ঐক্যফ্রন্ট নেতাদের তোপের মুখে বিএনপি

ঐক্যফ্রন্ট নেতাদের তোপের মুখে বিএনপি

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে দলীয় একক সিদ্ধান্তে দলের পাঁচ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টের নেতাদের তোপের মুখে পড়েছেন বিএনপির নেতারা। সোমবার রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সংসদে না যাওয়ার বিষয়ে জোটের সিদ্ধান্ত পাশ কাটিয়ে সংসদে যোগদান করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।


তবে বৈঠক সূত্রে জানা গেছে, এসময়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়- সংসদে যোগদানের বিষয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর বাইরে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন করা হবে।


সূত্রটি আরো জানায়, বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দলের পাঁচজন এমপির শপথ নেওয়ার বিষয়ে জানতে চান। তার সঙ্গে তাল মিলিয়ে রবসহ অন্যান্য নেতারাও জোটের সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়ার সমালোচনা করেন। তারা এ বিষয়ে বিএনপির কাছে সঠিক ব্যাখ্যাও দাবি করেন।


তবে যেহেতু এ শপথ গ্রহণে বিএনপির সঙ্গে গণফোরাম সম্পৃক্ত রয়েছে, তাই আগামী বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।


এসময় কাদের সিদ্দিকীকে ঐক্যফ্রন্ট থেকে বের না হওয়ার জন্য ঐক্যফ্রন্টরে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। তিনি আগামী বৈঠক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।


প্রসঙ্গত, গত ৯ মে ঐক্যফ্রন্টের সাতজন নির্বাচিত সংসদ সদস্যের শপথ নেওয়ার সঠিক ব্যাখ্যা না পেলে জোটে থাকবেন না বলে ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

বৃষ্টি: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

বৃষ্টি: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বকাপে মঙ্গলবার শ্রীলঙ্কার মোকাবিলায় নামছে বাংলাদেশ। ব্রিস্টলে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। টানা দুই ম্যাচ হারায় তাই এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


তবে এই ম্যাচে বড় শঙ্কার নাম বৃষ্টি। ব্রিস্টলে আগের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে দিনজুড়ে। দুর্ভাবনায় তাই দুই দলই।


এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘ম্যাচ হওয়া খুবই প্রয়োজন। আগের দুই ম্যাচের একটিতে জিততে পারলে হয়তো এতটা প্রয়োজন হতো না। এখন খুবই প্রয়োজন ম্যাচ হওয়া। আমরা চাচ্ছি ম্যাচটা যেন হয়। আশা করছি পুরো ম্যাচ হবে। ম্যাচ না হলে আমাদের সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে।’


দেখুন বিশ্বকাপ ম্যাচগুলোর হাইলাইটস:


[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]

[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]

[/accordion]
[/accordions]

এদিকে তিন ম্যাচ শেষে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন মাশরাফিদের সাবেক কোচ। বাংলাদেশ সম্পর্কে তাঁর ভালো জানা।


অবশ্য সর্বশেষ দেখায় এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে আগের তিন দেখায় একটিতেও জিততে পারেনি লাল-সবুজের দল। আগামীকাল কি হয় সেটাই এখন দেখার।


বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সে ম্যাচে তারা জিতেছিল ২১ রানে। অবশ্য পরের দুই ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে হারলেও তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে লাল-সবুজের দল।

ওসি মোয়াজ্জেম কোথায়?

ওসি মোয়াজ্জেম কোথায়?

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও বাংলাদেশে ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে হত্যার ঘটনায় বিতর্কিত ভূমিকার জন্যে সমালোচিত ফেনীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত ২৭ শে মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর সেই পরোয়ানার নোটিস পাওয়া নিয়ে মোয়াজ্জেমের সাবেক কর্মস্থল ফেনী এবং বর্তমান কর্মস্থল রংপুর দুই জেলার পুলিশের মধ্যে চাপান-উতর চলে।


এক পর্যায়ে বর্তমান কর্মস্থল গ্রেপ্তারি পরোয়ানা পাবার কথা স্বীকার করলেও, ইতিমধ্যে মোয়াজ্জেমকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। পুলিশ বলছে, 'অনুমতি ছাড়াই' কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন হোসেন।


এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসিকে গ্রেপ্তারে সরকারের দিক থেকে কোন গাফিলতি নেই। বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রীও খুবই সিরিয়াস। আমাদের পার্টির লোকও তো এখন জেলে এ ঘটনায়। এখানে সরকারের পক্ষ থেকে কোন প্রকার গাফিলতি নেই।


কিন্তু সারা বিশ্বে আলোচিত এমন একটি ঘটনার সাথে সম্পৃক্ত একজন আসামি, যিনি একজন পুলিশ কর্মকর্তা তিনি কিভাবে পালিয়ে গেলেন, সে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই এজন্য পুলিশের গাফিলতি এবং স্বজনপ্রীতির কারণে এমনটি ঘটেছে বলে অভিযোগ করছেন।


তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলছেন, মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে ব্যর্থতা পুলিশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে। তিনি বলেন, এটা যদি পুলিশের গাফিলতি হয়, তাহলে আমাদের জন্য সেটা খুবই উদ্বেগের বিষয়। আর যদি সেটা পুলিশের অযোগ্যতার বিষয় হয়, তাহলে সেটা আরো বড় উদ্বেগের ব্যপার। কারণ অন্যায়ের প্রতিকার পাবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা এতে নষ্ট হয়ে যায়।


গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মোয়াজ্জেম আগাম জামিনের আবেদন করেছিলেন। আগামীকাল ১১ই জুন সেই আবেদনের ওপর শুনানি হবার কথা রয়েছে। এখন সেই শুনানিতে তিনি হাজির হন কিনা, সেটাই দেখার বিষয়।


এদিকে, বাংলাদেশে ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে হত্যার ঘটনায় ১৬জন আসামির বিরুদ্ধে দেয়া চার্জশিট আজ আমলে নিয়েছে আদালত। আগামী ২০ শে জুন এ মামলার চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানিয়েছেন, আদালত নুসরাত হত্যায় গ্রেফতার ২১ জনের মধ্যে পাঁচজনকে অব্যাহতি দিয়েছে।

জুনের শেষে আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

জুনের শেষে আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জুন মাসের শেষের দিকে চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন।


এরশাদের বিশেষ সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার এ তথ্য নিশ্চিত করছেন।


তিনি বলেন, ‘গত মাসের ২১ তারিখ তাকে (এরশাদ) রক্ত দেয়ার পর অবস্থা কিছুটা ভালো ছিল। বর্তমানে একটু দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে আবারও সিঙ্গাপুর নেয়া হচ্ছে।’


খালেদা আক্তার আরও বলেন, ‘স্যার একই অবস্থায় আছে, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। বয়সের কারণে কথা জড়িয়ে আসে। তবে কাউকে চিনতে সমস্যা হচ্ছে না।’


তিনি বলেন, ‘আপনারা তো ঈদের দিন দেখেছেন, এখনও সেভাবেই আছে। তার পাশে লোকজন থাকলে একটু হাশি খুশি থাকেন।’

কুমিল্লা: মেয়ের বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লাপাত্তা মা!

কুমিল্লা: মেয়ের বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লাপাত্তা মা!

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যুবলীগ নেতা রজ্বব হোসেন রাজু (৩৮) পাশের গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী রিতা আক্তারকে (৩৬) নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে।


রজ্বব হোসেন রাজু আকবপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহ্বায়ক। এই ঘটনায় তাকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী রিতা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল। এরই জের ধরে ঈদুল ফিতরের পর ৬ মে রাতে দুইজন পালিয়ে যায়।


রিতা মোহাম্মদপুর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্ডার গার্টেন স্কুলটি বন্ধ রয়েছে।


প্রবাসী স্বামী ছেড়ে যাওয়া রিতা আক্তারের পরিবারে ২ মেয়ে ১ ছেলে রয়েছে। বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। বরপক্ষ এসে তাকে দেখে পছন্দ করে গেছে। ঈদের পর তার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা থাকলেও এখন আর এই বিয়ে হচ্ছে না।


অপরদিকে আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের রজ্বব হোসেন রাজুর পরিবারেও তার স্ত্রী ও সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। ২য় স্ত্রীর পরিবারে ২টি ছেলে সন্তান ও এক মেয়ে রয়েছে।


এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক মো. নাইউম খাঁন বলেন, বিষয়টি আমরা জানার পর এক জরুরি সভা ডেকে রজ্বব হোসেন রাজুকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আকবপুর ইউনিয়নের যুবলীগের সম্মেলন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১৬ : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১৬ : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা

admin June 11, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন



বিশ্বকাপ ডেস্ক:
১০ জুন ২০১৯, সাউদাম্পটন। বৃষ্টির কারণে ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় পরিত্যাক্ত ম্যাচ। এদিন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলা বিকেল সাড়ে ৩ টায় শুরু হলেও শেষ পর্যন্ত জয় হয় বৃষ্টিরই। প্রোটিয়া ইনিংসের অষ্টম ওভারে তুমুল বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে স্থানীয় সময় বিকাল সোয়া ৪ টায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে এবারের আসরে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। এর আগে পাকিস্তান ও শ্রীলংকা খেলা পণ্ড হয়।


বিশ্বকাপের অন্যান্য ম্যাচের হাইলাইটস:


[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]

[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]

[/accordion]
[/accordions]

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারতের বিপক্ষেও শোচনীয় পরাজয় বরণ করে প্রোটিয়ারা। এর আগে ইংল্যান্ডের সামনেও দাঁড়াতেই পারেনি তারা। তাই সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ডু প্লেসিস বাহিনীর। টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের আশায় এবার জল ঢেলে দিল বৃষ্টি।


আসরে দুর্দান্ত শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শ্বাসরুদ্ধকর ছিল সেই লড়াই। অল্পের জন্য হেরে যায় তারা। ওই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হন গেইল-রাসেলরা। যা নিয়ে বিতর্ক চলছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে শুরুটা দারুণ করে উইন্ডিজ। তাদের হার মানতে হলো বৃষ্টির কাছে।


সোমবার সাউদাম্পটনের রোজ বোলে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ফলে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা শুভ হয়নি প্রোটিয়াদের। দলীয় ১১ রানে শেল্ডন কটরেলের বলে ক্রিস গেইলকে ক্যাচ দিয়ে ফেরেন নির্ভরযোগ্য ওপেনার হাশিম আমলা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই কটরেলের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এইডেন মার্করাম।


৭.৩ ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এর আগে ২ উইকেটে ২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ১৭ ও ডু প্লেসিস শূন্য রান নিয়ে ক্রিজে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।



South Africa vs West Indies Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=baL8V-VrCF8&feature=onebox[/embed]
কাউনিয়ায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

কাউনিয়ায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

admin June 11, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।


জানা যায়, উপজেলার কুটিরপাড়া এলাকার যুবলীগ নেতা ফরহাদ হোসেন সরকার নয়ন ঈদ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি’র ছবি সম্বলিত ঈদূল ফিতরের শুভেচ্ছা জানানো একটি পোস্টার বিভিন্ন এলাকায় লাগিয়ে দেন। কিন্তু রাতে কে বা কারা সেই পোস্টার ছিড়ে ফেলে। এতে নয়ন ক্ষুব্ধ হলে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি মামলা চলে আসা কোহিনুর গং তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।


পরে এলাকাবাসী বিষয়টি সাময়িক মিটমাট করলেও এখনো উভয় পক্ষের মধ্যে চলছে চরম ক্ষোভ ও উত্তেজনা।


নয়নের দাবি, তার পোস্টার কোহিনুর গং ছিড়েছে। অপরপক্ষে কোহিনুর বেগম দাবি করেন, আমি কেনো তার পোস্টার ছিড়তে যাবো? ওর পোস্টার ওই নিজেই ছিড়ে আমাদের দোষ দিচ্ছে।


এদিকে এলাকাবাসী বলছেন এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।


বিষয়টি নিয়ে কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

admin June 11, 2019

লম্বা সময় অপেক্ষা করেও কোনো লাভ হয়নি। সাউথ্যাম্পটনে শেষ হাসি হেসেছে বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ইনিংসের অষ্টম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা সোয়া চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।


এবারের আসরে এ নিয়ে দুটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। এর আগে গত শুক্রবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে সম্ভব হয়নি টস।


ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারে ২১ রানে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারে প্রোটিয়ারা। টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের আশায় এবার জল ঢেলে দিল বৃষ্টি।


বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস:


[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]

