রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন সেই দেশে অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ বোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়টি এখনও অনিশ্চিত হয়নি।


কারণ রাখাইনে রোহিঙ্গাদের ফেরার জন্য যে ধরনের অনুকূল পরিবেশ প্রয়োজন তা সৃষ্টিতে মিয়ানমার তার প্রতিশ্রুতি রক্ষায় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। শনিবার পবিত্র মক্কা নগরীতে ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে এশীয় গ্রুপের পক্ষ থেকে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। সম্মেলনের এবারের শিরোনাম ‘মক্কা আল মোকাররমা শীর্ষ সম্মেলন : ভবিষ্যতের জন্য একসঙ্গে’।




[caption id="" align="aligncenter" width="1008"]ওআইসি’র ১৪তম সম্মেলনে মুসলিম দেশগুলোর নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসি’র ১৪তম সম্মেলনে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[/caption]

ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিকূল অর্থনৈতিক, প্রতিবেশ ও নিরাপত্তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে ব্যাপক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলা রুজুর বিষয়েও সবার সহযোগিতা কামনা করেন।


তিনি বলেন, ‘অর্থনৈতিক, প্রতিবেশ এবং নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসিকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওআইসির নিজস্ব সমস্যাগুলো মোকাবেলার সক্ষমতা থাকা উচিত।’


আবুধাবিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এর মাধ্যমেই জবাবদিহিতা এবং ন্যায়বিচারের প্রশ্নে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ তৈরি হয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়াকে এতদূর এগিয়ে নেয়ার জন্য আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানাই। আমরা ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানাচ্ছি এই মামলা রুজুর বিষয়ে স্বেচ্ছা তহবিল সংগ্রহ এবং কারিগরি সহযোগিতার জন্য।’


সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন সন্ত্রাসের বিরুদ্ধে একটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই চালিয়ে যাই।’


সন্ত্রাস বন্ধে তিনি রিয়াদ সম্মেলনে ঘোষিত মুসলিম বিশ্বের জন্য প্রদত্ত তার ৪ দফা নীতির কথা স্মরণ করেন। যার মধ্যে রয়েছে- অস্ত্রের জোগান বন্ধ করা, সন্ত্রাসের জন্য অর্থায়ন বন্ধ করা, মুসলিম উম্মাহর মধ্যকার বিভাজন দূর করা এবং সংলাপের মাধ্যমে যে কোনো প্রকার দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান।


ফিলিস্তিন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ওআইসি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ভূখণ্ড এবং সার্বভৌমত্বের অধিকার ফিরে পাওয়া, মুসলিম বিশ্বের দেশগুলোর মর্যাদা রক্ষা এবং মুসলিম বিশ্বের দেশগুলোর জনগণের মধ্যে একতা ও সহযোগিতাকে শক্তিশালী করার ব্যাপারে আস্থাশীল ছিল। কিন্তু ৭ দশক কেটে গেছে ফিলিস্তিনিদের সমস্যার আজও সমাধান হয়নি। আমাদের জাতি এবং সম্প্রদায়গুলো এখন পর্যন্ত দ্বিধাবিভক্ত রয়েছে।’


তিনি বলেন, ‘ইসলাম একদা অন্ধকার বিশ্বে আলোকবর্তিকা নিয়ে এসেছিল। কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করার জন্য তা আজ ভুলপথে সন্ত্রাস এবং উগ্রপন্থার নীতি নিয়ে পরিচালিত হচ্ছে।’


শ্রীলংকার ধর্মীয় উপাসনালয়সহ পাঁচ তারকা হোটেলে বোমা হামলা এবং নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুটি ঘটনাতেই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং সমবেদনা প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘আমরা শ্রীলংকার সন্ত্রাসী হামলার নিন্দাও জানিয়েছি, যেখানে আমার নাতি ৮ বছরের শিশু শেখ জায়ান নিহত হয়।’


দারিদ্র্যকে সব থেকে বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর জন্য মূলত অজ্ঞতা, দুর্যোগ এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় দায়ী। এই অসামঞ্জস্য দূর করতে আমাদের যৌথভাবে অ্যাকশন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’


শেখ হাসিনা এ সময় ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আইওএম (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফরম মাইগ্রেশন)-এর উপ-মহাপরিচালক পদের জন্য বাংলাদেশের প্রার্থী অভিবাসন বিশেষজ্ঞ পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে তাদের মূল্যবান সমর্থন দেয়ার অনুরোধ জানান।


