২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

admin May 25, 2019

গামী ৩০ শে মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। তবে টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে তাদের বিশ্বকাপ যাত্রা।


এদিকে ১৯৯২ সালের পর আবারও বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপপর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ।


এর আগে অবশ্য আগামী ২৬শে মে পাকিস্তানের ও ২৮শে মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচই হবে কার্ডিফে।



বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:


বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:

wcc-ads300x250-1এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সকল প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের ম্যাচগুলো সাধারণত দেখানো হতো না টিভিতে। তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে।


বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে স্টার স্পোর্টস। যার ফলে বাংলাদেশের ভারত ও পাকিস্তান উভয়ের বিপক্ষেই ম্যাচগুলো টিভিতে দেখা যাবে।

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি

admin May 25, 2019

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এর পরই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে, ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ইতোমধ্যেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


সূচি অনুযায়ী, আগামী ৩০ মে বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসরের পর্দা নামবে। তবে ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে।


এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টের এবারের আসরে অংশগ্রহণ করবে ১০টি দেশ। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বে সেরা চার দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি সেমির জন্য রয়েছে রিজার্ভ ডে।



২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:
























































































































































































































































































































তারিখ



ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)



ম্যাচ



ভেন্যু



৩০ মে


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা


ওভাল


৩১ মে


বিকেল সাড়ে ৩ টা


উইন্ডিজ-পাকিস্তান


নটিংহাম


১ জুন


বিকেল সাড়ে ৩ টা


নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা


কার্ডিফ


১ জুন


সন্ধ্যা সাড়ে ৬ টা


আফগানিস্তান-অস্ট্রেলিয়া


ব্রিস্টল (দি/রা)


২ জুন


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা


ওভাল


৩ জুন


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড- পাকিস্তান


নটিংহাম


৪ জুন


বিকেল সাড়ে ৩ টা


আফগানিস্তান-শ্রীলঙ্কা


কার্ডিফ


৫ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-দক্ষিণ আফ্রিকা


সাউদাম্পটন


৫ জুন


সন্ধ্যা সাড়ে ৬ টা


বাংলাদেশ-নিউজিল্যান্ড


ওভাল (দি/রা)


৬ জুন


বিকেল সাড়ে ৩ টা


অস্ট্রেলিয়া-উইন্ডিজ


নটিংহাম


৭ জুন


বিকেল সাড়ে ৩ টা


পাকিস্তান-শ্রীলঙ্কা


ব্রিস্টল


৮ জুন


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-ইংল্যান্ড


কার্ডিফ


৮ জুন


সন্ধ্যা সাড়ে ৬ টা


আফগানিস্তান-নিউজিল্যান্ড


টন্টন (দি/রা)


৯ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-অস্ট্রেলিয়া


ওভাল


১০ জুন


বিকেল সাড়ে ৩ টা


দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ


সাউদাম্পটন


১১ জুন


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-শ্রীলঙ্কা


ব্রিস্টল


১২ জুন


বিকেল সাড়ে ৩ টা


অস্ট্রেলিয়া-পাকিস্তান


টন্টন


১৩ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-নিউজিল্যান্ড


নটিংহাম


১৪ জুন


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-উইন্ডিজ


সাউদাম্পটন


১৫ জুন


বিকেল সাড়ে ৩ টা


দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান


কার্ডিফ (দি/রা)


১৬ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-পাকিস্তান


ওল্ড ট্র্যাফোর্ড


১৭ জুন


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-উইন্ডিজ


টন্টন


১৮ জুন


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-আফগানিস্তান


ওল্ড ট্র্যাফোর্ড


১৯ জুন


বিকেল সাড়ে ৩ টা


নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা


এজবাস্টন


২০ জুন


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-অস্ট্রেলিয়া


নটিংহাম


২১ জুন


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-শ্রীলঙ্কা


হেডিংলি


২২ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-আফগানিস্তান


সাউদাম্পটন


২২ জুন


সন্ধ্যা সাড়ে ৬ টা


উইন্ডিজ-নিউজিল্যান্ড


ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)


