানের কাছে হারের স্বাদ নেয় সরফরাজের দল। টস জিতে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৫ ওভারে ২৬২ রানেই অলআউট হয় পাকিস্তান। জয়ের জন্য ২৬৩ রানের টার্গেট ২ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে আফগানিস্তান।

একনজরে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যুসমূহ

admin May 26, 2019

রজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ-২০১৯। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ১০০ দিনের কাউন্টডাউন। এবারের আসরটি হবে ক্রিকেটের ১২তম বিশ্বকাপ আসর। এ বছরের ৩০ মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। ৫০ ওভারের এই আসরের ফাইনাল হবে ১৪ জুলাই। মোট ১০টি দল খেলছে এবারের বিশ্বকাপে।


২০১৯ এর আগে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপ আয়োজক দেশ ছিলো ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সর্বমোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১টি ভেন্যুতে। বিশ্বকাপ শুরুর আগে ভেন্যু সম্পর্কে জানার আগ্রহ সবারই থাকে। ক্রিকেটের সবচেয়ে বড় এই ইভেন্টটি শুরুর আগে চলুন ভেন্যুগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।



ট্রেন্টব্রিজ স্টেডিয়াম:



ঐতিহাসিক ট্রেন্টব্রিজ ক্রিকেট স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় ১৮৪১ সালে। ১৯৭৪ সালে এই মাঠে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হয়। এরপর ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্টেডিয়ামটিতে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি নটিংহ্যামের ওয়েস্ট ব্রিজফোর্ড এলাকায় অবস্থিত। নটিংহ্যাম স্টেশন থেকে এর দূরত্ব মাত্র ১ মাইল। স্টেডিয়ামটিতে বাস এবং ট্রেনে করে যাওয়া যাবে। তবে বিশ্বকাপ চলাকালীন অফিসিয়ালি ওয়াকিং স্ট্রিট থাকবে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১৭ হাজার


wcc-ads300x250-1ট্রেন্টব্রিজ স্টেডিয়ামটি স্বাগতিক ইংল্যান্ডের জন্য রেকর্ডময় এক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে ইংল্যাান্ড ১৯৭৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ১৯৯৯ সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভ করে। এখানেই ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে ৬ উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড, যেখানে অ্যালেক্স হেলস করেন ১৪৭ এবং জনি বেয়ারস্টো করেন ১৩৯ রান। ২৪২ রানে জয়ী হওয়া সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন অ্যালেক্স হেলস। একই মাঠে ২০১৬ সালে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিলো ইংল্যান্ড।



রিভারসাইড ডারহাম



রিভারসাইড ডারহাম স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। পূর্বে এই মাঠটিতে বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবগুলো ম্যাচ ছিলো ১৯৯৯ সালের বিশ্বকাপের।


স্টেডিয়ামটি চেস্টার-লি-স্ট্রিটে অবস্থিত। ডারহাম থেকে এর দূরত্ব ৬ মাইল। শহর থেকে স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রেন সার্ভিস রয়েছে। বিশ্বকাপ চলাকালে ডারহাম থেকে স্টেডিয়ামে যাওয়ার জন্য শাটল বাসের ব্যবস্থা থাকবে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১৪ হাজার


এই স্টেডিয়ামটিতে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর হচ্ছে ৬ উইকেটে ২৬১ রান। ১৯৯৯ সালের বিশ্বকাপে মাঠটিতে সর্বোচ্চ এই রান স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলো পাকিস্তান। সেই ম্যাচে ওয়াসিম আকরাম, শোয়েব আকতার এবং আব্দুর রাজ্জাক প্রত্যেকেই তিন উইকেট করে পেয়েছিলেন।



দ্য ওভাল



দ্য ওভাল স্টেডিয়ামটির যাত্রা শুরু ১৮৪৫ সালে। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১৮৮০ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি লন্ডনের কেনিংটনে অবস্থিত। পূর্বে একে কেনিংটন ওভাল নামেও ডাকা হতো। স্টেডিয়ামটিতে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। তাই আগত দর্শকদের গাড়ি বাসায় রেখে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হবে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ২৫ হাজার


১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্টেডিয়ামটিতে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই স্টেডিয়ামটিতে হ্যাটট্রিক করেন পাকিস্তানের সাকলাইন মুশতাক।