প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘মুসলিম বিশ্বকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলায় তার (বঙ্গবন্ধু) দূরদর্শিতা, সহনশীলতা এবং সমমর্মিতা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকালে সৌদি আরব পৌঁছেন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মোদি

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মোদি

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য নিশ্চিত করেছে। দুদেশের মধ্যকার সম্পর্ককে এক ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ উন্নীত করার জন্য এ সফর অনুষ্ঠিত হবে।


ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়, মোদি ইতোমধ্যে বাংলাদেশ সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং সফরের সময়সূচি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ঠিক করা হবে।


তবে মোদি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মালদ্বীপ যাবেন বলে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন। সফরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হওয়ায় ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে জানান, মোদি ৮ জুন মালদ্বীপ সফর করবেন।


মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ টুইটারে জানিয়েছে, সফরকালে মোদিকে দেশটির সংসদে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়ে একটি রেজল্যুশন গ্রহণ করা হয়েছে।


শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পৌঁছে দেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৬-৭ জুন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৭-১০ এপ্রিল ভারতে রাষ্ট্রীয় সফরে যান।


ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো প্রথম বিদেশি নেতাদের অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা ভারত ও বাংলাদেশের মধ্যকার ‘অসাধারণ নিবিড় ও আন্তরিক বন্ধন’ এবং দুই নেতার চমৎকার সম্পর্কের প্রতিফলন করে।


রাষ্ট্রপতি হামিদের সাথে সাক্ষাৎকালে নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার ওপর জোর দেন।


তিনি বলেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী যথাযথভাবে উদযাপনের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা উচিত।


মোদি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কটি ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে আছে।


তিনি বলেন, স্থল সীমান্ত নির্ধারণসহ বেশকিছু জটিল অমীমাংসিত সমস্যা নিরসনে গত পাঁচ বছরে দুই দেশ অত্যন্ত পরিপক্বতা এবং ধৈর্য দেখিয়েছে।


সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চমৎকার অবস্থা নিয়ে পরম সন্তুষ্টি প্রকাশ করেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন নরেন্দ্র মোদিকে পৌঁছে দেন। শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সফরে সৌদি আরব থাকায় ভারত যেতে পারেননি। এর আগে গত বৃহস্পতিবার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার নয়াদিল্লি যান রাষ্ট্রপতি হামিদ।

আজ বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

আজ বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দুর্দান্ত এক সুখস্মৃতি নিয়ে আজ থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিশ্বকাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


এই প্রোটিয়াদের বিশ্বকাপে হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। তাই দ্বাদশ বিশ্বকাপের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে পেয়ে যাওয়ায় সুখস্মৃতি নিয়েই নিজেদের মিশন শুরু করছে মাশরাফির দল।


রোববার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।


২০০৭ সালের ৭ এপ্রিল। বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফেভারিটের তকমা তোয়াক্কা না করে, বিশ্বকে চমকে দেয় টাইগাররা। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দলটি দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারায়।


ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৮৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তবে পরের দিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিং-এ লড়াইয়ে ফিরে বাংলাদেশ। তাকে সঙ্গ দেন আফতাব আহমেদ। পঞ্চম উইকেটে দু’জনে ৭৬ রান যোগ করেন।


আফতাব ২টি করে চার-ছক্কায় ৪৩ বলে ৩৫ রান করে আউট হন। তবে হাফ-সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে থেমে যান অ্যাশ। বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ১২টি চারে ৮৩ বলে ৮৭ রান করেন আশরাফুল। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শেষদিকে, ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


এরপর জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বাঁ-হাতি মিডিয়াম পেসার সৈয়দ রাসেল এবং তিন স্পিনার আব্দুর রাজ্জাক-মোহাম্মদ রফিক-সাকিব আল হাসানের তোপে পড়ে ১৮৪ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। রাজ্জাক ৩টি, সাকিব-রাসেল ২টি করে এবং রফিক ১টি উইকেট নেন।


তাই ১২ বছর হয়ে গেলেও, ঐ ম্যাচের সুখস্মৃতি যে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে এতে কোন সন্দেহ নেই। তারপরও বেশ টগবগে মেজাজেই আছে বাংলাদেশ। গেল মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল। ডাবলিনে অনুষ্ঠিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় তারা।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোসাদ্দেক হোসেনের ২৭ বলে অপরাজিত ৫২ রান বাংলাদেশকে শিরোপার স্বাদ এনে দেয়। বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য ২১০ রানের টার্গেট পায় টাইগাররা। সেই টার্গেট ৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। ফলে প্রথমবারের মত ওয়ানডেতে কোন টুর্নামেন্টে শিরোপার স্বাদ নিলো মাশরাফির দল।