২৩ জুন


বিকেল সাড়ে ৩ টা


পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা


লর্ডস


২৪ জুন


বিকেল সাড়ে ৩টা


বাংলাদেশ-আফগানিস্তান


সাউদাম্পটন


২৫ জুন


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-অস্ট্রেলিয়া


লর্ডস


২৬ জুন


বিকেল সাড়ে ৩ টা


নিউজিল্যান্ড-পাকিস্তান


এজবাস্টন


২৭ জুন


বিকেল সাড়ে ৩ টা


উইন্ডিজ-ভারত


ওল্ড ট্র্যাফোর্ড


২৮ জুন


বিকেল সাড়ে ৩ টা


শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা


ডারহাম


২৯ জুন


বিকেল সাড়ে ৩ টা


পাকিস্তান-আফগানিস্তান


লিডস


২৯ জুন


সন্ধ্যা সাড়ে ৬ টা


নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া


লর্ডস (দি/রা)


৩০ জুন


বিকেল সাড়ে ৩ টা


ভারত-ইংল্যান্ড


এজবাস্টন


১ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


শ্রীলঙ্কা-উইন্ডিজ


ডারহাম


২ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


বাংলাদেশ-ভারত


এজবাস্টন


৩ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


ইংল্যান্ড-নিউজিল্যান্ড


ডারহাম


৪ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


আফগানিস্তান-উইন্ডিজ


হেডিংলি


৫ জুলাই


সন্ধ্যা সাড়ে ৩ টা


বাংলাদেশ-পাকিস্তান


লর্ডস


৬ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


শ্রীলঙ্কা-ভারত


হেডিংলি


৬ জুলাই


বিকেল সাড়ে ৬ টা


অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা


ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)


৯ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


প্রথম সেমিফাইনাল


ওল্ড ট্র্যাফোর্ড


১০ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


রিজার্ভ ডে


ওল্ড ট্র্যাফোর্ড


১১ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


দ্বিতীয় সেমিফাইনাল


এজবাস্টন


১২ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


রিজার্ভ ডে


এজবাস্টন


১৪ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


ফাইনাল


লর্ডস


১৫ জুলাই


বিকেল সাড়ে ৩ টা


রিজার্ভ ডে


লর্ডস

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ছাত্রলীগের নিউজপোর্টাল

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ছাত্রলীগের নিউজপোর্টাল

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দীর্ঘ ৮ মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল বিএসএলনিউজ ডটকম বিডি (bslnews.com.bd)। এটি বাংলাদেশে ছাত্রলীগের মুখপাত্র হিসেবে কাজ করবে। শুক্রবার ভোরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটসমূহের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরতে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল bslnews.com.bd চালু করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিট সমূহের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়কে তাদের সব সাংগঠনিক কার‌্যক্রমের সংবাদ bslnews1971@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।


ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. শফিকুল আলম রেজার সার্বিক সহযোগিতায় এবং গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শেখ শামীম তুযের নেতৃত্বে ৭ জনের একটি টিমকে এ পোর্টাল পরিচালনার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।


বিএসএল নিউজ টিমের অন্য সদস্যরা হলেন ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক সালাহ উদ্দিন জসিম, মোহাম্মদ হোসাইন, সুশোভন অর্ক ও নাজমুল হুদা সুমন। এছাড়াও অনলাইন বিশেষজ্ঞ দিব্য মণ্ডল ও ইমতুজ জাভেদ পিজন এ টিমের সদস্য হিসেবে কাজ করবেন।


ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল হিসেবে এর সার্বিক তত্ত্বাবধান করবেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

গুজরাটে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৯

গুজরাটে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৯

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গুজরাট রাজ্যের সুরাটের একটি ভবনে শুক্রবার বিকেলের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ভবনে ৫০ জনের বেশি আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সুরাটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন মারা গেছেন। ভবনটির একেবারে ওপরের তলায় একটি কোচিং সেন্টার থাকায়, নিহতদের মধ্যে সবাই কোচিংয়ের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।


যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।


হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
অবশেষে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে পঞ্চগড়বাসীর বহুল আকাঙ্ক্ষিত স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এসময় স্টেশনে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।


এই ট্রেনের প্রথম যাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী। এসময় তিনি উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সঙ্গে সঙ্গে রেল বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ দেন।




