রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

admin June 05, 2019
স্টাফ রিপোর্টার:
রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর নগরীরর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত ঘিরে রংপুরে ঈদগাহে নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ঈদগাহ ময়দানে নেয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে না নিতে মুসল্লিদের পরামর্শ দিয়েছিলেন পুলিশ প্রশাসন। একাধিক নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশি শেষে সারিবদ্ধ ভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা।

রংপুরে ঈদের প্রধান জামাতে কালেক্টরর ঈদগাহ মাঠে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল হাবীবসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করেন।

সংসদের বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা নিজ নির্বাচনি এলাকা গঙ্গাচড়ার সাতান্ন জামাত ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া রংপুর নগীর ৩৩টি ওয়ার্ডে ঈদগাহ মাঠসহ ৮টি উপজেলা ও ৩াট পৌরসভা নিজ নিজ প্রশাসন ঈদগাহ মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে মুল্লিরা ঈদেরে জামাত আদায় করেন । এ সব মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে মুসল্লিগণ নামাজ অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের প্রায় ৭৫টি ঈদগাহ মাঠে এবং রংপুর জেলার প্রায় ১ হাজার ২ শত ঈদগাহ মাঠে মুসল্লিরা নামাজ আদায় করেন । নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতি তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

নীলফামারীর ডিমলায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা‌

admin June 05, 2019

নীলফামারী প্রতিনিধি:
মোটরসাইকেলের ধাক্কায় আহত এক শিশুর চিকিৎসার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নীলফামারীর ডিমলা উপজেলার পল্লীতে মঞ্জুরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার (৫ জুন) ঈদের দিন দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করেছে।


এ ঘটনায় হত্যার শিকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী আশেদা বেগম বাদী হয়ে নায়ীয় ১৫ জন ও অজ্ঞাত দুই সহ ১৭ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত মঞ্জুরুল ইসলাম ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন ঝুনাগাছ চাঁপানী গ্রামের চাকলাপাড়ার মৃত নলেয়া মামুদের ছেলে।


মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ জুন) বিকালে উক্ত গ্রামে অজ্ঞাত দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে গ্রামের মৃত ছকিমুদ্দিনের ছেলে নাসির হোসেন রিয়াদের বাড়িতে বেড়াতে আসে। আসার পথে অজ্ঞাত ওই দুই ব্যাক্তির মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় একই গ্রামের রবিউল ইসলামের চার বছরের শিশু মেয়ে রিয়া। গ্রামবাসীর সঙ্গে উক্ত মঞ্জুরুল ইসলাম ও উক্ত মোটরসাইকেল আরোহীদের কাছে শিশুটির চিকিৎসার জন্য টাকা দাবি করে।


‘খবর পেয়ে নাসির হোসেন রিয়াদ লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ তার দুই আত্মীয়কে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মঞ্জুরুল ইসলাম।’


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আসামীরা সকলে পলাতক। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঈদের দিনেও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

ঈদের দিনেও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। অন্যান্য দিনের মতো বুধবার ঈদের দিনও অবস্থান নেন তারা।


এদিকে সকালে ঈদের নামাজ পড়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত নেতাদের নাম প্রকাশ না করার মাধ্যমে তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।


আন্দোলনকারীদের মুখপাত্র সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, সবাই তো চায় পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে ঈদ করতে, আমরাও চেয়েছিলাম। পরিবার ছাড়া এখানে ঈদ করছি, এজন্য আমাদের খুব খারাপ লাগছে। তারা বিতর্কিতদের ঈদ করার সুযোগ দিল, আর আমাদের ঈদ করার সুযোগ দিল না।


তিনি দাবি করেন, বিতর্কিতদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে কমিটি থেকে বাদ দিতে হবে। কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।


গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর পদ না পাওয়া নেতারা এই কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবী ও বিভিন্ন মামলার আসামিসহ নানা অভিযোগে অভিযুক্ত অনেককে পদ দেওয়া হয়েছে। আর ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে।

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২শ’তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২শ’তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।


এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।


সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ’ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেট রক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ’ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

একই একাদশ নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা

একই একাদশ নিয়ে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর আজ ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগারবাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।


উইকেট ভিন্নতা থাকলেও আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের একাদশের উপর ভরসা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

‘এত ... কেজি গাঁজা কে হারিয়েছেন, যোগাযোগ করুন!’ টুইট পুলিশের

‘এত ... কেজি গাঁজা কে হারিয়েছেন, যোগাযোগ করুন!’ টুইট পুলিশের

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
‘৫৯০ কেজি গাঁজা কে হারিয়েছেন? ভয় নেই, খুঁজে পাওয়া গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এভাবে টুইট করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আসামের ধুবড়ি এলাকার চাগোলিয়া চেকপয়েন্টের কাছ থেকে এক ট্রাক গাঁজা আটক করে পুলিশ। সিল করা প্যাকেটে মোড়ানো মোট ৫৯০ কেজি গাঁজা উদ্ধার করে। আসাম পুলিশ এরপরই এই মজার টুইট করে।


জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে এই গাঁজা উদ্ধার করে আসামের পুলিশের দল। আসাম পুলিশ ছাড়াও এর আগে মুম্বই পুলিশও মজার মজার টুইট করে বেশ সুনাম পেয়েছে। তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে বুধবার (৫ জুন) সকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান গ্রামে, আপনজনের কাছে। মিলিত হন আত্মীয়-স্বজনের সাথে।সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।


ঈদ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী শেষ মো. আবদুল্লাহ রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।


বঙ্গভবনের দরবার হলে গরু ও মুরগির মাংসের কয়েকটি পদ, খিচুড়ি, পোলাও, দই বড়া এবং বিভিন্নরকম মিষ্টান্ন ও ফল দিয়ে দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

জীবনে অনেক ভালোবাসা পেয়েছি: এরশাদ

জীবনে অনেক ভালোবাসা পেয়েছি: এরশাদ

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
‘জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় সিক্ত হয়ে আমি ধন্য’। এভাবেই কথাগুলো বলছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


আজ বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।


এরশাদ বলেন, ‘আজকের এই শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। এমনি দিন আবার ফিরে আসুক বারবার, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। জাতীয় পার্টি আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। সেটা দেখে আমার খুব খুশি লাগে। অনেক দিন অফিসে আসি না। এটা বোধহয় সেকেন্ড টাইম আসলাম। অফিসে এসে আরো ভালো লাগল যে এত মানুষ আমার দলে আছে, এত মানুষ আমার দলে।’


শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান হাজি আবু বক্কর, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এ টি ইউ আহাদ চৌধুরী শাহীন প্রমুখ।

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে একসঙ্গে নামাজ পড়লেন ৬ লাখ মানুষ

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে একসঙ্গে নামাজ পড়লেন ৬ লাখ মানুষ

admin June 05, 2019

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার এ জামাতে ৬ লাখ মুসল্লির সমাগম হয় বলে দাবি করেছেন আয়োজকরা।


বুধবার সকাল পৌনে ৯টায় পঞ্চম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো বৃষ্টি হয়নি। রোদ কম থাকায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।


ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে কোনো কমতি ছিল না। পুলিশ, বিজিবি, র্যাব, অস্ত্রধারী আনসার, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা ছিল মাঠজুড়ে। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা।


ঈদের জামাতে অংশগ্রহণ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র্যাব, বিজিবি, পুলিশ, অস্ত্রধারী আনসার ও সাদা পোশাকের পুলিশ ছিল। একইসঙ্গে শহর ও শহরের আশপাশে গোয়েন্দা নজরদারি ছিল। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলে জানান তিনি।


দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, মুসল্লিরা যাতে করে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি ছিল। সবাই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছে এটাই আমাদের সফলতা।

ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

admin June 05, 2019

বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।


এটাও একধরনের আনন্দ। আর এ সময়টা আমি খাওয়া দাওয়ার ওপর বিধি নিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে, তা-ই খাই। পুরো সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।