ওল্ড ট্রাফোর্ড



ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে। এটি ইংল্যান্ডের দ্বিতীয় প্রাচীনতম স্টেডিয়াম। ল্যাংকাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি ম্যানচেস্টারের ট্রাফোর্ড এলাকায় অবস্থিত। ম্যানচেস্টার পিকাডিলি স্টেশন থেকে এর দূরত্ব ৩ মাইল। স্টেশন থেকে এই স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রেন সার্ভিসের ব্যবস্থা থাকবে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ২৩ হাজার


বিশ্বকাপে এটি নতুন কোনো স্টেডিয়াম নয়। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্টেডিয়ামটিতে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপেও এই স্টেডিয়ামটি ব্যস্ত সময় পার করবে। কারণ মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। তার মধ্যে একটি সেমিফাইনাল ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তানের দ্বৈরথও এই স্টেডিয়ামে দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।


বিশ্বকাপে এই স্টেডিয়ামটিতে স্বাগতিক ইংল্যান্ড মোট ২টি সেমিফাইনাল খেলেছে, যার মধ্যে ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ রানে জিতেছিলো ইংল্যান্ড। ১৯৮৩ সালের সেমিফাইনালে ভারতের কাছে এই স্টেডিয়ামে ইংল্যান্ড হেরেছিলো ৬ উইকেটে। ১৮৮৪ সালে প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের পর থেকে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ আয়োজন হয়েছে এই স্টেডিয়ামটিতে।



লর্ডস



লর্ডস স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮১৪ সালে। একে বিশ্ব ক্রিকেটের তীর্থস্থান বলা হয়। এর প্রতিষ্ঠাতা টমাস লর্ডের নামানুসারে এর নামকরণ হয় লর্ডস। বিশ্বের সবচেয়ে পুরনো ক্রীড়া জাদুঘর (এমসিসি জাদুঘর) এখানে অবস্থিত। ১৮৬৪ সাল থেকে এখন পর্যন্ত ক্রিকেটের অনেক স্মারক রয়েছে এখানে। স্টেডিয়ামটি লন্ডনের কেন্দ্রে অবস্থিত। কেন্দ্র থেকে হেঁটে মাত্র ৫ মিনিটেই পৌঁছানো যাবে এখানে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ২৮ হাজার ৫’শ


বিশ্বকাপ ২০১৯ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। ফাইনালের পাশাপাশি গ্রুপপর্বের আরো ৪টি ম্যাচ হবে এখানে।


স্টেডিয়ামটিতে মোট ১০টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৫,১৯৭৯,১৯৮৩ ও ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলোর গর্বিত আয়োজক এই লর্ডস। ওয়ানডে বিশ্বকাপে স্টেডিয়ামটির সর্বোচ্চ স্কোর হচ্ছে ৪ উইকেটে ৩৩৪ রান, যেটি ইংল্যান্ড করেছিলো ভারতের বিপক্ষে ১৯৭৫ সালে।



হেডিংলি



হেডিংলি স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৯০ সালে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি ইংল্যান্ডের লীডস শহরে অবস্থিত। লীডস সিটি স্টেশন থেকে বাস ট্রেন এবং ট্যাক্সিতে করে যাওয়া যাবে স্টেডিয়ামটিতে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১৮ হাজার ৩৫০


১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপের পর ২০১৯ বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।



হ্যাম্পশায়ার বোল



হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি সাউদাম্পটনে অবস্থিত। সাউদাম্পটন এয়ারপোর্ট পার্কওয়ে রেলস্টেশন থেকে শাটল ট্রেনে করে স্টেডিয়ামটিতে পৌঁছতে সময় লাগবে ১৫ মিনিট। বাসে চড়েও যাওয়া যাবে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১৭ হাজার


২০১৯ সালে বিশ্বকাপের মাধ্যমে প্রথম কোনো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টেডিয়ামে। ২০১৯ বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।


টি-টুয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট- সকল ফরম্যাটের ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এখানে। ২০০৩ সালে স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে জিম্বাবুয়ে মোকাবেলা করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো এই স্টেডিয়ামে।



এজবাস্টন



এজবাস্টন স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৬ সালে। ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি।


স্টেডিয়ামটি বার্মিংহামে অবস্থিত। বার্মিংহাম নিউ স্ট্রিটের রেল স্টেশন থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত এটি। দর্শকদের নিজস্ব গাড়ি বাসায় রেখে যাওয়াই ভালো। কারণ স্টেডিয়ামটিতে গাড়ি পার্কিয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি। তবে সাইকেল পার্কিয়ের ব্যবস্থা রয়েছে।


