বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

admin May 22, 2019

বগুড়া প্রতিনিধি:
পৈত্রিক সম্পত্তির দখল বুঝে নিতে বোন নাসিমা বেগমের ওপর ক্ষুব্ধ হন তার আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে শুরু হয় দুই বোনের মধ্যে বাকবিতণ্ডা।


এক পর্যায়ে আঞ্জুয়ারা বেগমের ছেলে রাজু আহমেদ (ভাগ্নে) খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।


মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


পরে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।


শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাউনিয়ায় বালাপাড়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

কাউনিয়ায় বালাপাড়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

admin May 21, 2019
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।

ইউপি চেয়ারম্যান আনছার আলী’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন এলজিএসপি-৩ রংপুরের জেলা ফ্যাসিলেটর নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।

এছাড়াও ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ৫ কোটি ৯৫ লক্ষ ৭৬ হাজার ৪ শত ৪০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আকরাম হোসেন।

বাজেট সভায় চলতি অর্থবছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।
বিএনপির সংরক্ষিত আসনের মনোনয়ন জমা দিলেন ফারহানা

বিএনপির সংরক্ষিত আসনের মনোনয়ন জমা দিলেন ফারহানা

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির জন্য নির্ধারিত এই সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সবকিছু ঠিক থাকলে একটি আসনে একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রুমিন।


সোমবার দুপুর সোয়া একটায় নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।


রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, তফসিল অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির জন্য সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামীকাল মঙ্গলবার। ২৮ মে এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর কোনো প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা না দিলে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হবেন।


ইসি সচিব বলেছেন,‘রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে গেজেট প্রকাশ করা হবে।’


ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।


গত মাসে একাদশ জাতীয় সংসদে যোগ দিয়েছে বিএনপি। নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে দলটি। ফলে তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এই পদে প্রতিযোগী অনেক থাকলেও নারী এমপির তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।


মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় আজ কারাগারে। দল আমার ওপর যে আস্থা রেখেছে বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা- এটি যেন এমপি হয়ে করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।


একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেওয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। মনোনয়ন দৌড়ে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীর সম্ভাবনাও জোরালো ছিল। তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।


একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

admin May 21, 2019

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রতন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া কাঁটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।


জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে রতন দৌড়ে আওয়ামী লীগ অফিসে আশ্রয় নিলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়।


রতনকে গুরুতর আহত অবস্থায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ এনায়েতুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে নিরাপত্তায় জাতীয় কমিটির ১২ দফা সুপারিশ

সড়কে নিরাপত্তায় জাতীয় কমিটির ১২ দফা সুপারিশ

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে ঘরমুখি মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ১২ দফা সুপারিশ উত্থাপন করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।


সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই সুপারিশ উত্থাপন করেন। সাম্প্রতিক বছরগুলোতে ঈদ-যাতায়াত পরিস্থিতির আলোকে সুপারিশগুলো তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।


সুপারিশসমূহ হলো- দুর্ঘটনা রোধে সারাদেশে রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিটবিহীন সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সকল টার্মিনাল ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ। বাসের ছাদে, ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন বন্ধে জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।


সারাদেশে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সকল জেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্তকরণ। অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি বন্ধে আইনের যথাযথ প্রয়োগ। দূরপাল্লার সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও বেআইনিভাবে ওভারটেকিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। জাল লাইসেন্সধারী ও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো ও চলন্ত অবস্থায় চালকদের মুঠোফোন ব্যবহার বন্ধে জেলা ও পুলিশ প্রশাসনকে ক্ষমতা প্রদান।


জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে অটোরিকশা, ইজিবাইকসহ তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের অন্য জেলাগুলোর নির্বিঘ্ন সড়ক যোগাযোগের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নিরবিচ্ছিন্ন ফেরি ও লঞ্চ চলাচল নিশ্চিতকরণ।


ঈদের আগে শিমুলিয়া ও পাটুরিয়া এবং ঈদের পরে কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া ফেরিঘাটে সাতদিন করে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা পরিচালনা। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া ও ঢাকা-সিলেট মহাসড়কের দুঃসহ যানজট রোধে সড়ক-সংলগ্ন অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ। সকল আন্তঃজেলা রুটের নৈশবাস ছাড়ার আগে যাত্রীদের ভিডিওচিত্র ধারণ করে তা সংরক্ষণ।