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়নের স্বাদ নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। মূল পর্বের জন্য অংশ নেয়া প্রত্যক দলের জন্যই দু’টি করে প্রস্তুতিমূলক ম্যাচ থাকে। সেই সুবাদে বাংলাদেশের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ ছিলো পাকিস্তান ও ভারতের বিপক্ষে। দু’টি ম্যাচই ছিলো কার্ডিফে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যায়। তবে ভারতের বিপক্ষে নিজেদের গা গরম করার সুযোগ পায় বাংলাদেশ।


কিন্তু ওই ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৯৫ রানে ভারতের কাছে হারে টাইগাররা। নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ১০২ রানে ভারতের চার ব্যাটম্যানকে বিদায় দিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে ১৬৪ রানের বড় জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান চার নম্বরে নামা লোকেশ রাহুল ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত দু’জনই সেঞ্চুরি তুলে নেন।


রাহুল ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৯ বলে ১০৮ ও ধোনি ৮টি চার ও ৭টি ছক্কায় ৭৮ বলে ১১৩ রান করেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট হাতে ভারতীয় বোলারদের শাসন করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনার লিটন দাস ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লড়াই করার চেষ্টা করেছিলেন। লিটন ৭৩ ও মুশফিক ৯০ রানে থেমে যান। এরপর ৩ বল বাকী রেখে ২৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।


তাই প্রস্তুতিমূলক ম্যাচ হারের স্বাদ নিয়েও বিশ্বকাপ শুরু করতে হবে বাংলাদেশ। তবে এসবকে হারকে দূরে সরিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন উদ্যমে যে বাংলাদেশ শুরু করবে, তাতে কোন সন্দেহ নেই। কারন এখন মাশরাফি-তামিম-সাকিবদের নিয়ে গড়া দলটি ভিন্ন চিত্রের এক বাংলাদেশ। যেকোন দলকে হারানোর সামর্থ্য রাখে টাইগাররা। সেই সামর্থ্যটা কতটুকু বাংলাদেশের, সেটিই এখন দেখার বিষয়।


এখন পর্যন্ত ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৭টি জিতেছে প্রোটিয়ারা। ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। বিশ্বকাপ ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অন্য দু’টি জয় এসেছিলো ২০১৫ সালে। দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।


বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।


দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকুয়াও, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির, তাবরিজ শামসি।

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

সৈয়দপুরের ঈদ বাজারে ‘ফাগুন বউয়ের শাড়ি’

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে প্রতিনিয়ত বিপনীবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। প্রতিবারের ঈদে পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামে শাড়ি ও থ্রি-পিস। নীলফামারীর সৈয়দপুর শহরের ঈদ বাজারে বিভিন্ন পোশাকের মধ্যে ফাগুন বউ নামের শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে।


সরেজমিনে জানা যায়, ভারতের ফাগুন বউয়ের পসরা এখন সৈয়দপুরে। ভারতীয় চ্যানেল স্টার জলসায় ফাগুন বউ নামে একটি ধারাবাহিক নাটক চলছে সেই নাটকের নামে এই শাড়ির নামকরণ করা হয়েছে। সৈয়দপুরে এসব শাড়ি কিনতে নারীরা আসছেন দিনাজপুর জেলার খানসামা উপজেলা, চিরিরবন্দর উপজেলা,পার্বতিপুর উপজেলা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা, ডোমার উপজেলা,ডিমলা, কিশোরীগঞ্জ উপজেলাসহ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।


এছাড়া শিল্প-বাণিজ্যের ব্যস্ততম শহর সৈয়দপুর উপজেলা।এ শহরে খুচরা, পাইকারি পোশাক ও থান কাপড়ের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড়ও রয়েছে। এখানে বেশকিছু প্রতিষ্ঠানে স্বল্প মূল্যেও পোশাক পাওয়া যাচ্ছে।


দিনাজপুরের পাবর্তীপুর শহর থেকে সৈয়দপুর প্লাজায় সুপার মার্কেটে আসা একজন বলেন, সৈয়দপুরে কেনাকাটার পরিবেশটা অত্যন্ত ভাল। ঈদ বাজার বলেই ভিড় প্রচুর। তবে এখানে সাশ্রয়ী দামে সব পোশাক কিনতে পাওয়া যায়।