স্টেডিয়ামটির ধারণক্ষমতা: ২৪ হাজার ৫’শ


২০১৯ বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।


ম্যাচগুলোর তালিকা:


১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ এর বিশ্বকাপে সেমিফাইনাল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছিলো এটি। ২০১৯ বিশ্বকাপেও একটি সেমিফাইনাল হবে এখানে। এই স্টেডিয়ামেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্রায়ান লারা অপরাজিত ৫০১ রান করেছিলেন।



কাউন্টি গ্রাউন্ড টনটন



কাউন্টি গ্রাউন্ড টনটন স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৬ সালে। সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি টনটনে অবস্থিত। টনটন শহরের কেন্দ্র থেকে আধা মাইল দূরে এর অবস্থান। রেল, বাস বা হেঁটেই যাওয়া যাবে এখানে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ৮ হাজার


২০১৯ বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।


১৯৮৩ সালের বিশ্বকাপে ১টি এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো এই স্টেডিয়ামে। ২০১৭ সালে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপের মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।



কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম



কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে। গ্লামরগান কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি ওয়েলসের কার্ডিফে অবস্থিত। সব রকম যানবাহনে চড়েই পৌঁছানো যাবে এই স্টেডিয়ামে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১৫ হাজার ২০০


২০১৯ বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ১৯৯৯ সালের বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতেছিলো এই স্টেডিয়ামে।



ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড



ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। গ্লচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড এটি। স্টেডিয়ামটি ব্রিস্টলের অ্যাশলে ডাউন এরিয়ায় অবস্থিত। ব্রিস্টলের টেম্পল মিডস রেলস্টেশন থেকে এর দূরত্ব আড়াই মাইল। বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনেই পৌঁছানো যাবে এখানে।


স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা: ১১ হাজার


২০১৯ বিশ্বকাপের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।


১৯৮৩ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপের মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। ২০১৭ সালে মেয়েদের বিশ্বকাপে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো এখানে।

বোলিং-হেনরি নিউজিল্যান্ডের শক্তি

বোলিং-হেনরি নিউজিল্যান্ডের শক্তি

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:


আসন্ন বিশ্বকাপে বোলিংকেই নিউজিল্যান্ডের মূল শক্তি মনে করছেন দেশটির ফাস্ট বোলার ম্যাট হেনরি। তার বিশ্বাস বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাফল্যের গোপন অস্ত্র হবে শক্তিশালী বোলিং ইউনিট। যেখানে প্রত্যেক সদস্যকেই স্পষ্ট একটা ভূমিকা পালন করতে হবে।


ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৩ ওয়ানডেতে ৭৮ উইকেট শিকার করা হেনরি ২০১৯ নিউজিল্যান্ড বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। রেকর্ড ভাল হওয়া সত্ত্বেও এখনো নিউজিল্যান্ড দলে নিজের স্থান পাকা করতে পারেননি হেনরি। বিশ্বকাপের সেরা একাদশে হয়তোবা জায়গা নাও পেতে পারেন। তবে দুই পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের সাথে একত্রে বোলিং করাটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।


ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘এমন শক্তিশালী একটা দলের সঙ্গে যুক্ত থাকাটাই অনেক বড় কিছু। টিম এবং ট্রেন্টের বোলিং জুটি নিউজিল্যান্ড দলের সর্বকালের সেরা-আপনাকে এটা মানতেই হবে। আমি মনে করি এমন একটা দলের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের। অবশ্যই আমি নিয়মিত খেলছি না। তবে ফোকাসড থাকাটাই গুরুত্বপূর্ণ। প্রক্রিয়া ও অনুশীলনে বিশ্বাস রাখুন এবং সুযোগ পেলেই সেটা কাজে লাগান। এই দলটির শক্তি হচ্ছে বোলিং ইউনিট। এটা এককভাবে নয়, সমন্বিতভাবে। যার যার ভূমিকা স্পষ্ট। এটাই সাফল্যের কারণ।’ হেনরির মতে, তার নিজের শক্তি গতি নয়, ধারাবাহিকতা। যার প্রতি সব সময়ই তার নজর থাকে।


