প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
অবশেষে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে পঞ্চগড়বাসীর বহুল আকাঙ্ক্ষিত স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এসময় স্টেশনে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।


এই ট্রেনের প্রথম যাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী। এসময় তিনি উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সঙ্গে সঙ্গে রেল বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ দেন।




[caption id="" align="aligncenter" width="720"]সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।[/caption]

এসময় স্টেশনে উপস্থিত ছিলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা- এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। রাত ১২টা ১০মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। যাত্রাপথে রুহিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি।


ট্রেনটিতে আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভাড়া একতা ও দ্রুত যানের সমান রাখা হয়েছে। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুরের, ২৫ শতাংশ ঠাকুরগাঁওয়ের ও ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সবমিলিয়ে প্রায় এক হাজার যাত্রী পরিবহণ করবে ট্রেনটি।




[caption id="" align="aligncenter" width="800"]উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন প্রস্তুত পঞ্চগড় এক্সপ্রেস[/caption]

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three