বিবৃতিতে জাতীয় কমিটির নেতারা জননিরাপত্তার স্বার্থে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ১২ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চলতি বছরের হজের টিকিট বিক্রি শুরু

চলতি বছরের হজের টিকিট বিক্রি শুরু

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
চলতি বছরের হজযাত্রীদের জন্য টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বিমানের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট শুরুর পর ৩২ দিনে মোট ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি। প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। আবার ১৭ আগস্ট থেকে শুরু হবে ফিরতি হজ ফ্লাইট। শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এবার হজ ফ্লাইটের জন্য নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।


জানা যায়, এ বছর হজের উদ্দেশ্যে রওনা দেবেন মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। এ বছর ঢাকা থেকে মদীনায় ১১টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদীনায় ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি ঢাকা থেকে জেদ্দায় ১২৬টি ফ্লাইট পরিচালনা করা হবে।


এবারে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত কোনো স্লট দেবে না বলে জানিয়েছে সৌদি সরকার। এর ফলে অতিরিক্ত স্লটের জটিলতা এড়াতে এ বছর যাত্রীদের হজ ফ্লাইটের যাত্রা বাতিল বা সময় পরিবর্তনে জরিমানার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বিমান। এ ক্ষেত্রে যাত্রা বাতিল করতে হলে ৩৫০ ইউএস ডলার বা ২৯ হাজার টাকা ও যাত্রা তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সময় ভেদে ২শ থেকে ৩শ ডলার বা ১৬ থেকে ২৫ হাজার পর্যন্ত টাকা দিতে হবে।

কৃষকদের থেকে ধান কিনে চাল আমদানি বন্ধের সুপারিশ

কৃষকদের থেকে ধান কিনে চাল আমদানি বন্ধের সুপারিশ

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কৃষকের স্বার্থসংরক্ষণে সরাসরি তাদের কাছ থেকে ধান ক্রয় ও চাল আমদানি বন্ধের সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে স্বচ্ছতার সঙ্গে ধান সংরক্ষণ করার সুপারিশও করা হয়।


কমিটির সদস্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধীরেন্দ্র দেবনাথ শমভু, মো. আয়েন উদ্দিন এবং আতাউর রহমান খান অংশগ্রহণ করেন। সভায় খাদ্যে ভেজাল প্রতিরোধে ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শক্তিশালীকরণে লোকবল বৃদ্ধি এবং প্রতিটি জেলায় এর কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পাকিস্তান থেকে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।


জানা গেছে, বাংলাদেশি কূটনীতিক ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়াতে ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ মেয়াদ বাড়াতে অস্বীকার জানায়। এরই প্রতিক্রিয়ায় বাংলাদেশ জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিল। ইকবাল হোসাইন গত জানুয়ারি মাসে আবেদনটি করেছিলেন।

বিয়ে নিয়ে বেশ জটিলতায় নায়লা!

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বল্প বসনের খোলামেলা একটি মুখচ্ছবি। পর্দায় এই গ্লামার গার্লের রগরগে উপস্থিতি দেখে কেউ তাকে বলেন, ‘হটকেক’ কেউ বা আবার বাংলার ‘সানি লিওন’ বলে মন্তব্য করেন।




[caption id="" align="alignleft" width="289"]নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি। নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি।[/caption]

কারণ নায়লা নাঈমই একমাত্র সেলেব্রেটি, যিনি কেবল আইটেম গানেই পারফর্ম করেন। তবে যেনতেন কিংবা গতানুগতিক আইটেম গানে নয়, বেছে বেছে এবং খ্যাতিমান পরিচালকদের ছবির গানে দেখা যায় তাকে। তবে পর্দায় ‘হট কেক’ কিংবা ‘চকোলেট গার্ল’ হিসেবে উপস্থিত হলেও বাস্তবের নায়লা আবার একেবারেই ভিন্ন।


নায়লা নাঈমকে অনেকে বাঁকা চোখে দেখলেও বাস্তবে তিনি অনেকটাই শালীন, সাবলীল, স্বল্পভাষী, বিনয়ী ও সাধারণ মানুষ। বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকেও। তিনি বলেন, ‘পর্দার সঙ্গে বাস্তব মেলানো কঠিন। আমাকে কে কিভাবে দেখেন জানি না। আসলে পর্দায় তো আর একজন অভিনেত্রীর বাস্তব জীবনের নামাজ রোজা-পর্দা এসব দেখানো হয় না। সেটাতো অভিনয়ের বিষয়। তবে, আমি সাধারণ একজন মানুষ। সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস, ধর্মকর্মের প্রতি আমারও সম্মানবোধ আছে।’