তিনি বলেন, ‘আমি ঘন্টায় ১৫০ কিলোমিটারের একজন কাঁচা গতির বোলার নই। তার চেয়ে বরং ১৩০ কিংবা ১৪০ গতিতে বল করি। ধারাবাহিকতা আমার কাছে গুরুত্বপূর্ণ। যে কারণে ১৪০ কিলোমিটার গতিটাকে আমি একটা মান হিসেবে রাখতে চাই। আমি মনে করি লাইন-লেন্থে ধারবাকিতার কারণেই আজ আমি এখানে।’


গত কয়েক বছরে নিউজিল্যান্ড দলের বোলিং বেশ ভাল হচ্ছে ঠিকই। তবে গত আসরের তুলনায় আসন্ন বিশ্বকাপে যে হাই স্কোরিং ম্যাচ হবে সেটা অস্বীকার করা যাবে না। ইংল্যান্ডসহ অনেক দলেরই একটা ধারা হচ্ছে শেষ দিকে ব্যাটিং করে রান বাড়িয়ে নেয়া। যে কারণে ফাস্ট বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়েছে। কেননা সাধারণত শেষ দিকে ফাস্ট বোলারদের ব্যবহার করা হয়। এমন অবস্থা সামাল দেয়ার ব্যাখ্যা দেন হেনরি।


তিনি বলেন, ‘দলগুলোর ব্যাটিং এখন গভীর থেকে গভীরতর হচ্ছে। সুতরাং আপনার অবশ্যই বিকল্প আছে। তারা যদি পেস ভাল খেলে তবে পেস পরিবর্তন করা আপনার বিকল্প। ’ লর্ডসে টেস্ট অভিষেক হওয়া ২৭ বছর বয়সী হেনরি আরো বলেন, তিনি মনে করেন ক্রিকেট খেলার সবচেয়ে ভাল জায়গা হচ্ছে ইংল্যান্ড এবং আসন্ন বিশ্বকাপে পারফরর্ম করতে মুখিয়ে আছেন।


হেনরি বলেন, ‘যে কোন ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করা। নিউজিল্যান্ড ক্রিকেট এবং এ দলটির জন্য এটা একটা উত্তেজনাপূর্ণ সময়। এখন আমাদের দলের গভীরতা অনেক। একইভাবে ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড একটা ভাল জায়গা।’ কার্ডিফে ১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন পিএসজির হার দিয়ে মৌসুম শেষ

চ্যাম্পিয়ন পিএসজির হার দিয়ে মৌসুম শেষ

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ছয় ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা পিএসজির মৌসুমের শেষটা সুখকর হলো না। স্তাদ দে রাঁসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ৩-১ গোলে হেরেছে টমাস টুখেলের শিষ্যরা। সেপ্টেম্বরে লিগের প্রথম দেখায় রাঁসকে অনায়াসে ৪-১ ব্যবধানে হারিয়েছিল পিএসজি।


প্রথমার্ধে বল দখলে পিএসজি অনেকটা এগিয়ে থাকলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাঝমাঠ থেকে কোনো আক্রমণই গড়ে ওঠেনি। আক্রমণভাগে কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানির কাছে যায়নি কোনো বল। অগোছালো কয়েকটি আক্রমণ করলেও শিরোপাধারীরা বিরতির আগে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।


উল্টো ৩৬তম মিনিটে গোল খেয়ে বসে তারা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ঘানার ডিফেন্ডার বাবা রম্যান।


দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন ফরাসি মিডফিল্ডার মাচু কাফারো। ঝাঁপিয়ে পড়া ইটালিয়ান গোলরক্ষক জানলুইজি বুফ্ফনের হাতে লেগে বল পোস্ট ছুঁইয়ে ভিতরে ঢোকে।


চার মিনিট পরই ব্যবধান কমিয়ে দলকে ম্যাচে ফেরান আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। আনহেল দি মারিয়ার ক্রসে হেডে বল সামনে বাড়ান কাভানি আর কাছ থেকে টোকা দিয়ে বাকি কাজটুকু সারেন ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগে এটা তার ৩৩তম গোল।


বাকি সময়ে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি পিএসজি। উল্টো যোগ করা সময়ের শেষ মিনিটে তাদের জালে আবারও বল পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো চাভারিয়া। শেষ আট ম্যাচে চতুর্থ ও আসরে মোট পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়ে এবার দিয়ে মোট অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়া দলটি।


