ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

admin June 05, 2019

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।


তিনি জানান, আমরা গাড়ির ভেতর থেকে নিহত ৪ জন যাত্রীর লাশসহ মোট ১৭ জনকে উদ্ধার করি। আহত ১৩ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়। বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। সে কোনো কথা বলছে না। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে অজ্ঞান অবস্থায় থাকা এক নারীকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরে। ধারনা করছি অজ্ঞান ওই নারী শিশুটির মা হবেন। তাদের সঙ্গে অন্য কোনো স্বজনকে পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে ফায়ার সার্ভিস কর্মীদের তত্ত্বাবধানে আছে।


এদিকে দুর্ঘটনায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল ভায়া ফরিদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ, ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহায়তা করা সহ মহাসড়কে পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।


ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নাসিম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা জানান, হাসপাতালে ভর্তি রুগীদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three