এরপর না হয় যখন কাজে ফিরব- তখন আবার নিজেকে সামলে নেব। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখব। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখব।


আমার মতে শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

admin June 05, 2019

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।


তিনি জানান, আমরা গাড়ির ভেতর থেকে নিহত ৪ জন যাত্রীর লাশসহ মোট ১৭ জনকে উদ্ধার করি। আহত ১৩ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়। বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। সে কোনো কথা বলছে না। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে অজ্ঞান অবস্থায় থাকা এক নারীকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরে। ধারনা করছি অজ্ঞান ওই নারী শিশুটির মা হবেন। তাদের সঙ্গে অন্য কোনো স্বজনকে পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীদের তত্ত্বাবধানে আছে।


এদিকে দুর্ঘটনায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল ভায়া ফরিদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ, ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহায়তা করা সহ মহাসড়কে পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।


ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নাসিম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা জানান, হাসপাতালে ভর্তি রুগীদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

admin June 05, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটেও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০ জন।


হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রামে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


এদিকে বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র ঈদের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।

বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

admin June 05, 2019

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতি টীকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


জ্যোতি টীকাদারের গলার সামনের অংশে কালো দাগ রয়েছে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার।


জ্যোতির পরিবার দাবি করছে, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে এসআই আলমগীর জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে জ্যোতির বাসায় যান তারা। এ সময় তার পরিবার জানায়, রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জ্যোতিকে পাওয়া যায়। তখন তাদের বাসায় শুধুমাত্র জ্যোতি ও তার স্ত্রী ছিলেন।


আলমগীর বলেন, ‘জানতে পেরেছি, রাতে কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জ্যোতি তার রুমের দরজা লাগিয়ে দেন। তার স্ত্রী পাশের রুমে রাতযাপন করেন। এর মধ্যে কারো সঙ্গে তার কথা হয়নি। রাতে আর কেউ কারো খোঁজ নেননি।’


এসআই জানান, দুপুরেও ঘুম থেকে উঠছেন না দেখে জ্যোতির রুমের চাবি এনে দরজা খোলেন স্ত্রী। দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে পাশের বাসায় বসবাসরত শ্বশুরকে ফোন করেন তিনি। তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে বঁটি দিয়ে ওড়না কেটে ছেলেকে নিচে নামান।


এসআই আলমগীর হোসেন মজুমদার জ্যোতির মৃতদেহের বর্ণনা দিয়ে বলেন, ‘তার জিহ্বা বের করা অবস্থায় দাঁত দিয়ে চেপে ছিল। গলার সামনের অংশে কালো দাগ রয়েছে, চেহারা কিছুটা কালো হয়ে গেছে। পায়ের নিচও কালো হয়ে গেছে। তবে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঈদের দিনের সাজ হবে যেমন

ঈদের দিনের সাজ হবে যেমন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদ মানেই আনন্দ আর আনন্দ মানেই নতুন পোষাকের সঙ্গে সুন্দর সাজে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। তাই সেই সাজটা হওয়া চাই আকর্ষণীয় এবং মানানসই। তা ছাড়া ঈদের সাজটা সুন্দর না হলে যেন ঈদ উৎসবটাই ম্লান হয়ে যায়। মেয়েদের সাজে সময় ও আবহাওয়া বুঝে নেওয়া উচিত।


আবার হাওয়া বুঝে ট্রেন্ড বদল করাও যে আরেকটি ফ্যাশন। সাজের ক্ষেত্রে গত দুই বছরে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মেয়েদের কাছে নো মেকআপ লুকই বেশি পছন্দের। তা ছাড়া এবারের ঈদটাও হবে তীব্র গরমের ভিতর। তাই সাজগোজে যত সাধারণ থাকা যায় ততই ভালো। তবে পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপ নেওয়াটা বুদ্ধিমানের


ঈদের আনন্দের পূর্ণতা পায় নতুন জামা-কাপড়, সাজসজ্জা, আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাওয়া এবং বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে। তাই সবার মাঝে নিজেকে আকর্ষণীয় রাখতে যা করতে পারেন।