৩৮ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পিএসজি। দিনের অপর ম্যাচে রেনের মাঠে ৩-১ গোলে হারা লিল ৭৫ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে লিওঁ।

মেসির অনন্য কীর্তি

মেসির অনন্য কীর্তি

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে থেকে পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেছেন আগেই। সে ধারাবাহিকতায় এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন লিওনেল মেসি। দুটি পুরস্কারই টানা তৃতীয়বারের মতো জিতলেন বার্সেলোনা তারকা।


এবারের লা লিগায় ৩৪ ম্যাচ খেলে মোট ৩৬ গোল করেন মেসি। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করান বার্সেলোনা অধিনায়ক। ১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জয়ের অনন্য কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী মেসি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি।


ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু জয়ের দৌড়ে ৩২ গোল নিয়ে লড়াইয়ে ছিলেন কিলিয়ান এমবাপে। মেসিকে ছাড়াতে শুক্রবার লিগ ওয়ানে স্তাদ দে রাঁসের বিপক্ষে পিএসজির শেষ ম্যাচে পাঁচ গোল করতে হতো ফরাসি ফরোয়ার্ডকে। ৩-১ ব্যবধানে দলের হারের ম্যাচে একবারের বেশি জালে বল পাঠাতে পারেননি তিনি।


তাতেই নিশ্চিত হয়ে যায় মেসির রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জয়। এমবাপের চেয়ে তিন লিগ গোল বেশি নিয়ে মৌসুম শেষ করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ চারবার পুরস্কারটি জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার রিকি পন্টিং

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বের প্রায় ১৫ লাখ ক্রিকেট ভক্ত ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে। ‘ক্রিকেট ডটকম ডট এইউ’-এর করা জরিপে দীর্ঘদিনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টকে হারিয়ে ভক্তদের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিকি পন্টিং।


ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল ওয়েবসাইট গত ১০ দিন ধরে ভক্তদের কাছ থেকে ভোট গ্রহণ করেছে। তাদের বাছাই করা ১৬ ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে ভোটাভুটির মাধ্যমে সেরা নির্বাচন করা হয়েছে। প্রত্যেক রাউন্ডের জন্য দুজন করে খেলোয়াড় ভাগ করে দেওয়া হয়েছিল, ক্রিকেট ভক্তদের ভোটে এগিয়ে থাকা খেলোয়াড় উঠেছেন পরের রাউন্ডে, আর অন্যজন বাদ পড়েছেন।


এভাবেই চলতে থাকা লড়াইয়ে ফাইনাল রাউন্ডে মুখোমুখি দাঁড়িয়ে যান পন্টিং ও গিলক্রিস্ট। যে লড়াইয়ে ৫৭ শতাংশ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পন্টিং। তার কাছে হেরে যাওয়া গিলক্রিস্ট পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। ভক্তরা তাদের রায় জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার লাইভ অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে।


অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হলেও পন্টিংয়ের চোখে সেরা কিন্তু গিলক্রিস্ট। জেতার পর নিজের অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন, “আপনি যদি গিলিকে (গিলক্রিস্ট) জিজ্ঞেস করেন, সে আমার কথা বলবে। আর আমাকে যদি বলেন, তাহলে আমি বলব, ‘গিলি সেরা।”


সঙ্গে যোগ করেছেন, ‘আমি খুব ভাগ্যবান গিলির সঙ্গে অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছি এবং অনেকবার আমার নেতৃত্বে সে খেলেছে। ও টপ অর্ডারে ছিল ম্যাচ জেতানো খেলোয়াড়, অনেক সময় তিন নম্বরে আমার কাজটা ও সহজ করে দিয়েছে।’


অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে ক্রিকেটার বাছতে দুটো গ্রুপ ভাগ করে দিয়েছিল সিএ। একদিকে ছিলেন- অ্যাডাম গিলক্রিস্ট, ডেনিস লিলি, ডিন জোন্স, মার্ক ওয়াহ, শেন ওয়ার্ন, গ্রেগ চ্যাপেল, গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ড্রু সাইমন্ডস। অন্যদিকে ছিলেন- রিকি পন্টিং, মিচেল স্টার্ক, মাইকেল বেভান, ম্যাথু হেইডেন, ব্রেট লি, শেন ওয়াটসন, স্টিভ ওয়াহ ও মাইক হাসি। শেন ওয়ার্নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন গিলক্রিস্ট, আর ব্রেট লি’কে পেছনে ফেলে চ‚ড়ান্ত পর্বে জায়গা করে নেন পন্টিং। ক্রিকেট ডটকম

থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’

থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সংগীতশিল্পী প্রকাশ করে থাকেন ‘থিম সং’। তবে শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে প্রকাশিত গানটি বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল থিম সং।


বিশ্বকাপের আগে পুরো জাতিকে উন্মাদনার মাতাতে থিম সংয়ের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিলিভারের উদ্যোগে ‘বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার’ শিরোনামে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দলের থিম সং।


শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন থিম সং। অনুষ্ঠানে জাতীয় দলের কেউ উপস্থিত থাকতে না পারলেও স্কাইপিতে কার্ডিফ থেকে যুক্ত হন অধিনায়ক মাশরাফি মুর্তজা।


বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘থিম সং ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ইতিমধ্যে লাইফবয়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি পোস্ট করা হয়েছে।


শনিবার দুপুরের অনুষ্ঠানে বিসিবির পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিলিভারের কর্মকর্তারা।


ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৯৯২ সালের ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে এবারের আসরে। ১০ দলের সবাই একে অন্যের বিপক্ষে খেলে সেরা চার দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ চলাকালে স্ত্রীদের পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা

বিশ্বকাপ চলাকালে স্ত্রীদের পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বকাপে পাকিস্তানি তারকাদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি দেয়নি পিসিবি। কিন্তু দলের সাম্প্রতিক বাজে ফর্ম ও অন্যান্য দলের অনুমতি দেওয়া দেখে নিজেদের অবস্থান থেকে সরে আসার চিন্তা ভাবনা করছে পিসিবি। স্ত্রী-বান্ধবীদের থাকার অনুমতি তারাও দেবে, তবে একটা বিশেষ শর্তে!


এবার ক্রিকেট বিশ্বকাপ হবে প্রায় দেড় মাস ধরে। এতদিন ধরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গ ছাড়া কি থাকা সম্ভব? কিন্তু বেরসিক পিসিবি কিছুদিন আগে সাফ জানিয়ে দিয়েছিল, খেলোয়াড়েরা নিজেদের স্ত্রী-বান্ধবীদের ইংল্যান্ডে নিয়ে যেতে পারবেন না।


পিসিবির মনে হয়েছিল, স্ত্রী-বান্ধবীদের নিয়ে গেলে ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে, পাকিস্তানের বিশ্বকাপ জেতার পথে যা অন্তরায় হয়ে দেখা দিতে পারে। কিন্তু পিসিবি নিজেদের অবস্থা থেকে আস্তে আস্তে সরে আসছে। বিশ্বকাপে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-বান্ধবী থাকতে পারবে, কিন্তু সেটা ভারতের বিপক্ষে ম্যাচের আগে নয়!


কিছুদিন আগে স্ত্রী-বান্ধবীদের ইংল্যান্ডে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পিসিবিকে লিখিত অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। পিসিবি কর্ণপাত করেনি। বিশেষ বিবেচনায় আসিফ আলী ও হারিস সোহেলকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আসিফ আলীর দুই বছর বয়সী কন্যাসন্তান ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে মারা গেছে, হারিস সোহেলেরও পারিবারিক সমস্যা চলছিল।


এখন অন্যান্য দেশের অনুমতি দেওয়া দেখে পিসিবির টনক নড়েছে। তার ওপর পাকিস্তানের ফর্মও যাচ্ছে জঘন্য। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে আরব আমিরাতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে ৪-০ ব্যবধানে। একটা ম্যাচও জিততে পারেনি। স্ত্রী-বান্ধবী সঙ্গে না থেকে তাহলে লাভ হচ্ছে কোথায়? এ কারণেই বিশ্বকাপে খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের নিয়ে আসার অনুমতি দিচ্ছে পিসিবি। কিন্তু টুর্নামেন্টের প্রথম থেকেই তাদের ইংল্যান্ডে আনতে পারবেন না। আনতে পারবেন শুধু ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটার পরেই।


