স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় বড় বোনের সাথে ঝগড়া করে তামান্না আক্তার টিয়া নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কেতকীবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘরে গলায় গামছা পেচিয়ে সে আত্মহত্যা করে। সে ওই এলাকার আইনুল ইসলাম লাবুর মেয়ে ও চিলাহাটি গার্লস স্কুল এণ্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্র।
কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, দুপুরে বড় বোন এসএসসি পরিক্ষার্থী আয়শা সিদ্দিকা ময়না ও ছোট বোন তামান্না আক্তার টিয়া দুই বোনের মধ্যে ঝগড়া বাঁধে। এর একপর্যায়ে তামান্না নিজ শোয়ার ঘরে ঢুকে ভিতর হতে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।