কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার কুটিরপাড়া এলাকার যুবলীগ নেতা ফরহাদ হোসেন সরকার নয়ন ঈদ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি’র ছবি সম্বলিত ঈদূল ফিতরের শুভেচ্ছা জানানো একটি পোস্টার বিভিন্ন এলাকায় লাগিয়ে দেন। কিন্তু রাতে কে বা কারা সেই পোস্টার ছিড়ে ফেলে। এতে নয়ন ক্ষুব্ধ হলে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি মামলা চলে আসা কোহিনুর গং তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে এলাকাবাসী বিষয়টি সাময়িক মিটমাট করলেও এখনো উভয় পক্ষের মধ্যে চলছে চরম ক্ষোভ ও উত্তেজনা।
নয়নের দাবি, তার পোস্টার কোহিনুর গং ছিড়েছে। অপরপক্ষে কোহিনুর বেগম দাবি করেন, আমি কেনো তার পোস্টার ছিড়তে যাবো? ওর পোস্টার ওই নিজেই ছিড়ে আমাদের দোষ দিচ্ছে।
এদিকে এলাকাবাসী বলছেন এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
বিষয়টি নিয়ে কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।