ঈদের দিনে সকালে ঘুম থেকে ওঠার পর গোসলটা সেরে নিলে সারাদিনের জন্য টেনশনমুক্ত থাকা যায়। এরপর নতুন পোশাক পরে দিনের শুরু।



কেমন হবে ঈদের দিনের পোশাক

ঈদের দিন একটু আরামদায়ক পোশাক পরিধান করাই ভালো। এক্ষেত্রে হালকা সুতি হলে বেশি ভালো হয়। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, জিন্স যেটাই হোক তার সঙ্গে ম্যাচিং করে পরা যায় দুটি চুড়ি, পায়ে দুই ফিতার চটি। সবার মধ্যেই খুশিখুশি ভাবটা থাকে, তাই সাজগোজের ব্যাপারটিও এ সময় বেশি প্রাধান্য পায়। তবে এদিন শিফন, জর্জেট, সুতি, ঢাকাই জামদানি, মসলিন, টাঙ্গাইলের জামদানি কাপড়গুলোও পরতে পারেন। কারণ এগুলো হালকা হওয়ায় খুব আরামদায়ক হবে।



সুন্দর লুকে নিজেকে উপস্থাপন

ঈদের দিনে এত কাজের ভিড়েও নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হলে একটু সচেতন হতেই হয়। আগে ঈদের দিনে সাজটাকে তিন ভাগে ভাগ করে নিন। সে অনুযায়ী পরিকল্পনা করুন সকাল, দুপুর ও রাতের সাজ এবং পোশাক কী হবে।



সকালের সাজ

সকালে একটু-আধটু কাজের চাপ থাকে, তাই চলাফেরা করতে সহজ হয় এমন কোনো পোশাক বেছে নিন। সকালের আবহাওয়ার সঙ্গে মানানসই কোনো হালকা কালারের পোশাক পরতে পারেন। মেকআপের শুরুতে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিন টোনের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন দিয়ে পাউডার ভালোভাবে লাগিয়ে নিন। সকাল বেলায় ভারী মেকআপ না নেওয়াই ভালো। এ সময় চোখে কাজল পরতে চাইলে কালো না পরে ব্রাউন কালার বেছে নিতে পারেন।


এছাড়া সালোয়ার-কামিজের সঙ্গে কেমন সাজ নেবেন এ প্রসঙ্গে বিউটি এক্সপার্ট শারমিন আখতার বলেন, সকালে সুতির সালোয়ার-কামিজের সঙ্গে সাজটা একেবারে শুভ্র ও ন্যাচারাল হবে। চোখে কাজল এবং ঠোঁটে ন্যাচারাল কালারের লিপস্টিক লাগিয়ে নিলে চেহারায় সকালের শুভ্রতার একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে। চুলটা এ সময় বাঁধা থাকবে।



দুপুরের সাজ

ঈদের দিন দুপুরে বাড়িতেই থাকার চেষ্টা করুন। দুপুরে হালকা রঙের পোশাক বেছে নিন। আর সাজের ক্ষেত্রে ফাউন্ডেশনের সঙ্গে পাউডার মেখে হালকা করে ব্লাশন বুলিয়ে নিন দুই গালে। আর দিতে পারেন লিপগ্লোস। চোখের সাজে ভিন্নতা আনতে শ্যাডো আর আইলাইনার দিন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে আর গলায় ছোট গয়না পরুন।


দুপুরে আইশ্যাডোর রঙের সঙ্গে ম্যাচ করতে পারেন, আবার কন্ট্র্যাস্টও করতে পারেন। চোখের পুরোটা পাতায় বেজ কালার করে নিন। তারপর অন্য কালারগুলো লাগান। চোখের লেশের কোল ঘেঁষে পেনসিল আইলাইনারের টান আবার আউটার কর্নারটাও একটু টেনে দিতে পারেন। গালে আলতো করে একটু ব্লাশন ছুঁইয়ে নিন। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক লাগিয়ে নিন।



