দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

admin June 11, 2019

লম্বা সময় অপেক্ষা করেও কোনো লাভ হয়নি। সাউথ্যাম্পটনে শেষ হাসি হেসেছে বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ইনিংসের অষ্টম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা সোয়া চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।


এবারের আসরে এ নিয়ে দুটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। এর আগে গত শুক্রবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে সম্ভব হয়নি টস।


ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারে ২১ রানে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হারে প্রোটিয়ারা। টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের আশায় এবার জল ঢেলে দিল বৃষ্টি।


বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস:


[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]

[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]

[/accordion]
[/accordions]

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করা ক্যারিবিয়ানরা নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের হার মানতে হল বৃষ্টির কাছে।


সাউথ্যাম্পটনের হ্যাম্পশায়ার বৌলে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শেলডন কটরেলের ছোবল শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন হাশিম আমলা। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরেন এইডেন মারক্রাম।


বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার সময় ৭ ওভার ৩ বলে ২ উইকেটে ২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।


সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা: ৭.৩ ওভারে ২৯/২ (ডি কক ১৭*, আমলা ৬, মারক্রাম ৫, দু প্লেসি ০*; কটরেল ৪-১-১৮-২, রোচ ৩-০-১০-০, টমাস ০.৩-০-১-০)


ফল: বৃষ্টিতে পরিত্যক্ত

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three