রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শনিবার (১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অস্ট্রেলিয়াকে ২০৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। যদিও নির্ধারিত ৫০ ওভার তারা ব্যাট করতে পারেনি। অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৩৮.২ ওভারে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।
টসে করতে নেমে ভাগ্য সহায় হয় আফগানিস্তানের। টসে জেতেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দলীয় শূন্য রানের মাথায় বিদায় নেন আফগান ওপেনার মোহম্মদ শেহজাদ। তাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর আফগান শিবিরে আঘাত হানেন প্যাট কামিন্স। তার শিকার হজরতুল্লাহ জাজাই। দলের রান তখন ৫। বিদায়ের আগে জাজাই করেন ০ রান।
এরপর দলের হাল ধরেন রহমত শাহ ও হাসমাতুল্লাহ শাহিদি। ৫১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তারা। এই জুটি ভাঙেন এডাম জাম্পা। ব্যক্তিগত ১৮ রানের মাথায় হাসমাতুল্লাহ শাহিদিকে সাজঘরে ফেরান তিনি। আফগানিস্তানের দলীয় রান তখন ৫৬। এরপর স্কোরবোর্ডে ৭৭ রান যোগ হতেই আফগানরা হারিয়ে ফেলেছে টপ অর্ডারের আরও ২ উইকেট। ৭৭ রানে ৫ উইকেট হারানোর দলকে খেলায় ফেরাতে ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক গুলবাদিন নাইব ও নজিবুল্লাহ জাদরান।
ষষ্ঠ উইকেটে ৮৩ রানের দায়িত্বশীল জুটি গড়েন তারা। অস্ট্রেলিয়ান বোলারদের রীতিমতো তুলোধুনো করেন নাইব-নজিবুল্লাহ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গুলবাদিন নায়েব ৩৩ বলে ৩১ রান করে ফেরেন। তাকে সাজঘরে ফেরান স্টোইনিস। দলের রান তখন ১৬০। এরপর আবার আঘাত হানেন স্টোইনিস।
দলীয় ১৬২ রানের মাথায় নজিবুল্লাহ জাদরান ব্যক্তিগত ৫১ রান করে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। লোয়ার অর্ডার ব্যাটসম্যান রশিদ খান ও মুজিব উর রহমান ৩৯ রানের জুটি গড়লে আফগানদের সংগ্রহ ২০০ রানের গন্ডি অতিক্রম করে। রশিদ খান ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। মুজিব উর রহমান ৯ বলে ১৩ রান করেন।
শেষ পর্যন্ত আফগামিস্তানের সংগ্রহ দাড়ায় ৩৮.২ ওভারে ২০৭ রান। অজিদের পক্ষে এডাম জাম্পা ও প্যাট কামিন্স ৩টি করে উইকেট নেন। মার্কস স্টোইনিস নেন ২ উইকেট। মিচেল স্টার্কের শিকার ১ উইকেট।