রাতের সাজ

রাতে আপনি আপনার ইচ্ছেমতো সাজুন। বাইরে গেলে শাড়ি পরুন। বাঙালি নারীর শাড়িতেই পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায়। মুখ, গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজিয়ে মুখে চেপে মেকআপ বসিয়ে নিন। চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করুন।


রাতের সাজে শাড়ি খুব বেশি গর্জিয়াস হলে মেকআপটা পরিচ্ছন্ন ও উজ্জ্বল হবে। চোখের ওপর অ্যাকোয়া ব্লু এবং গ্রে আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে লাগান। চোখের ইনার কর্নারে গোল্ড বা শিমারি পিঙ্ক আইশ্যাডো স্মাজ করে লাগিয়ে নিন। তবে ব্লাশনের রং বেশি উজ্জ্বল না হওয়াই ভালো। হালকা রঙের লিপস্টিক রাতের সাজের জন্য বেশি মানানসই হবে।

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা ঈদ অনুষ্ঠান। এবার দেখে নেয়া যাক বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের দিন কি কি অনুষ্ঠান থাকছে।



বাংলাদেশ টেলিভিশন


বেলা ১১.০০ ঈদ দেশে দেশে। দুপুর ১২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়ের হাতে বেহেস্তের চাবি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা। বেলা ২.৪৫ দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: কোনাল ও বাপ্পা মজুমদার)।


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৪.০৫ ইচ্ছে করে পাখির মতো উড়তে। ৪.৪০ অবসরে আনন্দ। ৫.০৫ নৃত্যের তালে তালে। সন্ধ্যা ৬.৩০ ছায়াছন্দ। ৭.২০ ধারাবাহিক নাটক অচিন সীমান্তে; রচনা মামুনুর রশীদ; অভিনয়: মামুনুর রশীদ, আহমেদ রুবেল, মাজনুন মিজান, জয় রাজ, খায়রুল আলম সবুজ, সুষমা সরকার।


রাত ৮.৪৫ নাটক ভ্রান্তি; রচনা: এজাজ মুন্না; অভিনয়: মৌ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ঊর্মিল শ্রাবন্তী কর। ১০.২০ আনন্দ মেলা।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।



চ্যানেল আই


সকাল ৯.৪৫ ১৯১তম শোলাকিয়া ঈদ জামাত (সরাসরি)। ১০.৪০ পূরবী ঈদ আনন্দ। বেলা ১১.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলোয় ভুবন ভরা; অভিনয়: সাইফ খান, মিষ্টি মারিয়া প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাত্রির যাত্রী; অভিনয়: মৌসুমী, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ।


সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়; অভিনয়: বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা; অভিনয়: পরীমনি ও ইরফান সাজ্জাদ। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি জীবন ছবি; পরিচালনা: পিকলু চৌধুরী; অভিনয়: সজল, তানজিকা আমিন প্রমুখ।


বিকেল ৪.৩০ ধারাবাহিক নাটক ম্যারিজ পয়েন্ট; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬.০০ নাটক ঠিক ঠিকানা; পরিচালনা: রাফাত মজুমদার; অভিনয়: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া। ৭.০০ ধারাবাহিক নাটক লাভ মিটার; পরিচালনা: ফিরোজ খান; অভিনয়: নাঈম, শবনম ফারিয়া প্রমুখ।


বিকেল ৫.৪০ এন্ড্রু কিশোরের গান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক জয় হলো জয়দেবপুরে; রচনা: ফরিদুর রেজা সাগর; নাট্যরূপ ও পরিচালনা; আফজাল হোসেন; অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক বামদিক থেকে চলুন; রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান; অভিনয়: সজল, মিষ্টি প্রমুখ।


রাত ৯.৩৫ নাটক আবার যদি দেখা হয়; রচনা: কাজী শাহেদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: নিলয়, বৃষ্টি প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।


রাত ৮.০০ নাটক ওপারে আকাশ; পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, মম। ৯.০০ নাটক মুখচোরা মজনু; পরিচালনা: মিজানুর রহমান; ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা; পরিচালনা: অনন্য মামুন; অভিনয়: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।



দেশ টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামীর সংসার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও দিঠি আনোয়ার)।


