অনলাইন ডেস্ক:
চিত্রনায়িকা পপির ‘দ্য ডিরেক্টর’ ছবিটির কাজ অনেক আগে শেষ হলেও সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে এবার ছবিটি ঈদে ‘সান বিডি টিউব’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। কামরুজ্জামান কামু পরিচালিত এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল।
পপি বলেন, অনেক বছর হলো এ ছবিতে কাজ করেছি। এ ছবিটি ঈদে ইউটিউবে মুক্তি পাবে বলে জেনেছি। ছবিটির কাহিনি ও গানগুলো সুন্দর। যেখানেই মুক্তি পাক না কেন ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে এরইমধ্যে পপি অভিনীত ‘দ্য ডিরেক্টর’ ছবির গান প্রকাশ হয়েছে।
ছবির নির্মাতা কামরুজ্জামান কামু জানিয়েছেন, দেশে এখন ছবি নির্মাণ করার চেয়ে মুক্তি দেয়াটা কঠিন। অনেক বাধা-বিপত্তি ও আন্দোলনের পর ‘দ্য ডিরেক্টর’ ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পাই। নানা কারণে প্রেক্ষাগৃহে তা মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই এটি ইউটিউবে মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।
‘দ্য ডিরেক্টর’ ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, সুইটি, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।