সম্প্রতি, রমজানে রুটিন চেঞ্জ হয়েছে তার। তিনি জানিয়েছেন, ন’বছর বয়সে প্রথম রোজা রাখার চেষ্টা করি। ১১ বছর বয়স থেকে নিয়মিত রাখি। আর এজন্যই রমজান আসলে রুটিনটা টোটালি চেঞ্জ হয়ে যায়। অফিস নিয়ে তো ব্যস্ততা আছেই। রোজা রেখে টায়ার্ড হয়ে যাই… নামাজ রোজা আর অফিস নিয়েই এখন ব্যস্ত।




[caption id="" align="alignright" width="317"]নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি। নায়লা নাঈমের সাম্প্রদিক ছবি।[/caption]

ডেন্টাল হোম এর পর নতুন ব্যবসার সঙ্গে এখন রেস্টুরেন্ট ব্যবসা যুক্ত হয়েছে। চেম্বার আর রেস্টুরেন্ট একই এলাকায়। খিলগাঁওয়ে। অবশ্য রেস্টুরেন্ট কয়েকজন বন্ধু দেখা-সোনা করেন। এটা যৌথ ব্যবসা।


বিয়ে প্রসঙ্গে আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘সোজাসাপ্টা ভাবে বলতে গেলে বিয়ে নিয়ে আমার কমপ্লেক্স রয়েছে। বিয়ের করবো কি না, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তাছাড়া একটা ছেলে এসে আমার সঙ্গে খাপ খাওয়াবে কীভাবে সেটা একটা বিষয়। কেননা আমি তো নানান কাজে ব্যস্ত থাকি। এই যে আমার চেম্বার, রেস্টুরেন্ট, শোবিজ অঙ্গন এছাড়াও আমার কতগুলো পোশাপ্রাণী রয়েছে, যাদের পেছনে আমাকে অনেক সময় দিতে হয়। এছাড়া রয়েছে পরিবার, মা-বাবা। এতোকিছুর পরে স্বামীকে সময় কীভাবে দেব?। তবে স্থির হতে হবে, আরেকটু সময় নেব।’


প্রসঙ্গত, নায়লার পরিবারে রয়েছে শুধু মা-বাবা আর এক ভাই। ভাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে এখন জার্মানিতে।

বালিশ কাণ্ড: আদালতে ব্যারিস্টার সুমনের রিট

বালিশ কাণ্ড: আদালতে ব্যারিস্টার সুমনের রিট

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
পাবনায় নির্মাণাধীন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় আসবাবপত্র কেনাকাটা এবং সেগুলোর বহন খরচ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইছে। এবার এ নিয়ে আদালতের দারস্থ হয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি আদালতের অবস্থান ও জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করার লক্ষ্যে আদালতে এ রিট আবেদন করেছেন।


এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, আজ সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর বেঞ্চে এ বিষয়ে শুনানি হবার কথা রয়েছে।


তিনি বলেন, রূপপুর প্রকল্পে দুর্নীতির আসবাবপত্রের অস্বাভাবিক মূল্যসহ সার্বিক বিষয়ে দেখেছি তা মেনে নেয়া কঠিন। একটি বালিশের মূল্য ধরা হয়েছে ৬ হাজার টাকা। তা বিল্ডিংয়ের ওপরে ওঠাতে খরচ ধরা হয়েছে ৭৬০ টাকা। তাই আদালতকে আমরা এটি জানিয়েছি যাতে এটির বিচার বিভাগীয় একটি তদন্ত থাকে।


এদিকে রূপপুর প্রকল্পের এসব দুর্নীতি বিষয়ে তদন্ত করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদফতর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পৃথক এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব প্রকার বিল বন্ধ রাখার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার বিকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতি বলা হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় হতে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তর হতে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সকল প্রকার পেমেন্ট বন্ধ রাখার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় হতে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।


পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরো বলা হয়, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন ছয়টি ভবনে আসবাবপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলন প্রণয়নপূর্বক ছয়টি প্যাকেজে ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়। প্যাকেজসমূহের প্রতিটির ক্রয়মূল্য ৩০ কোটি টাকার নিম্নে প্রাক্কলন করায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক অনুমোদন ও ঠিকাদার নিয়োগ করা হয়। এক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলন প্রণয়ন, অনুমোদন ও ঠিকাদার নিয়োগে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।’


‘ওই কাজের বিপরীতে এখনো ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়নি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’


নির্মিত ভবনে আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে কেজিখানেক ওজনের একটি বৈদ্যুতিক কেটলি নিচ থেকে ফ্ল্যাটে তুলতেই খরচ ধরা হয় প্রায় তিন হাজার টাকা। একই রকম খরচ দেখানো হয়েছে জামা-কাপড় ইস্ত্রি করার কাজে ব্যবহৃত প্রতিটি ইলেক্ট্রিক আয়রন ওপরে তুলতে। প্রায় আট হাজার টাকা করে কেনা প্রতিটি বৈদ্যুতিক চুলা ফ্ল্যাটে পৌঁছে দিতে খরচ দেখানো হয় সাড়ে ছয় হাজার টাকার বেশি।


এছাড়া প্রতিটি শোয়ার বালিশ ভবনে ওঠাতে খরচ দেখানো হয় ৮০০ টাকা করে। আর একেকটি ওয়াশিং মেশিন ওঠাতে খরচ দেখানো হয় ৩০ হাজার টাকারও বেশি। এভাবে ওয়াশিং মেশিনসহ অন্তত ৫০টি পণ্য ওঠাতে খরচ দেখানো হয় ক্রয়মূল্যের প্রায় অর্ধেক, কোনো কোনোটিতে ৭৫ শতাংশ। অস্বাভাবিক এই অর্থ ব্যয় কেবল ভবনে ওঠানোর ক্ষেত্রেই নয়, আসবাবপত্র কেনার ক্ষেত্রেও দেখানো হয়।

খোলামেলা আলোচনায় মোনালিসা

খোলামেলা আলোচনায় মোনালিসা

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
বছর খানেক আগে ওয়েব সিরিজে উমা বৌদি হয়ে ব্যাপক সাড়া ফেলেন অভিনেত্রী স্বস্তিকা। কিন্তু সিজন-২ তে সেই জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীলেখার। সেই আশাতেই ছিলেন সবাই। হঠাৎই রাতারাতি ‘বৌদি’ বদল হয়।


প্রোমো প্রকাশের পর থেকেই আলোড়ন ফেলে দেন নতুন বৌদি মোনালিসা। খুব অল্পদিনেই নজর কাড়েন এই বৌদি। কার্যত হার্টথ্রব হয়ে ওঠেন সমস্ত পুরুষদের। বিগ বস ১০-এ ছিলেন এই মোনালিসা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি।


এদিকে সম্প্রতি একটি হিন্দি সিরিয়ালেও কাজ করছেন মোনালিসা, যা বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা থেকেই বহু পুরুষই তাকে ফলো করেন। ফেসবুক কিংবা টুইটারে তার ফলোয়ারের সংখ্যা অগণিত। আর সেখানে মোনালিসা মাঝেমধ্যে যা ছবি দেন তা শরীরে উষ্ণরাতে বইয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।


সম্প্রতি এমনই ছবি দিয়েছেন মোনালিসা। যেখানে সুইমিং পুলের ধারে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। লাল রঙা খোলামেলা পোশাকে আরো আবেদনময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরালও হয়ে যায়। সব মিলিয়ে এ ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় মোনালিসা।

কানে ঝলক দেখালেন হুমা

কানে ঝলক দেখালেন হুমা

admin May 21, 2019
অনলাইন ডেস্ক:
৭২তম কান চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিন ছিল রোববার। এবারের আসরে হলিউড তারকাদের পাশাপাশি বলিউডের বেশ ক’জন তারকা লালগালিচায় পা মাড়িয়েছেন। প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাউত ও দীপিকা পাডুকোনের পর কানে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা হুমা কোরাইশি।

‘দ্য গ্যাংস অফ ওয়াসিপুর’খ্যাত অভিনেত্রী হুমা দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। কালো রঙা গর্জিয়াস একটি গাউন পরে হাজির হন তিনি। এই পোশাকে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন তিনি।