[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]

[/accordion]
[/accordions]

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করা ক্যারিবিয়ানরা নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের হার মানতে হল বৃষ্টির কাছে।


সাউথ্যাম্পটনের হ্যাম্পশায়ার বৌলে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শেলডন কটরেলের ছোবল শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন হাশিম আমলা। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরেন এইডেন মারক্রাম।


বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার সময় ৭ ওভার ৩ বলে ২ উইকেটে ২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।


সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা: ৭.৩ ওভারে ২৯/২ (ডি কক ১৭*, আমলা ৬, মারক্রাম ৫, দু প্লেসি ০*; কটরেল ৪-১-১৮-২, রোচ ৩-০-১০-০, টমাস ০.৩-০-১-০)


ফল: বৃষ্টিতে পরিত্যক্ত

অনির্দিষ্টকালের ধর্মঘটে কুড়িগ্রামের মাছ ব্যবসায়ীরা

admin June 11, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
মাছ ব্যবসায়ীদের পুর্ণবাসন না করে কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে ব্যবসায়ীরা।


সোমবার সকাল থেকে জিয়া বাজারের ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ করে দিয়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।


এসময় তারা জানায়, নিয়মনীতি মেনে পৌর কর্তৃপক্ষকে টাকা জমা দিলেও পুর্ণবাসন না করে ঢালাওভাবে ভবনটি ভাঙ্গার কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। এ অবস্থায় আমরা অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ করে দিয়েছি।




[caption id="" align="aligncenter" width="720"]কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার কাজ করছেন শ্রমিকরা। কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার কাজ করছেন শ্রমিকরা।[/caption]

 

কুড়িগ্রাম জিয়া বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ন চন্দ্র দাস জানান, প্রথমত পৌরসভার মেয়র আমাদের মাছ ব্যবসায়ীদের নিকট টাকা নিয়ে পজিশন বরাদ্দের কাগজ দিয়ে তারপর ভবন ভাঙ্গার কথা ছিল। কিন্তু তিনি টাকা নিয়েছেন সেডের পজিশনের কাগজ না দিয়েই ভবন ভাঙ্গার কাজ শুরু করেছেন।


দ্বিতীয়ত এখানকার ব্যবসায়ীদের আলাদা কোন জায়গায় বসার ব্যবসস্থা না করে দিয়েই ভবন ভাঙ্গছেন। এতে করে ভবন ভেঙ্গে ফেলে নতুন সেড তৈরি না করা পর্যন্ত আমাদের ব্যবসা গুটিয়ে বসে থাকতে হবে। এজন্যই আমরা জিয়া বাজারে মাছ বিক্রি বন্ধে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছি। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। আমরা সংখ্যালঘু বলেই মেয়র আমাদের সাথে এমন আচরন করছে।


এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ জানান, ওই ভবনে যারা ব্যবসা করে তাদেরকে আপাতত মাছ বিক্রির কোন ব্যবস্থা না করে ভবনটি ভাঙ্গা ঠিক হবে না। বিষয়টি আমরা পৌর মেয়রকেও অবগত করেছি।


কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল জানান, জিয়া বাজারের ঐ ভবনটি মেয়াদ উত্তীর্ন হওয়া ভেঙ্গে নতুন সেড তৈরি করা হবে। মাছ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য আপাতত টিনের চালা করে তাদের সাময়িক বসার ব্যবস্থা করে দেয়া হবে। সেড নির্মাণের পর বিধি মোতাবেক ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেয়া হবে।

নাগেশ্বরীর দুধকুমর নদে সেতুর দাবিতে মানববন্ধন

নাগেশ্বরীর দুধকুমর নদে সেতুর দাবিতে মানববন্ধন

admin June 11, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর আনছারহাট দিয়ে দুধকুমর নদে সেতুর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।


দুধকুমর নদ ভাঙ্গন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির ব্যনারে সোমবার বিকেলে নাগেশ্বরী উপজেলা গেটের সামনে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।


এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, প্রভাষক ইয়াকুব আলী সরকার, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি রবিউল আলম, দুধকুমর নদ ভাঙ্গন প্রতিরোধ ও সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতিক হাসান রাজা, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম রাজু, নাজিমুল ইসলাম বাবু, শফিকুল আলম আজাদ রাজ, আতাউর রহমান রাজু, শাহীনুর রহমান শাহীন প্রমূখ।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৪২ জন, দুর্ঘটনা ৯৫টি