এই মার্কেটগুলোতে সারারাত বেচাবিক্রি চলে। বাজারে তাঁত, কাতান, জামদানি ও বুটিক শাড়ি ছাড়াও মেয়েদের গাউন, থ্রি-পিস তো আছেই। তবে শাড়ি-কাপড়ের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফাগুন বউ শাড়ি। এ শাড়ির দাম আট হাজার টাকা।


সৈয়দপুর ঈদ বাজারে বেচা-কেনা বেড়ে যাওয়ায় দোকানিগণ সারা রাত ধরে জনস্বার্থে খোলা রাখছেন তাদের প্রতিষ্ঠানটি। শহরে নিরাপত্তা জোরদার থাকায় আশপাশের উপজেলা থেকে ক্রেতা সাধারণ তাদের চাহিদামত পোশাক কিনে বাড়ি ফিরছেন।


অন্যদিকে নিউ ক্লথ মার্কেট, পৌর বাজার, শেরেবাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদের সুপার মার্কেট, এসআর প্লাজা, শহীদ ডা. জিকরুল হক সড়কের পৌর মার্কেট, কারখানা গেট বাজার, ক্যান্ট বাজার, সবখানে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।


নিউ ক্লথ মার্কেটের বিভিন্ন দোকানে ভারতীয় পাঞ্জাবির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। ১২শ টাকা থেকে শুরু ১০ হাজার টাকা মূল্যের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে ওই প্রতিষ্ঠানে।

ফিঞ্চ-ওয়ার্নারে সহজ জয় পেল অজিরা

ফিঞ্চ-ওয়ার্নারে সহজ জয় পেল অজিরা

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
১ বছর নিষেধাজ্ঞা কাটানো ডেভিড ওয়ার্নার প্রত্যাবর্তনে দেখা দিলেন পুরনো রূপে। তাকে যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুজনের দুর্দান্ত ফিফটিতে আফগানরদের ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া।


ব্রিস্টলে শনিবার (১ জুন) চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ছুড়ে দেওয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৯৬ রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নার। এর মধ্যে ফিফটি তুলে দেন ফিঞ্চ। তার ৪৯ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হয় ১৬তম ওভারে গুলবাদিন নায়িবের বলে। ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো।


অধিনায়কের বিদায়ের পর হাত খুলতে শুরু করেন বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে ১২ মাস নিষিদ্ধ থাকার পর এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফেরা ওয়ার্নার। উসমান খাজাকে নিয়ে ৬০ রানের জুটি গড়ার পথে ওয়ার্নার একাই করেন ৩২ রান। সঙ্গী খাজা ১৫ রান করেই রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন।


ফেরার প্রথম ম্যাচেই ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। ৭৪ বলে হাফসেঞ্চুরি পান তিনি। তার মতো একই অপরাধে ১২ মাস নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ মাত্র ১৮ রান করে আফগান স্পিনার মুজিব উর রহমানের শিকার হয়ে ফিরলেও সাবেক ডেপুটির সঙ্গে যোগ করেন ৪৯ রান।


স্মিথ যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৩ রান দূরত্বে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। ক্রিজে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অজি অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে অল্পের জন্য প্রত্যাবর্তনেই সেঞ্চুরি মিস করেন ওয়ার্নার। রয়ে যান ৮৯ রানে অপরাজিত। তার এই ১১৪ বলের ইনিংসটি ৮ চারে সাজানো।
বল হাতে ১টি করে উইকেট পান আফগানিস্তানের মুজিব, গুলবাদিন ও রশিদ খান।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। মাত্র ৫ রান তুলতেই দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরুতুল্লাহ জাজাইয়ের উইকেট হারায় মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা দলটি। এরপর রহমত শাহ (৪৩), গুলবাদিন (৩১), নাজিবুল্লাহ জাদরান (৫১) ও রশিদ খানের (২৭) ইনিংসে ভর করে ২০৭ রানের সংগ্রহ পায় আফগানরা।


বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ২ উইকেট গেছে মার্কাস স্টয়নিসের ঝুলিতে। বাকি ১ উইকেট মিচেল স্টার্ক।


ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার।

পঞ্চগড়ে শিশুদের মাঝে স্বপ্নকথা সাহিত্য পরিষদের ঈদ উপহার বিতরণ

admin June 02, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দুস্থ্য শিশুদের মাঝে কাপড় বিতরণ করেছে স্বপ্নকথা সাহিত্য পরিষদ, রংপুর বিভাগ। স্বপ্নকথা সাহিত্য পরিষদের আয়োজনে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়।


শনিবান দুপুরে জেলা সদরের নজরুল পাঠাগারে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়। এসময় সমগ্রী পেয়ে আনন্দ উৎসাহে মেতে উঠে শিশুরা।