পোশাকের সঙ্গে মিল রেখে হুমা তার গোলাপী ঠোঁটেও ভিন্ন মাত্রার প্রসাধনী ব্যবহার করেছেন।

এদিকে কয়েকদিন ধরে কান উৎসবে বলিউড তারকারা ছাড়াও রেড কার্পেটে হাজির হন হলিউডের পেনালোপ ক্রুজ, পেড্রো এলমনড্রাভার, আলেকজান্দ্রে গঞ্জালেস, নরা নাভাস, সেলেনা গমেজ, এন্টোনিও বেনডারাস, এমিলি বেকহ্যামসহ বেশ ক’জন তারকা। এবারের উৎসব শেষ হবে ২৫শে মে।
প্রেক্ষাগৃহে নয় ইউটিউবে পপির ‘দ্য ডিরেক্টর’

প্রেক্ষাগৃহে নয় ইউটিউবে পপির ‘দ্য ডিরেক্টর’

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
চিত্রনায়িকা পপির ‘দ্য ডিরেক্টর’ ছবিটির কাজ অনেক আগে শেষ হলেও সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে এবার ছবিটি ঈদে ‘সান বিডি টিউব’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। কামরুজ্জামান কামু পরিচালিত এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল।


পপি বলেন, অনেক বছর হলো এ ছবিতে কাজ করেছি। এ ছবিটি ঈদে ইউটিউবে মুক্তি পাবে বলে জেনেছি। ছবিটির কাহিনি ও গানগুলো সুন্দর। যেখানেই মুক্তি পাক না কেন ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে এরইমধ্যে পপি অভিনীত ‘দ্য ডিরেক্টর’ ছবির গান প্রকাশ হয়েছে।


ছবির নির্মাতা কামরুজ্জামান কামু জানিয়েছেন, দেশে এখন ছবি নির্মাণ করার চেয়ে মুক্তি দেয়াটা কঠিন। অনেক বাধা-বিপত্তি ও আন্দোলনের পর ‘দ্য ডিরেক্টর’ ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পাই। নানা কারণে প্রেক্ষাগৃহে তা মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই এটি ইউটিউবে মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।
‘দ্য ডিরেক্টর’ ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, সুইটি, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

মিলার বিরুদ্ধে মানহানীর মামলা

মিলার বিরুদ্ধে মানহানীর মামলা

admin May 21, 2019

অনলাইন ডেস্ক:
এবার পপ তারকা মিলা ইসলামের বিরুদ্ধে মানহানীর মামলা করলেন তার সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি। গত ২১ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানির অভিযোগে তিনি মামলাটি করেছেন।


জানা যায়, গত ১৬ এপ্রিল মিলা তার ফেসবুক পেজ থেকে সাবেক স্বামী পারভেজ সানজারি ও তার শ্বশুড়বাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ এনে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই মিলার বিরুদ্ধে মামলা করেন সানজারি।


ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ এর ২৫ (১) ক, ২৫ (৩), ২৯ (১) ও ২৯ (২) ধারায় এ মামলাটি হয়েছে। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা ইসলাম।


বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলা করেন তিনি। সবশেষে সংসার জীবনের ইতি টানেন মিলা।

জিপি-রবি-বাংলালিঙ্ককের ১৫ কোটি টাকা জরিমানা

জিপি-রবি-বাংলালিঙ্ককের ১৫ কোটি টাকা জরিমানা

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
মন্ত্রীসহ অনেকের নম্বর অন্যের কাছে বিক্রি করে দেওয়া এবং বায়োমেট্রিক্স ভেরিফিকেশনের মাধ্যমে সিম নিবন্ধনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে পাঁচ কোটি টাকা করে মোট ১৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


জরিমানা করার সিদ্ধান্ত গত ৪ মার্চ অনুষ্ঠিত সংস্থাটির ২২৪তম সভায়ই হয়েছিল। তবে জরিমানার পরিমাণ নির্ধারণ করতে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করায় বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ২২৬তম সভায় এই জরিমানার পরিমাণ চূড়ান্ত করা হয়।


বৈঠক পরবর্তী বিটিআরসি থেকে তিন মোবাইল ফোন অপারেটারকে পৃথক চিঠিতে ওই অর্থদণ্ডের নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে মোবাইল অপারেটরগুলোকে গ্রাহকদের ডাটাবেজ ব্যবহারে আরও শতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেয়া হয়। কোনভাবেই যাতে একজনের নাম পরিচয় ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করতে না পারে সে নির্দেশনাও দেয়া হয়েছে।


