আরো কিছুদিন দেখতে চাই: অপু বিশ্বাস

admin May 29, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ছবির কোয়ালিটি যে কোনো দর্শকের জন্য যেমন প্রথম চাহিদা থাকে, ঠিক আমিও তেমনই যে কোনো গল্প হাতে নেয়ার পর সেটি এবং তাতে আমার চরিত্র কেমন তা প্রথমে চিন্তা করি। কারণ গল্পটিই দর্শকরা পুরো ছবিতে দেখতে পান।


দর্শকরা ছবি দেখে বের হওয়ার সময় নায়ক-নায়িকার অভিনয় নিয়ে কথা বলার পাশাপাশি সিনেমার গল্পটি কেমন, ছবির নির্মাণ কোয়ালিটি কেমন ছিল তা নিয়েও কথা বলে থাকেন। তাই সিনেমার কোয়ালিটি কতটুকু ভালো বা আমাদের দর্শক সেটা কীভাবে গ্রহণ করবে সেই বিষয়গুলো ভেবেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে চাই আমি- কথাগুলো বলছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্র নিয়ে খুব ভাবেন তিনি।


বড় পর্দার ভালো কাজের সঙ্গে নিজের নামটি জড়িয়ে রাখতে চান। এ বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে নতুন একটি ছবির গানের শুটিং করেন তিনি। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। অপু বিশ্বাস বলেন, ছবির কাজ কিছুটা বাকি আছে। তবে যেটুকু হয়েছে খুব ভালো হয়েছে। আর এই ইন্ডাস্ট্রিতে দেবাশীষ বিশ্বাসের একটি নাম আছে। সেই সঙ্গে এ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণ হচ্ছে। অর্থাৎ দু’টি শক্তি এখানে জড়িত আছে। সেই সঙ্গে আমি চেষ্টা করেছি ছবিটির কাজ ভালোভাবে করার। এরইমধ্যে ছবির ডাবিং শেষ করেছি। শুধু দু’টি গানের চিত্রায়ন বাকি আছে।


এ ছবিতে নতুনত্ব কি আছে? জবাবে অপু বিশ্বাস বলেন, ছবির কাহিনীটাই আলাদা। আর ছবিটিতে নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘বিয়ের ফুল’ ছবির ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়’ গানটি নতুন করে থাকছে। নতুন করে গানটি গেয়েছেন ও সংগীতায়োজন করেছেন কলকাতার শিল্পী আকাশ সেন। আশা করছি, সিনেমা হলে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন।


এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করেছেন আকাশ আমিন। সামনে এর প্রচার শুরু হবে। কলকাতার ছবিটির খবর কী জানতে চাইলে এই তারকা বলেন, ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ‘শর্টকাট’ নামের এ ছবিটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী। কলকাতার ছবিতে কাজ করে ভালো লেগেছে। ছবিটিতে একটি সুন্দর গল্প রয়েছে। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল এ ছবির কাজ গুছিয়ে করছেন। ডাবিং শেষ করলেই ছবির সব কাজ শেষ হবে।


অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

এদিকে ঈদে বেশকিছু ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন অপু। এ প্রসঙ্গে তিনি বলেন, মেহজাবিন ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছি আমি ও নায়ক ইমন। কাজটি করে ভালো লেগেছে।


এ ছাড়া প্রেম কালেকশনের ঈদ শোতে উপস্থিত ছিলাম। এবার ঈদ কোথায় করবেন অপু? জবাবে তিনি বলেন, এবার ঈদ ছেলেকে নিয়ে দেশের বাইরে করতে চাই। অপু বিশ্বাস অভিনীত পরিচালক আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি সবশেষ মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে শাকিব খান অভিনয় করেন। বর্তমান সময়ে চলচ্চিত্রের বেশ কয়েকজন নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


আপনি কেন এখনও ওয়েব সিরিজে কাজ করছেন না? এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমিও এরইমধ্যে বেশ কিছু প্রস্তাব পেয়েছি। কিন্তু ওয়েব সিরিজে এখনই কাজ করতে চাই না। আরো কিছুদিন দেখতে চাই। আমার বিশ্বাস, চলচ্চিত্রের সামনের সময়টা আবার ভালো হবে। এখন অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তবে সিনেমা হলের পরিবেশসহ উন্নত বা সিনেপ্লেক্সের মতো নতুন সিনেমা হল নির্মাণ বেশ প্রয়োজন এখন। সেই সমস্যাও সামনে দূর হবে বলে বিশ্বাস করি আমি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three