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৪২ জন, দুর্ঘটনা ৯৫টি

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদুল ফিতরের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ৩২৪ জন আহত হয়েছেন। ৩০ মে বৃহস্পতিবার থেকে ৯ জুন রবিবার পর্যন্ত ১১ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘটিত ৯৫টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।


সোমবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ঈদ যাতায়াত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা ছাড়া সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার সড়ক ও নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জনগণ প্রত্যাশিত সেবা পায়নি।


বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণ, অনলাইন নিউজপোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার সড়ক-মহাসড়কে বড় ধরনের যানজট ছিল না। নৌ ও রেলপথ ছিল দুর্ঘটনামুক্ত। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপনা ভালো থাকায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল নিরবিচ্ছিন্ন ছিল। এর ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগও ছিল স্বাভাবিক।


প্রতিবেদনে আরও বলা হয়, ঈদ-সার্ভিসে পর্যাপ্তসংখ্যক লঞ্চ থাকায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে উপকূলীয় জেলাগুলোর সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক ও যাত্রীভোগান্তি কম ছিল। তবে এক শ্রেণির নৌ শ্রমিক ও কর্মচারিরা ডেকের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।


অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যা ও ঈদ-যাত্রার প্রথম দিন থেকে দূরপাল্লার অনেক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কারণে অগণিত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ঈদের আগে ঢাকা-মাওয়া, ঢাকা-পাটুরিয়া ও ঢাকা-ময়মনসিংহসহ দূরপাল্লার বিভিন্ন সড়কে মাত্রাতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ করা যায়নি। ঈদ-ফেরত যাত্রীদের কাছ থেকেও একইভাবে বাড়তি ভাড়া আদায় করা হলেও তা বন্ধ করতে পারেনি প্রশাসন। এমনকি লঞ্চ ও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনও বন্ধ করা সম্ভব হয়নি।


এছাড়া ঈদের ছুটিতে রাজধানীর মধ্যে চলাচলরত বাস ও অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করেছে। উবার ও পাঠাও’র মতো রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাত্রী বহনকারি কোম্পানিগুলোও ঈদ-ছুটিতে তাদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছিল বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।

অর্থপাচার মামলায় সাবেক পাক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

অর্থপাচার মামলায় সাবেক পাক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার করা হয়েছে। অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় তাকে গ্রেফতার করা হয়। দেশটির হাইকোর্টে জামিন আবেদন বাতিল হওয়ার পরই সোমবার ইসলামাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর ডন ও জিয়ো নিউজের।


ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB) -এর দায়ের করা মামলায় এর আগে হাইকোর্ট আসিফ আলি জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের জামিন আবেদন বাতিল করেছিল।


সোমবার দুপুরের পর জারদারিকে গ্রেফতারের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা পুলিশের বিশেষ স্কোয়াড নিয়ে জারিদারি হাউসে পৌঁছান।


এ সময় জারদারি হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি সড়কসহ মূল সড়কটিও এ সময় পুলিশ বন্ধ রাখে।


জারদারি হাউসে পৌঁছার পর ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা জারদারির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা দেখালে জারদারি গ্রেফতারে সম্মতি প্রদান করেন।


এ মুহূর্তে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা গ্রেফতারের পর আসিফ আলি জারদারিকে রাওয়ালপিন্ডির সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যাচ্ছেন।


এর আগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের এ মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।


আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

দাদনের টাকা পরিশোধে ব্যর্থ: জেলেকে শিকলে বেঁধে নির্যাতন (ভিডিওসহ)

দাদনের টাকা পরিশোধে ব্যর্থ: জেলেকে শিকলে বেঁধে নির্যাতন (ভিডিওসহ)

admin June 10, 2019

বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ট্রলার মাঝি জাকির হোসেনের বিরুদ্ধে জসিম নামে এক জেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার জেলে পল্লী হাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম ওই এলাকার বাসিন্দা।


