আগামী ৩০ শে মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। তবে টাইগার ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে তাদের বিশ্বকাপ যাত্রা।
এদিকে ১৯৯২ সালের পর আবারও বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপপর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ।
এর আগে অবশ্য আগামী ২৬শে মে পাকিস্তানের ও ২৮শে মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচই হবে কার্ডিফে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:
এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সকল প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের ম্যাচগুলো সাধারণত দেখানো হতো না টিভিতে। তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে।
বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে স্টার স্পোর্টস। যার ফলে বাংলাদেশের ভারত ও পাকিস্তান উভয়ের বিপক্ষেই ম্যাচগুলো টিভিতে দেখা যাবে।