স্বরূপে ফিরলেন ব্রিটনি

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ফিরছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে দীর্ঘদিন ধরেই সংগীত জগতে ছিলেন অনুপস্থিত। শুরু হয় আশঙ্কা, আর গাইতে পারবেন এই সংগীত জগতের সবচেয়ে বড় তারকা। নেটিজেনদের সব আশঙ্কা ফুঁ দিয়ে উড়িয়ে ব্রিটনি জানান দিলেন, তিনি ফরছেন।


জানা যায়, ব্রিটনি দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। টানা তিরিশ দিন মানসিক চিকিৎসকের পর্যবেক্ষণেও ছিলেন তিনি। তবে এখন তিনি স্বাভাবিক। সব কিছুই নতুনভাবে শুরু করতে চাইছেন আগের মতো। গত শক্রবার প্রিন্সেস অব পপ খ্যাত ব্রিটনিকে দেখা গেছে বয়ফ্রেন্ড স্যাম আসগারির সঙ্গে শপিং করতেও।


সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন গণমাধ্যমকে ব্রিটনি নিশ্চিত করেছেন তিনি শিগগিরই ফিরছেন। আবার কাপানে মার্কিন মুলুক।


এদিকে কিছুদিন ধরেই ব্রিটনির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিল ভক্তরা। আবার অন্যদিকে ব্রিটনির বাবার বাড়াবাড়িও পছন্দ করছেন না এই তারকার ভক্ত অনুসারীরা। তারা জেমি স্পিয়ার্সের অযথা কড়াকড়ির যবনিকা টানতে চান, চান অভিভাবকত্বের সমাপ্তি। এমনকি ব্রিটনি ভক্তরা হেশ ট্যাগ ফ্রি ব্রিটনি নামে আন্দোলন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three