জেলে জসিম বলেন, ‘চার মাস আগে পাথরঘাটার নজরুলের মালিকানাধীন ট্রলারের জেলে হিসেবে সাগরে মাছ ধরতে ৮ হাজার টাকা দাদন নিয়েছি। মৌসুমের শুরুতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ট্রলারের মাঝি জাকির সাগরে যেতে তাগিদ দেন। কিন্তু এতে আমি রাজি হইনি।’


তিনি আরও বলেন, ‘রোববার সকালে বাজারে গেলে ট্রলারের মাঝি জাকির হোসেনের সঙ্গে আমার দেখা হয়। এ সময় জাকির আমাকে তার ট্রলারের কাছে নিয়ে যান। জাকির টাকা ফেরত চাইলে আমি ১৫ দিন সময় চাই। কিন্তু সময় না দিয়ে আমাকে মারধর করে অন্যান্য জেলেদের সহায়তায় শিকল দিয়ে বেঁধে রাখে।’


‘সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শিকলে আটকে রেখে নির্যাতন করা হয়। খবর পেয়ে ট্রলার মালিকের ছোট ভাই আল-আমিন ঘটনাস্থলে পৌঁছে আমাকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান’ বলেও জানান জসিম।


এ ব্যাপারে অভিযুক্ত মাঝি জাকির হোসেন বলেন, ‘জসিম আরও কয়েকটি ট্রলারের দাদন নিয়েছে। আমাদের টাকা ফেরত চাইলে তা ফেরত না দিয়ে গা ঢাকা দিয়ে থাকে। দীর্ঘদিন পর তার দেখা পেলে তাকে ট্রলারের স্টাফদের কাছে রেখে আমি বাড়িতে যাই। পরে কে বা কারা জসিমকে শিকলে বেঁধেছে আমি জানি না।’


ট্রলার মালিক নজরুল ইসলাম বলেন, ‘মৌসুমে মাঝির দায়িত্বেই ট্রলার মাছ শিকারে যায়। জেলে জোগাড় ও দাদন দেওয়াসহ জেলেদের সব দায়িত্ব থাকে মাঝির ওপর। জসিমকে শিকলে বেঁধে রাখার ঘটনা শুনে তাৎক্ষণিক আমার ছোট ভাইকে পাঠিয়ে জসিমকে মুক্ত করে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি। মাঝি জাকির যে ঘটনা ঘটিয়েছে জেলে সমিতির মাধ্যমে এর বিচার হবে।’


বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিনের মৎস্য অবরোধের কারণে উপকূলীয় হাজার হাজার জেলে বেকার হয়ে পড়েছে। দাদনের টাকা নিয়ে পাথরঘাটায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।


বরগুনা জেলে সমিতির সাধারণ সম্পাদক দুলাল মাঝি বলেন, ‘জেলে সমিতিতে ভুক্তভোগী জেলে অভিযোগ করলে তদন্ত করে মাঝির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


[embed]https://youtu.be/-t3UG7etkSo[/embed]
ভূরুঙ্গামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

ভূরুঙ্গামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

admin June 10, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের হাতে ছাত্রলীগ ও মোটর শ্রমিক লীগের ২ নেতা লাঞ্ছিতের ঘটনায় শ্রমিক ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে দশ জনের অধিক পথচারী ও শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আর এঘটনায় দাঙ্গা পুলিশের ৫ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় জয়মনিরহাট থেকে আসামি নিয়ে এএসআই আমিনুল ইসলাম থানায় আসছিলেন। পথে বাসস্ট্যান্ডের ঝর্ণা মার্কেটের সামনে জ্যামে পড়েন। এ সময় পুলিশ সাইড চাইলে জ্যামে আটকা পড়া ব্যক্তিরা অপরাগতা প্রকাশ করে। এ সময় পুলিশের এএসআই আমিনুল ইসলাম উত্তেজিত হয়ে ভ্যানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা সদর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি আবিদ আহম্মেদকে কিল ঘুষি মারে।


এ সময় উপস্থিত জনতা এর তীব্র প্রতিবাদ জানায় এবং পুলিশকে ঘিরে ফেলে। এ সময় মোটর শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করে পুলিশ। এ ঘটনায় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতা ও শ্রমিকের সংঘর্ষ বাঁধে।


এদিকে পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খরব থানায় পৌঁছুলে পুলিশ সদস্যের ১৫/১৬ জনের একটি দল থানাগেট থেকে এলোপাথারী লাঠিচার্জ ও ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থলে পৌঁছে। এতে কয়েক শত পথচারী, বাসের যাত্রীসহ শ্রমিক লাঠিচার্জের শিকার হয়।