সন্ধ্যা ৬.১৫ ধারাবাহিক নাটক তাদের খাড়া দুটো শিং; কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ; অভিনয়: এ্যালেন শুভ্র, নাদিয়া নদী প্রমুখ। ৭.৩৫ নাটক ইয়েস; গল্প: সাব্বির চৌধুরী; রচনা: রুম্মান রশীদ খান; পরিচালনা: তপু খান; অভিনয়: নিশো, শখ প্রমুখ। রাত ৮.৪৫ নাটক দ্য নোটবুক;রচনা: গোলাম সারোয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, ফারিন প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (শিল্পী: এস আই টুটুল)।



দীপ্ত টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুড়ে যায় মন; অভিনয়: পরীমনি, সাইমন সাদিক। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া; অভিনয়: শাকিব খান, বিদ্যা সিনহা মিম। সন্ধ্যা ৬.০০ নাটক আইজু দ্য ভাই; রচনা: ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক মার ঘুরিয়ে; রচনা ও পরিচালনা প্রীতি দত্ত; অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।



এটিএন বাংলা


সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ১.৩০ ঈদের খুশি। ২–২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাগল মানুষ। অভিনয়: শাবনূর।


রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: স্বামী স্ত্রীর টক্কর; পরিচালনা: শামীম জামান; অভিনয়: আ খ ম হাসান, এ্যানি খান, ফারজানা রিক্তা প্রমুখ। ৮.৩০ নাটক ভুল ভাঙাতে ভুল করা; রচনা ও পরিচালনা: হানিফ সংকেত; অভিনয়: আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র;রচনা: শফিকুর রহমান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়: আনিসুর রহমান মিলন, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি প্রমুখ। ১০.৩০ মনের ফ্রেমে তুমি (শিল্পী: ইভা রহমান)। রাত ১১.৩০ টেলিছবি বাও বাতাস; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।



একুশে টিভি


সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।


সন্ধ্যা ৬.০০ নাটক তুমি আমারই;রচনা: রাজিব আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ। ৭.৩০ ধারাবাহিক নাটক গল্পটি শেষ হয়নি; রচনাও পরিচালনা: মোহন খান; অভিনয়: সজল, ভাবনা, নাজিরা মৌ প্রমুখ।


সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ ধারাবাহিক নাটক নো অজুহাত;রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান; অভিনয়: জাহিদ হাসান, সাজু খাদেম, রুনা খান প্রমুখ।



এনটিভি


ঈদের দিন


সকাল ৮.৩০ ঈদের জামাত। ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি এক হৃদয়হীনা; রচনা ও পরিচালনা: শিহাব শাহীন; অভিনয়: অপূর্ব, অর্ষা, আলিফ প্রমুখ।


বিকেল ৫.১৫ আকাশ ভরা তারা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক রং চা; রচনা: এজাজ মুন্না; পরিচালনা: অসীম গোমেজ; অভিনয়: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক সৌদি গোলাপ; রচনা: বৃন্দাবন দাশ; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী প্রমুখ।


রাত ৮.০৫ নাটক আমার হাতটা একটু ধরো; রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। ৯.০৫ ডান্স ডান্স। ৯.৪৫ ধারাবাহিক নাটক মতলব; রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়: মীর সাব্বির, অহনা, মাজনুন মিজান প্রমুখ। ১১.১০ নাটক ভাই, পারলে মাফ করবেন; গল্প: আমিনুল ইসলাম অনীক; চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। ১২.৩০ আকাশ ভরা তারা।



আরটিভি


ঈদের দিন


সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার; অভিনয়: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ।


সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত; রচনা: সাজিন আহমেদ; পরিচালনা: মিলন ভট্টাচার্য্য; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৭.১০ ধারাবাহিক নাটক ধামাকা অফার; রচনা ও পরিচালনা: মাসুদ সেজান; অভিনয়: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ৭.৫০ মোশাররফ উত্সব।