বিটিআরসির সভায় শাস্তির প্রস্তাব করে বলা হয়, অপারেটর দুটি তাদের প্রতি ইস্যু করা থ্রিজি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-৪৯ এবং ৪-জি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-৩৭-এর শর্তাবলি লঙ্ঘন করেছে।


মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে উদ্বেগজনক এসব অভিযোগ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলেছে, সরকারের নির্দেশনা লঙ্ঘন করে অপারেটরগুলো এমন কিছু করছে, যা রাষ্ট্র ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অপারেটরদের কর্মকাণ্ডে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


জানা গেছে, গ্রাহকদের অভিযোগ পেয়ে বিটিআরসি গত ২৭ জানুয়ারি রবির কাছে ই-মেইলে তিনটি মোবাইল ফোন নম্বরের নিবন্ধন ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। রবি ওই দিনই বিটিআরসিকে ই-মেইলে এ বিষয়ে তথ্য জানালেও দুটি নম্বরের বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়। এ ছাড়া ওই সিমের নিবন্ধনের তথ্য সেন্ট্রাল বায়োমেট্রিকস ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে (সিবিভিএমপি) দেওয়া হয়নি।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলামও এর ভুক্তভোগী। তাঁদের ‘প্রিমিয়াম’ মোবাইল ফোন নম্বর অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বিটিআরসি ব্যাখ্যা চাইলেও সংশ্লিষ্ট অপারেটর বাংলালিংক গড়িমসি করে, মিথ্যারও আশ্রয় নেয়।


বাংলালিংকের দুই গ্রহক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের বায়োমেট্রিক ডাটাবেজ ব্যবহার করে অন্য গ্রহকের সিম নিবন্ধনের বিষয়টি বিটিআরসির নজরে আসে।


গত বছরের ২২ অক্টোবর শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিটিআরসির কাছে অভিযোগ করেন, তার নাম্বারের একটি সিম অবৈধভাবে অন্য এক গ্রাহক ব্যবহার করছে। এ ব্যাপারে তিনি বাংলালিংকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে অপারেটরটি ওই অনিয়মের কথা স্বীকার করে। তবে এসব অনিয়মের জন্য তারা সেলস এজেন্টকে দায়ি করেছে।


আর গ্রামীণফোন একটি বিশেষ নম্বর (শেষ আটটি ডিজিট একই নম্বরের) সম্পর্কে সিবিভিএমপি সার্ভারে ২০১৬ সালের বাল্ক মাইগ্রেশন তথ্য ছাড়া আর কোনো তথ্য নেই। কিন্তু অপারেটরের তথ্য অনুসারে ওই নম্বরটির মালিকানা ২০১৭ সালের ১১ নভেম্বর পরিবর্তন হয়েছে। এ বিষয়ে বিটিআরসির নির্দেশনা অনুসরণ করা হয়নি। বিটিআরসিকে না জানিয়ে গত বছর ১ জুলাই ও ৫ নভেম্বর ওই নম্বর বা সিমটির মালিকানা পরিবর্তন করা হয়েছে।


রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিধানের স্বার্থে বিটিআরসি এই তিন অপারেটরকে ৫ কোটি করে মোট ১৫ কোটি টাকা জরিমানা করেছে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে মোবাইল সিম কেনার ক্ষেত্রে বায়োমেট্রিক নিবন্ধন বধ্যতামূলক করে সরকার। তবে এর পর থেকেও সিম নিয়ে জালিয়াতি কমেনি। এ বিষয়ে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আগামীকাল থেকে শুরু বিআরটিসির অগ্রিম টিকিট

আগামীকাল থেকে শুরু বিআরটিসির অগ্রিম টিকিট

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সোমবার থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলবে। রোববার বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া একথা জানিয়েছেন। একইদিন সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই তথ্য জানান।


বিআরটিসি জানায়, সোমবার সকাল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে ঈদের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে এবং ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ভারত থেকে আনা নতুন দেড়শ বাসসহ এক হাজার ৮৯টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে সারাদেশে চলাচল করবে।


রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাস, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে।


বিআরটিসি’র মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা থেকে নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট।