এসময় উপস্থিত ছিলেন, কবি সুমন রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (স্বসাপ), কবি নিলুফা ইয়াছমিন সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ), কবি মুক্তা খানম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ (স্বাসাপ), এ্যাড. আরাফাত হোসেন জনি সহ সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ) কবি আব্দুল্লাহ খান মামুন কার্যকরি সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ)।


২০৮ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া

২০৮ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শনিবার (১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অস্ট্রেলিয়াকে ২০৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। যদিও নির্ধারিত ৫০ ওভার তারা ব্যাট করতে পারেনি। অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৩৮.২ ওভারে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।


টসে করতে নেমে ভাগ্য সহায় হয় আফগানিস্তানের। টসে জেতেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দলীয় শূন্য রানের মাথায় বিদায় নেন আফগান ওপেনার মোহম্মদ শেহজাদ। তাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর আফগান শিবিরে আঘাত হানেন প্যাট কামিন্স। তার শিকার হজরতুল্লাহ জাজাই। দলের রান তখন ৫। বিদায়ের আগে জাজাই করেন ০ রান।


এরপর দলের হাল ধরেন রহমত শাহ ও হাসমাতুল্লাহ শাহিদি। ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা। এই জুটি ভাঙেন এডাম জাম্পা। ব্যক্তিগত ১৮ রানের মাথায় হাসমাতুল্লাহ শাহিদিকে সাজঘরে ফেরান তিনি। আফগানিস্তানের দলীয় রান তখন ৫৬। এরপর স্কোরবোর্ডে ৭৭ রান যোগ হতেই আফগানরা হারিয়ে ফেলেছে টপ অর্ডারের আরও ২ উইকেট। ৭৭ রানে ৫ উইকেট হারানোর দলকে খেলায় ফেরাতে ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক গুলবাদিন নাইব ও নজিবুল্লাহ জাদরান।


ষষ্ঠ উইকেটে ৮৩ রানের দায়িত্বশীল জুটি গড়েন তারা। অস্ট্রেলিয়ান বোলারদের রীতিমতো তুলোধুনো করেন নাইব-নজিবুল্লাহ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গুলবাদিন নায়েব ৩৩ বলে ৩১ রান করে ফেরেন। তাকে সাজঘরে ফেরান স্টোইনিস। দলের রান তখন ১৬০। এরপর আবার আঘাত হানেন স্টোইনিস।


দলীয় ১৬২ রানের মাথায় নজিবুল্লাহ জাদরান ব্যক্তিগত ৫১ রান করে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। লোয়ার অর্ডার ব্যাটসম্যান রশিদ খান ও মুজিব উর রহমান ৩৯ রানের জুটি গড়লে আফগানদের সংগ্রহ ২০০ রানের গন্ডি অতিক্রম করে। রশিদ খান ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। মুজিব উর রহমান ৯ বলে ১৩ রান করেন।


শেষ পর্যন্ত আফগামিস্তানের সংগ্রহ দাড়ায় ৩৮.২ ওভারে ২০৭ রান। অজিদের পক্ষে এডাম জাম্পা ও প্যাট কামিন্স ৩টি করে উইকেট নেন। মার্কস স্টোইনিস নেন ২ উইকেট। মিচেল স্টার্কের শিকার ১ উইকেট।

নির্বিঘ্নে ঈদ উদযাপনে রংপুর মেট্রো পুলিশের পরামর্শ

নির্বিঘ্নে ঈদ উদযাপনে রংপুর মেট্রো পুলিশের পরামর্শ

admin June 02, 2019

স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ প্রদান করা হয়েছে। শনিবার আরএমপ’র পক্ষ থেকে এই নিরাপত্তা পরামর্শ প্রদান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে পাঠানো পরামর্শে যেসব পরামর্শ গ্রহণের অনুরোধ জানানো হয়-




  • ঝুঁকি নিয়ে যানবাহনে ভ্রমন করবেন না।

  • যাত্রাপথে বাস টার্মিনাল ও রেল-স্টেশনে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোমল পানীয়, ডাব, সরবত বা অন্য কোন খাবার গ্রহণ করবেন না।

  • রাত্রিতে নির্জনে একাকী চলাফেরা থেকে বিরত থাকুন।

  • ভোরে লোকজনের চলাফেরা শুরু না হওয়া পর্যন্ত কাউন্টার/টার্মিনালে অবস্থান করুন।

  • যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যপারে সতর্ক থাকুন।

  • রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এবং খোলা জানালার পাশে বসে বাসে ভ্রমনের সময় মোবাইল এবং হাতব্যাগ সাবধানে রাখুন। অপরিচিত কারও সাথে ভাড়া করা গাড়ীতে উঠবেন না।