রাত ৮.৩৫ নাটক মামুন মামা; রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম; অভিনয়: জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তালমিছরি? না হাওয়াই মিঠাই! রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ। ১০.০০ নাটক শেষের অপেক্ষায়; রচনা: মোহন আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ; অভিনয়: রিয়াজ, মম প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে; রচনা: রাজিবুল ইসলাম; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া প্রমুখ। ১১.৩০ চলো দিগন্তে; রচনা: হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম; পরিচালনা: আর বি প্রীতম; অভিনয়: জোভান, টয়া প্রমুখ। ১১.৫০ টেলিছবি আনোয়ার দি প্রোডাকশন বয়; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।



বৈশাখী টিভি


সকাল ১০.১৫ ইচ্ছে ঘুড়ি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ ফানি মোমেন্ট। বেলা ১.০০ শুধু সিনেমার গান। ১.৩০ প্রিয় শিল্পীর সেরা গান।


রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান। ৯.১০ধারাবাহিক নাটক আয়না মতি। ১০.৩০ ধারাবাহিক নাটক ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা মন যেখানে হৃদয় সেখানে; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।



বাংলাভিশন


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ঈদ উদযাপন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তরাঞ্চলের দিনাজপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি এলাকায় পালন করা হয়েছে পবিত্র ইদুল ফিতর। এসব এলাকায় সকালে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


দিনাজপুর সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন গ্রামের ২ হাজার পরিবার আজ পবিত্র ঈদুল ফিতরের নামায আদায় করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমাম মতি করেন মাওলানা সাইদুর রহমান । শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত প্রায় তিন শতাধিক মুস্ল্লী এখানে নামাজ অংশ নেয়।


এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, বালান্দর, কাহারোল উপজেলার জয়নন্দহাট, মুকুন্দপুর, গড়েয়াবাজার মাঠ, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ডেম মাঠ খানসামার পাকেরহাট,বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে এবং জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করে আরো প্রায় দু’হাজার পরিবার।


অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও আগাম ঈদ উদযাপন করা হয়। মঙ্গলবার (৪জুন) সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন মওলানা ইমান আলী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রাম গুলো হল,কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ, মুন্সিপাড়া।


কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন, বংশানুক্রমে ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছেন।


নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মুসল্লিরা। এরপর পারস্পরিক কুশল বিনিময়, কোলাকুলি আর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই সব স্থানে ঈদ উদযাপন করার মতবাদ থেকেই একদিন আগেই ঈদ উদযাপনে কথা জানালেন জামাতের মুসুল্লিরা।

দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

admin June 05, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বাসের ধাক্কায় ২ জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের জেলার সদর উপজেলার রামডুবি নামক এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রানীগঞ্জ আটবাড়ী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও একই এলাকার আব্দুল্লাহ’র ছেলে মমিনুল ইসলাম (২৪)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে রামডুবি এলাকায় একটি দ্রুতগামী বাস পিছন দিক থেকে সৈয়দপুরগামী একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়, আহত হয় মটরসাইকেলে থাকা আরও একজন। তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ উদ্ধার মরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।


দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শামসুল নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

কাউনিয়ায় এসএসসি'১৯৯৬ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় এসএসসি'১৯৯৬ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin June 05, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপর:
উত্তরের জেলা রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর এসএসসি/১৯৯৬ইং ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯ রমজান) কাউনিয়া কলেজের প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব এর উদ্যোগে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির শিক্ষক হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রেসক্লাব কাউনিয়া’র সভাপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি/১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ব্যবসায়ী ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, এসআই দিলীপ, কাষ্টমস অফিসার সুজন, সাংবাদিক মিজানুর রহমান ও জহির রায়হান, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল, শিক্ষক আফরোজা সুলতানা, কৃষি অফিসার আব্দুল লতিফ, এডভোকেট গফ্ফার, আব্দুল আজিজ, ডাঃ মলিন, ব্যাংকার আবু সাঈদ, শিক্ষক আশরাফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, শিরীন আক্তার, ব্যাংকার শহিদুল ইসলাম, শিক্ষক মিরা, এনজিও অফিসার হুমায়ুনসহ বন্ধুমহল।


এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three