[caption id="" align="aligncenter" width="720"]সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।[/caption]

এসময় স্টেশনে উপস্থিত ছিলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা- এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। রাত ১২টা ১০মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। যাত্রাপথে রুহিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি।


ট্রেনটিতে আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভাড়া একতা ও দ্রুত যানের সমান রাখা হয়েছে। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুরের, ২৫ শতাংশ ঠাকুরগাঁওয়ের ও ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সবমিলিয়ে প্রায় এক হাজার যাত্রী পরিবহণ করবে ট্রেনটি।




[caption id="" align="aligncenter" width="800"]উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস[/caption]
পদত্যাগ করছেন রাহুল গান্ধী?

পদত্যাগ করছেন রাহুল গান্ধী?

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে  কংগ্রেসের। এমন কী সভাপতি রাহুল গান্ধী দুটি আসনে প্রদিদ্বন্ধীতা করে একটিতে হেরেছেন। দলের ভয়াবহ পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন রাহুল গান্ধী বলে জানিয়েছেন দলের একজন।


ভোটের ফল পর্যালোচনা করতে শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে দিল্লিতে। সেখানেই রাহুল পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন দলের ওই সদস্য।


দ্য ইকোনোমিক টাইমস জানায়, দেশজুড়ে কংগ্রেসের খারাপ ফলের পর দলের হাল ধরা নিয়ে এরই মধ্যে দলের ভেতরেই গুঞ্জন শুরু হয়েছে। দলের নানা স্তর থেকে গোপনে রাহুলের সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়েও। দলের অনেক নেতা তাদের পদত্যাগপত্রও পাঠাচ্ছেন।


এরই মধ্যে পদত্যাগ করেছেন ওড়িশার কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক এবং উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর। এছাড়া কর্নাটকে দলের প্রচারের দায়িত্ব থাকা এইচ কে পাটিলও পদত্যাগ করেছেন।


এ পরিস্থিতির মধ্যেই নির্বাচনে পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা বলেছেন রাহুল। মা সোনিয়া গান্ধীসহ ঊর্ধ্বতন কংগ্রেস নেতাদের কাছেও পদত্যাগ করার কথা বলেছেন তিনি।

নতুন স্টারহপার রকেটের পরীক্ষায় স্পেসএক্স

নতুন স্টারহপার রকেটের পরীক্ষায় স্পেসএক্স

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আসন্ন এক পরীক্ষামূলক উড্ডয়নে স্টারহপার রকেট উৎক্ষেপণ করবে স্পেসএক্স। এটি আকাশে ১৬,৪০০ ফুট ওপরে উঠবে বলে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক এক আবেদনে।


যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই পরীক্ষা চালানো হবে, ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসিতে দাখিল করা ওই আবেদন থেকে এমন আভাস পাওয়া গিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।


চাঁদ ও মঙ্গলে যাত্রী পরিবহনে স্টারশিপ নামের বিশাল এক যাত্রীবাহী রকেটের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টারহপার এই স্টারশিপেরই একটি মৌলিক সংস্করণ। স্টারশিপের মতো একই রকম কাঠামো হলেও স্টারহপার মূল সংস্করণ থেকে ছোট।


‘হপ টেস্ট’ বলতে পৃথিবী থেকে অল্প উচ্চতায় চালানো পরীক্ষাকে বোঝায়। এর সঙ্গে মিল রেখেই স্টারহপার নামটি রেখেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি।


স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেন, তিনটি ইঞ্জিন যোগ করে স্টারহপারের পরীক্ষা চালানো হবে। কিন্তু ছবিতে দেখা গেছে এখন পর্যন্ত রকেটটির সঙ্গে কোনো ইঞ্জিন লাগানো হয়নি।
পরীক্ষার জন্য এর আশপাশের এলাকার রাস্তা ২৮ মে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সামনের সপ্তাহেই রকেটটি পরীক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সার্চ রেজাল্টের নকশা পরিবর্তন করছে গুগল