তিনি আরো জানান, এছাড়াও গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে গৌরিপুর, টঙ্গী-মাওয়া, চট্টগ্রাম, সিলেট রুট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট। অন্যদিকে, কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-কুমিল্লা, ঢাকা-বরুড়া রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুট। সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে সিলেট-তারাকান্দা রুট।


বিআরটিসির পক্ষ থেকে টিকেটসহ যে কোনো প্রয়োজনে যাত্রীদের মতিঝিল বাস ডিপো (০১৭১২২৮১১২১), কল্যাণপুর বাস ডিপো (০১৭১১৫৭৮৭৪৪), গাবতলী বাস ডিপো (০১৮১৮৪৮৫৩৮৮), জোয়ারসাহারা বাস ডিপো (০১৬১৯৪৫৭২৪৫), মিরপুর বাস ডিপো (০১৭৪০০৯৮৮৮৮), মোহাম্মদপুর বাস ডিপো (০১৭১২২২৪০৩৮), গাজীপুর বাস ডিপো (০১৮১৭৭৮২৮৬৬), যাত্রাবাড়ী বাস ডিপো (০১৭১১৩৯১৫১৪), নারায়ণগঞ্জ বাস ডিপো (০১৭১৬৬৮৪১৪৪), কুমিল্লা বাস ডিপো (০১৭৫৮৮৮০০১১) এবং নরসিংদী বাস ডিপো (০১৫৫৩৩৪৯৫৬৭) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

চাল আমদানি বন্ধের ঘোষণা দিলেন অর্থমন্ত্রীর

চাল আমদানি বন্ধের ঘোষণা দিলেন অর্থমন্ত্রীর

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানি করা হবে বলেও জানিয়েছেন তিনি।


রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় আগামী ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব প্রস্তাব হিসেবে অর্থমন্ত্রীর কাছে সুপারিশমালা প্রদান করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বছর দেশে লক্ষণীয়ভাবে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। বিষয়টি শুধু আমাদের বেলায়ই নয়, প্বার্শবর্তী দেশগুলোতেও খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। সে কারণে দেশের বাইরে খাদ্যশস্যের চাহিদা কম। সেখানে ডিমান্ড থাকলে আমরা রপ্তানি করতাম।


তিনি আরো বলেন, চলতি বছর ধান উৎপাদন বেশি হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে চাল রফতানি করতে পারি এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। এ বিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


মুস্তফা কামাল বলেন, আমরা সরকারিভাবেই চাল আমদানি বন্ধ করব। অবশ্যই রেস্ট্রিক্ট করব। মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার তাই করব। সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন।


ভর্তুকি দিয়ে সবজি রফতানি করায় সবজির উৎপাদন বেড়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, শুধু সবজি নয়, যে বছর যে পণ্য বেশি উৎপাদন হবে, সেগুলো রপ্তানি করব আমরা। তাহলে চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান হবে না। কৃষকরা ন্যায্য দাম পাবেন।


তিনি আরো বলেন, উৎপাদন করে যদি উৎপাদনের খরচই না পাওয়া যায়, তাহলে কৃষকরা নিরুৎসাহিত হবেন। এ বিষয়টি সরকারকে দেখতে হবে। উৎপাদন দেখতে হবে, উৎপাদনের জন্য সহায়ক যা আছে, এগুলোরও সমাধান দিতে হবে। এটা সরকারের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।


কৃষি যন্ত্রপাতির বিষয়ে মুস্তফা কামাল বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে কৃষি যন্ত্রপাতিগুলো দিই, সেগুলো নিতেও চায় না। আমরা অনেক ভতুর্কি দিয়ে দিতে চাই। জোর করে দেয়া লাগে। সবাইকে অবহিত করতে হবে, যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, তাহলে উৎপাদন বাড়বে। ব্যয়ও কমে যাবে। এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে।

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার দুপুরের কাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।


ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ভাটপাড়া বিধানসভা ভোট ঘিরে শুরু থেকে ছিল টানাটান উত্তেজনা। শনিবার রাতেও কাঁকিনাড়াতে অশান্তির খবর মেলে। তারই রেশ রোববার দুপুরের ঘটনা বলে মনে করা হচ্ছে।


জানা যায়, এদিন সকালে বুথ পরিদর্শনের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এরপরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বোমাবাজি। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কাজ করেছে।


তৃণমূল প্রার্থী মদন মিত্রের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। শুধু তাই নয় মহিলাদেরকেও মারধর করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলই পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three