  • যাত্রাকালে ব্যক্তিগত মালামাল রক্ষণাবেক্ষণে সতর্ক থাকুন।

  • মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিপদজনক যানবাহনে চলাচল পরিহার করুন।

  • চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেদিকে লক্ষ্য রাখুন।

  • আপনার আশ-পাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কেউ কোন বিপদে পড়লে তাকে সাহায্য করুন; কাউকে সন্দেহ হলে নিকটস্থ পুলিশকে জানান।

  • ঈদের কেনাকাটার সময় মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন।

  • শপিং, বিপণী বিতান এবং রাস্তায় চলাচলের সময় পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকুন।

  • কেনাকাটার সময় জালটাকা সংক্রান্তে সতর্ক থাকুন। জালনোট সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ পুলিশকে জানান।

  • বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন অবস্থাতেই আপনার গোপন পিন নম্বর কাউকে দিবেন না।

  • বড় অংকের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

  • কোন কোন ব্যক্তি/গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘঠানোর চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি দৃষ্টিগোচর হলে পুলিশকে অবহিত করুন।

  • প্রয়োজনে ৯৯৯ অথবা আরপিএমপি’র কন্ট্রোলরুম-০১৭৬৯৬৯-৫৪০০/০৫২১-৫৭০৬৬ নম্বরে যোগাযোগ করুন।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর নিহত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর নিহত

admin June 02, 2019

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনা (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ময়মনা উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাই পুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।


জানা যায়, সে বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এক পর্যায়ে পড়ে থাকা বিদ্যুতের লাইনের তার পায়ের সাথে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ময়মনার মৃত্যু হয়।


এ দিকে নিয়ম বহির্ভূত এভাবে বাঁশের খুটি দিয়ে খোলা লাইনে সংযোগ দিয়ে মৃত্যুর ফাঁদ পেতেছে বলে মন্তব্য করেছেন একালাবাসী। ময়মনার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

নীলফামারীতে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ

নীলফামারীতে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নীলফামারীতে হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ প্রশাসন।


শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পাঁচশত মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, শার্ট ও সেমাই-চিনি তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জলঢাকায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহায়তা প্রচেষ্টা

জলঢাকায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহায়তা প্রচেষ্টা

admin June 02, 2019

নীলফামারী প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা প্রচেষ্টা করায় নীলফামারীর জলঢাকায় ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


শনিবার দুপুরে গ্রেফতারকৃত ৩ যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সুজাউদ্দৌলা।


সাজাপ্রাপ্তরা হলেন, জলঢাকা উপজেলার মীরগঞ্জ নিজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাদেকুল ইসলাম, নীলফামারী সদর কচুকাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামীম হোসেন ও কিশোরগঞ্জ উপজেলার ডোংগা গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে রফিকুল ইসলাম।তাদের প্রত্যেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম এলাকার সত্যেন্দ্র সরকারের ছেলে চয়ন সরকারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পৌরশহরের মহিলা কলেজ সংলগ্ন একটি বাসা থেকে ওই ৪ যুবককে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহারের জন্য ১০ টি মোবাইল সেট, সিমকার্ড ও ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্তরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র।


অপরাধীদেরকে শুক্রবার ভোরে আটক করা হলেও শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে দেওয়ার বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আরো কিছু তথ্য জানার জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। শনিবার দুপুর পর্যন্ত অভিযান শেষ করে ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের সহায়তা প্রচেষ্টার অভিযোগ থাকায় তাদের প্রত্যেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে।

১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে আমদানি-রপ্তানি

১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে আমদানি-রপ্তানি

admin June 02, 2019

কুড়িগ্রাাম প্রতিনিধি:
ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত টানা ১০ দিন কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি -রপ্তানী বন্ধ রাখার ঘোষনা করা হয়েছে।


সোনাহাট কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন (সিএন্ডএফ) এ সিদ্ধান্ত নেয়।


কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনরর সাধারন সম্পাদক মোস্তফা জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনকর্মীরা ছুটিতে থাকায় বন্দরের কার্যক্রম কিছুটা বিঘ্ন হতে পারে। তাই আমরা ১০ দিনের জন্য আমদানি-রপ্তানিত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ জুন থেকে সোনাহাট স্থল বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।