সার্চ রেজাল্টের নকশা পরিবর্তন করছে গুগল

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মোবাইল ডিভাইসে সার্চ রেজাল্ট দেখানোর নকশা পরিবর্তন করছে গুগল। এতে প্রতিটি লিংকের সোর্সগুলো আরও হাইলাইট করা হবে। শীঘ্রই মোবাইল সার্চিংয়ে ওয়েবসাইটের আইকন এবং নির্দিষ্ট পেইজের নাম দেখানো হবে। এযাবৎ প্রতিটি লিংকে ছোট অক্ষরে ওয়েবসাইটের নাম দেখাতো গুগল।


কয়েকদিনের মধ্যে নকশায় এই পরিবর্তন উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র। আর এটি আগে মোবাইল ডিভাইসে আনা হবে। ওয়েব সর্চ এবং গুগল অ্যাপ উভয় প্ল্যাটফর্মেই এই পরিবর্তন দেখা যাবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।


আপডেটেড নকশায় এটি অনেকটা নিউজ ফিডের মতো দেখাবে, যাতে অনেক প্রকাশকের কাছ থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর পোস্ট দেখানো হবে। বিভিন্ন সোর্স থেকে ভুয়া খবর বাড়তে থাকায় সোর্সের তথ্যে জোর দেওয়ার বিষয়টিকে ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে গুগল।


গুগলের দাবি, নকশা পরিবর্তন করায় সার্চ রেজাল্টের পাতা আরও সমৃদ্ধ হবে। আরও বেশি ছবি এবং হাইলাইটেড তথ্য দেখানো হবে। নতুন নকশা “আমাদেরকে আরও বেশি বাটন এবং সহায়ক প্রিভিউ যোগ করতে দেবে।”

ইনজুরিতে অধিনায়ক, ইংল্যান্ডের জন্য দু:সংবাদ

ইনজুরিতে অধিনায়ক, ইংল্যান্ডের জন্য দু:সংবাদ

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বকাপের আগ মুহূর্তে ইংল্যান্ডের জন্য দু:সংবাদ। অনুশীলনে হাতের আঙ্গুলে আঘাত পেয়েছেন অধিনায়ক ইয়োইন মরগান। ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলকালে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পাওয়ার পর অধিনায়ক মরগানের এক্সরে করা হবে।


শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচের আগে আজ সাউদাম্পটেনর রোজ বোলে দলের সঙ্গে অনুশীলনকালে একটি ক্যাচ নিতে গিয়ে মরগান আঙ্গুলে আঘাত পান।


ইসিবির দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘ সকালে ফিল্ডিং অনুশীলনকালে বাঁ-হাতের কনিষ্ঠ আঙ্গুলে মরগান আঘাত পেয়েছেন। অনুশীলন শেষে সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে এক্সরে করাতে তিনি হাসপাতালে যাচ্ছেন।’


ব্যক্তিগত কারণে জো রুটের অনুপুস্থিতে মরগানসহ ইংল্যান্ড বিশ্বকাপ দলের ১৪ খেলোয়াড় হ্যাম্পশায়ারের মাঠে অনুশীলন করেন।


মরগানের নেতৃতত্বেই ইংল্যান্ড দল আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপের একজন গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। আগামী ৩০মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

পরখ করার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

পরখ করার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দ্বাদশ বিশ্বকাপে অংশগ্রহণকারী দশটি দলই দু’টি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দু’দল প্রস্তুতি ম্যাচে শেষবারের মত পরখ করে নিতে চায়। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড লড়াই।


ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের মাটিতে পা রাখে যথাক্রমে ওয়ানডে র‌্যাংকিং-এ দ্বিতীয় ও চতুর্থস্থানে থাকা ভারত-নিউজিল্যান্ড।। ২০১৬ সালের জানুয়ারি থেকে মাত্র দু’টি দ্বিপক্ষীয় সিরিজ ও একটি টুর্নামেন্ট হেরেছে ভারত। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও শিরোপা জয় করতে পারেনি। এরপর ২০১৮ সালে ইংল্যান্ডের কাছে এবং সর্বশেষ গেল মার্চে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারে ভারত।