ভারত-পাকিস্তান ম্যাচটার আবেদন, গুরুত্ব, দুই দলের কাছেই আকাশছোঁয়া। পিসিবি চাচ্ছে, স্ত্রী-বান্ধবীদের নিয়ে আসার কথা বলে যদি খেলোয়াড়দের উদ্দীপ্ত করা হয়, সেটা ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে তাদের জন্য। পাকিস্তানি খেলোয়াড়েরাও সেই আগ্রহে ভারতের বিপক্ষে ভালো খেলার একটা আলাদা প্রেরণা পাবেন। তার ওপর, দুই দেশের সাম্প্রতিক অবস্থাও বন্ধুসুলভ নয়।


কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছে, সে আঁচ লেগেছে ক্রিকেটেও। দুই দলই এখন যেকোনো মূল্যে পরস্পরকে হারাতে চায়। এবারের পাকিস্তান-ভারত ম্যাচটা আর শুধু ক্রিকেটীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই। জুনের ১৬ তারিখে ম্যানচেস্টারে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

দ. আফ্রিকার কাছে লঙ্কানদের হার

দ. আফ্রিকার কাছে লঙ্কানদের হার

admin May 26, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাজে সময় পেছনে ফেলে ছন্দে ফেরার আভাস মিলল হাশিম আমলার ব্যাটে। ঝড় তুললেন ফাফ দু প্লেসি। অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আন্দিলে ফেলুকওয়ায়ো। লঙ্কানদের টানলেন কেবল দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাদের লড়াই থামিয়ে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।


কার্ডিফে শুক্রবার ৮৭ রানে জিতেছে দু প্লেসির দল। ৩৩৮ রান তাড়ায় ৪২ ওভার ৩ বলে ২৫১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নামা ক্রিকেটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেবল ডেভিড মিলার।


৯ চারে ৬১ বলে ৬৫ রান করে ফিরেন আমলা। তিনে নেমে চার ছক্কা ও সাত চারে ৬৯ বলে ৮৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন দু প্লেসি। শেষের দিকে দ্রুত রান তোলেন ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস ও ক্রিস মরিস। তাতে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট নেন শ্রীলঙ্কার দুই পেসার সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদিপ।


বড় রান তাড়ায় শূন্য রানে কুসল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। বেশিক্ষণ টিকেননি লাহিরু থিরিমান্নে। ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া কুসল মেন্ডিস পারেননি নিজের ইনিংস খুব একটা বড় করতে।


বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন করুনারত্নে ও ম্যাথিউস। বিশ্বকাপের আগে নেতৃত্ব পাওয়া করুনারত্নেকে থামান কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার ওপেনার ৯২ বলে ১২ চারে ফিরেন ৮৭ রান করে।


এরপর আর তেমন কোনো জুটি পায়নি শ্রীলঙ্কা। ৮১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৪৩তম ওভারে। ৬৬ বলে ৬৪ রান করে ফিরেন ম্যাথিউস। আট বোলারকে পরীক্ষা করিয়ে নেন দু প্লেসি। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার ফেলুকওয়ায়ো। লুঙ্গি এনগিডি ২ উইকেট নেন ১২ রানে।


আজ রোববার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।


সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৮/৭ (আমলা ৬৫, মারক্রাম ২১, দু প্লেসি ৮৮, ফন ডার ডাসেন ৪০, মিলার ৫, দুমিনি ২২, ফেলুকওয়ায়ো ৩৫, প্রিটোরিয়াস ২৫*, মরিস ২৬*; লাকমল ২/৬৩, প্রদিপ ২/৭৭, থিসারা ০/৩১, উদানা ১/৪২, জিবন মেন্ডিস ১/৪৫, ভান্ডারসে ০/৩০, ডি সিলভা ১/৪৪)


শ্রীলঙ্কা: ৪২.৩ ওভারে ২৫১ (কুসল পেরেরা ০, করুনারত্নে ৮৭, থিরিমান্নে ১০, কুসল মেন্ডিস ৩৭, ম্যাথিউস ৬৪, ডি সিলভা ৫, জিবন মেন্ডিস ১৮, সিরিবর্ধনা ৫, থিসারা ৮*, ভান্ডারসে ৩, লাকমল ১; এনগিডি ২/১২, রাবাদা ১/৪০, মরিস ০/৩১, ফেলুকওয়ায়ো ৪/৩৬, তাহির ১/৩১, প্রিটোরিয়াস ১/৩৪, শামসি ০/৩৭, দুমিনি ১/২৭)


ফল: দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে জয়ী

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three