সিএন্ডএফ’র সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল জানান, সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই সবার সুবিধার জন্যই ১০ দিন স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেয়া বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।




নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন্নেছা সেতু উদ্বোধন

admin June 02, 2019

নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানে শেখ ফজিলাতুন্নেছা সেতু উদ্বোধন করা হয়েছে । উত্তর জনপদের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উৎসবকে আরো চমকপ্রদ করতেই উপজেলার আশুড়ার বিল জাতীয় উদ্যানে ৯০০ মিটার দীর্ঘ এ আঁকাবাঁকা কাঠের সেতুর উদ্বোধন।


নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, বন বিভাগ ও স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের প্রচেষ্টায় এই কাঠের সেতুটি তৈরি করা হয়।


শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের অর্থায়নে সেতুর উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।


জানা গিয়েছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলকে শেখ রাসেল জাতীয় উদ্যান হিসাবে ২৪ অক্টোবর ২০১০ সালে গেজেট প্রকাশিত হয়। এই জাতীয় উদ্যানের আয়তন ৫১৭.৬১ হেক্টর বা ১২৭৮.৪৯ একর। জাতীয় উদ্যানের ভেতরে বিশাল শালবন ছাড়াও আশুড়ার বিল, সীতা কোট বিহার ও বাল্মিকী মনির থান অবস্থিত। জাতীয় উদ্যানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আশুড়ার বিলকে পরিচর্যা উদ্যোগ হাতে নেন ইউএনও মশিউর রহমান। তিনি এই আশুড়া বিলে নিজে ও সঙ্গী সাথী নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য আর মন মাতানো নান্দনিক এই বিলটির বর্ষা মৌসুমে দেশি প্রজাতির মাছ, হারিয়ে যাওয়া জাতীয় শাপলা ফুলের বিস্তার সব মিলেই পর্যটকেরা এখানে বারবার আসতে চাইবেন।


দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, এই জাতীয় উদ্যানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের মানুষ নিশ্চই বেড়াতে আসবে। এখানে আগামীতে শিশুদের খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামাদি সংযুক্ত করা হবে। এই উদ্যানে ১৩০০ একর বিশাল শালবন রয়েছে এবং ৬০০ একর জলা ভূমি রয়েছে। পর্যায়ক্রমে এখানে সুইচ গেট নির্মাণসহ সব ধরণের বিনোদন ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, চরকাই রেঞ্জার এর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউল আজম, থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জমিন, মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।

নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার

নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের বোলিং তাণ্ডবে মাত্র ১৩৬ রানেই শেষ লঙ্কানদের ইনিংস। ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটেই ১০ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।


খুব সাধারণ লক্ষ্যে খেলতে নেমে মার্টিন গাপটিল ও কলিন মুনরো মিলেই জয় তুলে নেন। গাপটিল করেন ৫১ বলে ৭৩ রান যেখানে তিনি খেলেন ৮টি চার ও ২টি ছক্কার মার। তার সঙ্গী মুনরো করেন ৪৭ বলে ৫৮। তিনি হাঁকান ৬টি চার ও একটি ছক্কা।


এর আগে দলীয় মাত্র ৪ রানেই পড়ে যায় লঙ্কার প্রথম উইকেট। হেনরির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লাহিরু থিরিমান্নে। তার নামের পাশে তখন সেই ৪ রান। এর পর ফেরেন কুশল পেরেরা। বোল হাতে সেই হেনরি। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন পেরারা।


এর পর একে একে কূশল মেন্ডিস (০), ধনঞ্জয়া ডি সিলভা (৪), অ্যাঞ্জেলো ম্যাথিউস (০) ও জীবন মেন্ডিস (১) ফিরে যান। কিছুটা সময় চেষ্টা করে ফেরেন থিসারা পেরেরাও। ২৪ রানে তাকে ফেরান মিচেল স্যান্টনার।


দলীয় ১১৪ রানে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন ইসুরু উদানাও। তাকে ফেরান জেমস নিশাম। ৭ রানে সুরঙ্গা লাকমলকে ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। সবশেষ লাসিথ মালিঙ্গা ফিরে গেলে লঙ্কানরা থামে ১৩৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার দিমুথ করুনাওরত্নে।


হেনরির তিন উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন ফার্গুসন। একটি করে নেন গ্রান্ডহোম, বোল্ট, নিশাম ও স্যান্টনার।