অস্ট্রেলিয়ার কাছে ঐ সিরিজ হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয় ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়ই। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ ছিলো আইপিএল। তাই তো আইপিএল দলের খেলোয়াড়দের আস্থা বাড়িয়েছে বলে জানিয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ‘আইপিএলে প্রত্যক খেলোয়াড়ই নিজেদের সেরা ফর্মে ছিলো। আইপিএলের কারণে দলের সবাই নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে সবাই ক্রিকেটকে উপভোগ করতে চায়।’


প্রস্তুতিমূলক ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রী, ‘মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতি মূলক ম্যাচ রয়েছে। দু’টি দলই বেশ শক্তিশালী। তাই প্রস্তুতিমূলক ম্যাচ দু’টিকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই। দু’টি ম্যাচেই নিজেদের প্রস্তুতি ভালোভাবে সাড়তে হবে।’ ভারতের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি মূলক ম্যাচ ২৮ মে বাংলাদেশের বিপক্ষে।


চলতি বছর তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। সবগুলোই দেশের মাটিতে। তিন ম্যাচের সিরিজে শ্রীলংকা ও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলেও ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারে কিউইরা। তবে প্রায় তিন মাস ধরে আন্তর্জাতিক অঙ্গনে খেলছে না নিউজিল্যান্ড। সর্বশেষ গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে কিউইরা। তবে আইপিএলে নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার খেলার মধ্যেই ছিলো। এরমধ্যে উল্লেখযোগ্য- অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলম, কলিন মুনরো ও ট্রেন্ট বোল্ট।


তবে বিশ্বকাপের মঞ্চের আবহ ভিন্ন। এখানকার কন্ডিশন ও পরিস্থিতি ভিন্ন। তাই মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে চায় নিউজিল্যান্ড। এমনই ইঙ্গিত দিলেন দলের ওপেনার গাপটিল। তিনি বলেন, ‘আইপিএলে আমরা অনেকেই ভালো খেলেছি। কিন্তু এক সাথে খেলতে পারেনি। জাতীয় দলে সেটি সম্ভব হবে। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক আমাদের একত্র করার সুযোগ করে দিচ্ছে। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই।’


আগামী ২৮ মে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার লক্ষ্যে সাউদাম্পটনের রোজ বোলে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় মুখোমুখি হবে দল ২ টি।


দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড। বর্তমানে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর দল তারা। গেল সপ্তাহে নিজেদের মাটিতে পাকিস্তানকে পাঁচ ম্যাচের সিরিজে নাস্তানাবুদ করেছে ইংলিশরা। ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইয়োইন মরগানের দল। পুরো সিরিজেই পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। এমনকি গেল তিন বছর যাবত ওয়ানডে ক্রিকেটে অন্যতম সেরা সাফল্যই পেয়ে যাচ্ছে ইংল্যান্ড।


তাই এবার দেশের মাটিতে নিজেদের কন্ডিশনে আসন্ন বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে উদগ্রীব হয়ে আছে ইংল্যান্ড। এমনটাই বলেন ইংলিশ অধিনায়ক মরগান, ‘বিশ্বকাপে আমরা ভালো পারফরমেন্স করতে চাই। আমাদের এবারের দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ। এই দলটিই গেল তিন বছর ধরে এক সাথে খেলছে। খুব বেশি পরিবর্তন হয়নি। তাই আমাদের বোঝাপড়াও খুব বেশি। মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ দু’টি। নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে সবাই। আমরাও এই সুযোগ কাজে লাগাতে চাই।’


২০১৭ সালের জানুয়ারিতে ওয়ানডে ফরম্যাটে সাফল্য পায় অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ দিন কোন দ্বিপক্ষীয় সিরিজ ও টুর্নামেন্টে জয়ের স্বাদ পায়নি অসিরা। কিন্তু বিশ্বকাপের আগ মূর্হুতে হঠাৎ করেই ঘুড়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের অধীনে সেরা ক্রিকেট প্রদর্শনে ব্যস্ত তারা। ভারতের মাটিতে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদেরে করে নিয়েছে অসিরা।


এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে জিতে নেয় অসিরা। শেষ দু’টি দ্বিপক্ষীয় সিরিজের পারফরমেন্সে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। এ ছাড়া বল টেম্পারিং কেলেঙ্কারীর দায়ে নিষিদ্ধাদেশ কাটিয়ে দলের ফিরেছেন দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাই আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর বর্তমান চ্যাম্পিয়নরা।