এদিকে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে ১০জনের অধিক মানুষ আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন, আব্দুল কাদের (২৫), জাবেদ আলী (৬০), হানিফ (৩২),বাবু (২৮), সুকান্ত (২১) , মানিক(৩০), মুকুল (৩০), আব্দুর রহমান (৫৫), সবুজ (২৬) ও রফিকুল ইসলাম।


অন্যদিকে ওসমান গণি নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে ওসি জানিয়েছেন। এদের মধ্যে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সায়েম।


এদিকে ঘটনার পরপরই শ্রমিকরা ঢাকাসহ স্থানীয় রুটের সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। পরে রাত ৮টার দিকে ওসি ইমতিয়াজ কবিরের উপস্থিতিতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের মধ্যস্থায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ১২ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করার আশ্বাস দিলে সমঝোতা হয় বলে জানিয়েছে মোটর শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান।


এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ভুল বোঝাবুঝির কারণে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় জড়িত দাঙ্গা পুলিশের ৫ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত করে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একাদশে ভর্তির ফল প্রকাশ

একাদশে ভর্তির ফল প্রকাশ

admin June 10, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।


১০ জুন প্রথম প্রহরে বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছু আগেই রোববার (৯ জুন) রাত ৮টা থেকে ওয়েবসাইট খুলে দেয়া হয়েছে। ভর্তিচ্ছুরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাচ্ছেন।


ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টা থেকে মনোনীত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হচ্ছে। ওয়েবসাইটেও ফল দেয়া আছে।


‘যারা এসএমএস পেয়েছেন তারা এখনই ফল দেখতে পারবেন। আর রাত ১২টা থেকে সবাই ফল দেখতে পারবেন।’


ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল দেখা যাবে। আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই সে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে তা জানতে পারবেন। মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তিচ্ছুদের ফল জানানো হবে।


ভর্তির জন্য মনোনয়ন পাওয়া কলেজের নাম সোমবার মধ্যরাতের পর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুদের জানিয়ে দেয়া হবে।



দেখুন ২০১৯ বিশ্বকাপ ম্যাচগুলোর হাইলাইটস:


[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]

[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]

[/accordion]
[/accordions]

এ বছর এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু অভিযোগ উঠলেও কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ।


প্রথম দফায় মনোনীতদের ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পাড়লে মনোনয়ন বাতিল হয়ে যাবে। তার আবেদনটিও বাতিল হয়ে যাবে।


গত ২৩ মে শেষ দিন পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদরাসা বোর্ডের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির জন্য মোট আবেদন কারেন প্রায় ১৪ লাখ ভর্তিচ্ছু। এদের মধ্যে অনলাইনে আবেদন করেছে ১০ লাখ ৩৯ হাজারের বেশি এবং এসএমএসের মাধ্যমে ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভর্তিচ্ছুক। শুধু ঢাকা বোর্ডেই ৩ লাখ ৯৫ হাজারের বেশি ভর্তিচ্ছুক একাদশে ভর্তির আবেদন করেছেন।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-বাংলাদেশ ম্যাচ

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-বাংলাদেশ ম্যাচ

admin June 10, 2019
বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-সব লিংক

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-সব লিংক

admin June 10, 2019

কাউনিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও ছাত্র যুব ঐক্য পরিষদের কাউন্সিল

admin June 10, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ছাত্র যুব ঐক্য পরিষদ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকালে কাউনিয়া মহিলা কলেজে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদ শাখার সম্মেলন জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি প্রহলাদ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বনমালী পাল।


এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মন, জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি সুব্রত সরকার মুকুল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ হেমন্ত বর্মন, সহ-সভাপতি শ্যামল কুমার রায়, প্রচার সম্পাদক সঞ্চয় রায়, দেবত্তর সম্পদ বিষয়ক সম্পাদক দূর্গা সিংহ, কার্যকারী সদস্য শরণ কুমার রায় প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠ্রান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।



দ্বিতীয় অধিবেশনে সর্বস্মতিক্রমে জীবন কুমার সিংহকে সভাপতি ও মানিক চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমল সরকার টিপু।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three