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

admin June 02, 2019

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের ১২তম আসরের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপে এর আগে একটি মাত্র ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে জয় লাভ করে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত উভয় দল ২টি ম্যাচে মুখোমুখি হয়। দুই ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়া এ পর্যন্ত ৯৩০টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬২টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবার খেলার সুযোগ পাওয়া আফগানিস্তান খেলেছে মাত্র ১১৪টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে জয় পেয়েছে ৫৯ ম্যাচে, আর হেরেছে ৫১টিতে।


বিশ্বকাপের মাঠের লড়াইয়ে নামার আগে দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। বল টেম্পারিং কাণ্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। তাদের অন্তর্ভূক্তি আরও শক্তিশালী হয়েছে টিম অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া।


অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি আফগানরা।


অস্ট্রেলিয়া: আরোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা, স্টিভ স্মিথ, শোন মার্স, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), মার্কুস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, পেট কুমিন্স, জেসন বেহরেনডোরফ, নাথান কুটলার-নিল, অ্যাডাম জাম্পা ও নাথান লিয়ন।


আফগানিস্তান: গুলবদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেট কিপার), নুর আলি জারদান, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জারদান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জারদান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

admin June 02, 2019

নিউজবিডি ডেস্ক:
আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগল ভ্যাট নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না।


ব্যবসা পরিচালনার জন্য এসব কোম্পানিকে বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্ট ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে রাজস্ব প্রদান করবে।


এনবিআর সূত্র জানায়, নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আইন-এর ১৯ ধারা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগল-এর মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে।


সে ক্ষেত্রে বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। আইন অনুযায়ী, নিবন্ধন না নিলে এনবিআর এসব প্রতিষ্ঠানের সাইট বন্ধ করে দেয়ার জন্য বিটিআরসিকে চিঠি দেবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস হলে মূসকের পাশাপাশি আয়করও আদায় করা যাবে।

আমাদের সম্পর্কটা কেউ বুঝবে না

admin June 02, 2019

অনলাইন ডেস্ক:
বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এই দুই তারকার জুটি ভক্তদের কাছে বেশ ‍পছন্দের। তবে এই তারকার সম্পর্কটা ঠিক কেমন? শুধুই প্রফেশনাল? কিছুদিন আগেও সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে বেশ আলোচনার ঝড় বলিউড ইন্ডাস্ট্রিতে, তা কতটা সত্যি?


সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাতকারে ক্যাটরিনা বলেছেন, অভিনেতা হিসেবে সালমানকে সম্মান করি। আমি সেটে এক হাজার শতাংশ প্রস্তুতি নিয়ে পৌঁছাই। সেজন্য সালমানও আমাকে শ্রদ্ধা করে। আমাদের ইকুয়েশনটা পারস্পরিক সম্মানের। আমি একটা সীমা বজায় রাখি। সেটা অতিক্রম করে কখনও ওর সঙ্গে কথা বলি না। বাইরের লোকে আমাদের সম্পর্কটা বুঝবে না।



দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর ২০০৯-এ ক্যাটরিনা-সালমানের ব্রেকআপ হয়েছে। কিন্তু তারপরও বন্ধুত্বের সম্পর্ক নাকি বজায় রেখেছেন তারা। তারপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে।


আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিও ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে গেল লঙ্কানরা

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে গেল লঙ্কানরা

admin June 02, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন। শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে হাফসেঞ্চুরিয়ান দ্বিমুথ করুনারত্নে আগলে রাখেন একপ্রান্ত। তাকে রেখে অপরপ্রান্ত থেকে সব সঙ্গীই বিদায় নেন ২৯.২ ওভারের মধ্যে।


এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামনস। ব্যাট হাতে নেমে দলীয় ৪ রানেই লাহিরু থিরিমান্নে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। দিমুথ করুণারত্নে ও কুশাল পেরেরা এরপর কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৪৬ রানে পেরেরা ফিরে গেলে শুরু হয় আসা যাওয়ার পালা।


দলীয় ৬০ রানের মধ্যেই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও জীবন মেন্ডিস। এরপর দিমুথ করুণারত্নের সঙ্গে সপ্তম উইকেটে ইনিংস মেরামতের চেষ্টা করেন থিসারা পেরেরা। তবে এ দুজন ৫২ রানের জুটি গড়ার পর বিদায় নেন পেরেরা। তাকে অনুসরণ করেন ইসুরু উদানা।


শেষ পর্যন্ত ১৩৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। করুনারত্নে ৫২ রান করে অপরাজিত থাকেন। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে কুশাল পেরেরা (২৯) ও থিসারা পেরেরা (২৭) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন তিনটি করে উইকেট নেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three