তাই প্রস্তুতিমূলক ম্যাচে ভালো করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ, ‘বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। দু’টি ম্যাচ দিয়ে নিজেদের অবস্থা ভালোভাবে বুঝতে পারা যায়। প্রস্তুতিমূলক হলেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বড় পরীক্ষা। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জয়ের লক্ষ্য থাকবে আমাদের।’


ইংল্যান্ডের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ ২৭ মে। লন্ডনে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। একই দিন শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

ছক কষে পথ চলছেন মাহিয়া মাহী!

ছক কষে পথ চলছেন মাহিয়া মাহী!

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দেশীয় শোবিজ তারকাদের একের পর এক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ড হ্যাক হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহীর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।


এদিকে, হ্যাকড হওয়া আইডি দিয়ে কেউ যেন প্রতারণার আশ্রয় নিতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে ভক্ত-অনুরাগী দর্শকদের অনুরোধ জানিয়েছেন মাহী। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


খুব অল্প সময়েই প্রযোজকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন মাহী। চলচ্চিত্রের ক্যারিয়ার যখন ঠিক মধ্য গগনে তখনই মাহিয়া মাহীর ক্যারিয়ারে ঘটে ছন্দপতন। হঠাৎ প্রযোজকদের কাছে তার আস্থার জায়গায় তৈরি হয় সংকট। গত দুই বছর ঢালিউডে তার অবস্থান মোটেই সুখকর ছিল না। তাই এখন পুরানো সেই অবস্থান ফিরে পেতে একেবারে ছক কষে পথ চলছেন তিনি।


বর্তমানে ‘আনন্দ অশ্রম্ন’ সিনেমায় কাজ করছেন মাহী। এ বিষয় মাহী জানান, ‘আনন্দ অশ্রম্ন’ শুটিং প্রায় শেষের দিকে। ঈদের পড়ে বাদবাকি কাজ হবে। এ ছাড়া আরও বেশ কিছু সিনেমায় কাজ করার কথা চলছে। আশা করছি দ্রম্নতই শুরু হবে যেসব কাজ। এ ছাড়াও ঈদকে সামনে রেখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে তাকে।

স্বরূপে ফিরলেন ব্রিটনি

স্বরূপে ফিরলেন ব্রিটনি

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ফিরছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে দীর্ঘদিন ধরেই সংগীত জগতে ছিলেন অনুপস্থিত। শুরু হয় আশঙ্কা, আর গাইতে পারবেন এই সংগীত জগতের সবচেয়ে বড় তারকা। নেটিজেনদের সব আশঙ্কা ফুঁ দিয়ে উড়িয়ে ব্রিটনি জানান দিলেন, তিনি ফরছেন।


জানা যায়, ব্রিটনি দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। টানা তিরিশ দিন মানসিক চিকিৎসকের পর্যবেক্ষণেও ছিলেন তিনি। তবে এখন তিনি স্বাভাবিক। সব কিছুই নতুনভাবে শুরু করতে চাইছেন আগের মতো। গত শক্রবার প্রিন্সেস অব পপ খ্যাত ব্রিটনিকে দেখা গেছে বয়ফ্রেন্ড স্যাম আসগারির সঙ্গে শপিং করতেও।


সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন গণমাধ্যমকে ব্রিটনি নিশ্চিত করেছেন তিনি শিগগিরই ফিরছেন। আবার কাপানে মার্কিন মুলুক।


এদিকে কিছুদিন ধরেই ব্রিটনির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিল ভক্তরা। আবার অন্যদিকে ব্রিটনির বাবার বাড়াবাড়িও পছন্দ করছেন না এই তারকার ভক্ত অনুসারীরা। তারা জেমি স্পিয়ার্সের অযথা কড়াকড়ির যবনিকা টানতে চান, চান অভিভাবকত্বের সমাপ্তি। এমনকি ব্রিটনি ভক্তরা হেশ ট্যাগ ফ্রি ব্রিটনি নামে আন্দোলন করেছিলেন।

ঈদে আসছে পায়েলের ‘ঘুড্ডি’

ঈদে আসছে পায়েলের ‘ঘুড্ডি’

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মডেল-অভিনেত্রী কেয়া আক্তার পায়েল এবার আসছে ঈদের জন্য একটি খণ্ড নাটকে কাজ করেছেন। এর নাম ‘ঘুড্ডি’। এটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন ওসমান মিরাজ। এখানে ইরফান সাজ্জাদের বিপরীতে পায়েল অভিনয় করেছেন।


পায়েল জানান, এস এস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে এটি ঈদে প্রচার হবে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, জাফিয়া হকসহ অনেকে।

কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : ইরান

কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : ইরান

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইরানের অধিকারকে সম্মান না জানালে ‘কোন অবস্থাতেই’ তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না। বৃহস্পতিবার এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।


সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিভান খোসরাভি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকারের প্রতি সম্মান জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড পরিহার করা না হচ্ছে ,ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থানে অটল থাকবো।’


এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কোন অবস্থাতেই আলোচনা হবে না।’ খোসরাভি বলেন, এটা নিয়ে আলোচনায় বসার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা তেহরান সফর করছে। এসব প্রতিনিধির অধিকাংশ আমেরিকার পক্ষ থেকে আসছে।


তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমরা ইরানের নীতি অনুযায়ী তেহরানের যুক্তি তুলে ধরে সাড়া দিয়েছি।’ ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি সোমবার তেহরানে আসার পর বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক পরিচালক জেন্স প্লটার ইরানে আসেন।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চলীয় মিজৌরি রাজ্যে বুধবার রাতে টর্নেডোর আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ঝড়ের আঘাতে অঞ্চলটি লন্ডভন্ড হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। খবর এএফপি’র। মিজৌরি রাজ্যের কর্মকর্তারা জানান, এ প্রাকৃতিক দুর্যোগে সেখানের ছোট শহর গোল্ডেন সিটিতে তিন জনের প্রাণহানি ঘটে।


এদিকে জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, বুধবার রাতে আঘাত হানা শক্তিশালী টর্নেডোর কারণে রাজ্যের রাজধানী জেফারসন সিটির বাসিন্দাদের অনেক ক্ষতি হয়েছে। এক টুইটার বার্তায় গভর্নর মাইক পারসন বলেন, ‘গত রাতের টর্নেডোর আঘাতে এবং বন্যার পানি বেড়ে যাওয়ায় আমাদের রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।’


আবহাওয়া সংস্থা জানায়, এ টর্নেডোয় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার। দানবীয় এ ঝড়ের আঘাতে মোট কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। প্রায় ২০ জনকে রাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিলামে উঠছে ম্যালওয়্যার ভর্তি ল্যাপটপ

নিলামে উঠছে ম্যালওয়্যার ভর্তি ল্যাপটপ

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ছয়টি কুখ্যাত ম্যালওয়্যারযুক্ত একটি স্যামসাং ল্যাপটপ ওঠানো হয়েছে নিলামে। শৈল্পিক প্রকল্প হিসেবে এটির নিলাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ানানাক্রাই এবং আইলাভইউ-এর মতো ম্যালওয়্যার রয়েছে এই ল্যাপটপে। খবর প্রকাশের সময় পর্যন্ত নিলামে এই ল্যাপটপটির দাম উঠেছে ১১ লাখ মার্কিন ডলার-- খবর বিবিসি’র।


নিলামে বলা হয়েছে বিজয়ী ব্যক্তিকে স্যামসাং ল্যাপটপটি হস্তান্তরের সময় এটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ১১ বছর পুরানো এই ল্যাপটিকে ‘এয়ার-গ্যাপ’ করে রাখা হয়েছে। অন্যান্য নেটওয়ার্ক থেকে আলাদা রাখতে এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।


মার্কিন যুক্তরাষ্ট্রে কারও ক্ষতির উদ্দেশ্যে ম্যালওয়্যার বিক্রি করা অবৈধ। নিলামে নীতিমালায় বলা হয়েছে, ল্যাপটপটি অবশ্যই “শৈল্পিক বস্তু বা অ্যাকাডেমিক কারণে” কিনতে হবে।
শিল্পী গুয়ো ও ডং এবং নিউ ইয়র্কের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিপ ইন্সটিংক্ট-এর যৌথ উদ্যোগে এই নিলামের আয়োজন করা হয়েছে। গুয়ো বলেন, “এই প্রকল্পকে আমরা ঐতিহাসিক হুমকিগুলোর একটি নথি হিসেবে দেখছি। এই দানবটাকে জীবন্ত পরিবেশে দেখাটা দারুন ব্যাপার।”



ল্যাপটপটিতে যে ছয়টি ম্যালওয়্যার রয়েছে:


ওয়ানাক্রাই- ২০১৭ সালে এনএইচএস সার্ভারে হামলা করা হয় এই ম্যালওয়্যার দিয়ে।


আইলাভইউ- ২০০০ সালে উন্মুক্ত করা এই ম্যালওয়্যারটি দুই সপ্তাহে পাঁচ কোটি কম্পিউটারে আক্রমণ করেছিল, এর মধ্যে সিআইএ, পেন্টাগন এবং যুক্তরাজ্যের পার্লামেন্টও ছিল।
মাইডুম- এরর বার্তার মতো একটি উইন্ডোজ ইমেইল যা ২০০৪ সালে দ্রুত ছড়িয়ে পড়েছিল।


সোবিগ- ২০০৩ সালে যখন এই ভাইরাসটি নজরে আসে তখন এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিবিসি নিউজকে জানায় প্রতি ১৭টি ইমেইলের মধ্যে একটিতে এই ভাইরাস রয়েছে।


ডার্কটাকিলা- আর্থিক তথ্য এবং লগইন ডেটা হাতিয়ে নেওয়ার কিলগার।


ব্ল্যাকএনার্জি- ২০১৬ সালে ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালাতে ব্যবহার করা হয়।

ডিজেআই ড্রোন শনাক্ত করবে প্লেন, হেলিকপ্টার

ডিজেআই ড্রোন শনাক্ত করবে প্লেন, হেলিকপ্টার

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্লেন বা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ এড়াতে নতুন ড্রোনে সেন্সর বাড়াচ্ছে ডিজেআই। প্লেন বা হেলিকপ্টারকে আগে থেকেই শনাক্ত করতে পারব এই ড্রোন। বুধবার ড্রোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২০২০ সাল থেকে ২৫০ গ্রামের বেশি ভরের সব ড্রোনে এই ফিচার থাকবে--খবর প্রযুক্তি সাইট ভার্জের।


নতুন ড্রোনের সেন্সর প্লেন এবং হেলিকপ্টারের পাঠানো ‘অটোমেটিক ডিপেনডেন্ট সার্ভেইলেন্স-ব্রডকাস্ট (এডিএস-বি)’ সিগনাল ধরতে পারবে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু এয়ারস্পেসের সব এয়ারক্রাফটে এডিএস-বি সিগনাল থাকা বাধ্যতামূলক করেছে মার্কিন সরকার।


ডিজেআই-এর নতুন ড্রোনে রাখা হবে এডিএস-বি ডিটেক্টর। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘এয়ারসেন্স’। প্লেন বা হেলিকপ্টার কাছাকাছি এলে ড্রোন পাইলটকে সতর্ক করবে এটি।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর পক্ষ থেকে ড্রোনে এডিএস-বি বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু ইতোমধ্যেই ম্যাট্রিস ২০০ এবং ম্যাভিক ২ এন্টারপ্রাইজের মতো আরও পেশাদার ড্রোনগুলোতে ইতোমধ্যেই এই প্রযুক্তি যোগ করেছে ডিজেআই।


বাধা এড়ানো, অবস্থান ঠিক রাখা, উচ্চতা সীমিত রাখা এবং স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নের স্থানে ফিরে আসতে ইতোমধ্যেই অনেক সেন্সর রয়েছে প্রতিষ্ঠানের ড্রোনে। তারপরও অনভিজ্ঞ বা উন্মাদ পাইলটের কারণে বেশ কয়েকবারে প্লেন এবং হেলিকপ্টারের কাছাকাছি চলে এসেছে ড্রোন, এমনকি সংঘর্ষও হয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three