পাকিস্তান ১৯৯২ ফিরিয়ে আনতে পারে: ওয়াকার

admin May 29, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আরেকটি বিশ্বকাপ দাঁড়িয়ে দুয়ারে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস মনে করেন, ১৯৯২-এর মতো চমক দেখিয়ে বিশ্বকাপ জিতে নিতে পারে সরফরাজ আহমেদের দল


১৯৯২ বিশ্বকাপে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিল ইমরান খানের পাকিস্তান। এরপর ১৯৯৯-এর ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি আর কখনো। আরেকটি বিশ্বকাপ যখন দুয়ারে দাঁড়িয়ে, দলটির সাবেক কোচ ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস বলছেন, এবারও ১৯৯২-এর মতো চমক দেখিয়ে বিশ্বকাপ জিতে নিতে পারে পাকিস্তান।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে কলামে ওয়াকার লিখেছেন, ‘২৭ বছর হয়ে গেছে পাকিস্তান বিশ্বকাপ জিতেছে। আমরা আন্ডারডগ ছিলাম, কেউ ভাবেনি আমরা বিশ্বকাপ জিততে পারি। কিন্তু একবার ছন্দ চলে আসার পর আমরা সবকিছু জিতে নিয়েছিলাম। এটাই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হচ্ছে, এবারও একই রকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’


এবারের বিশ্বকাপে ভালো করতে হলে বড় রান করার বিকল্প নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ওয়াকার বলছেন, বড় রান করার মতো ব্যাটসম্যান পাকিস্তান দলে আছে, ‘পাকিস্তানের জন্য ইতিবাচক বিষয় হলো, তারা বড় রান করতে শুরু করেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই দেখা গেছে, ৩০০-এর বেশি রান করতে সক্ষম ওরা। ব্যাটসম্যানেরা সবাই খুব ভালো ফর্মে আছে, বিশেষ করে বাবর আজম ও হারিস সোহেল। এ ছাড়া ফখর জামান ও ইমাম-উল-হক ও রান পেয়েছে। পাকিস্তানের টপ অর্ডারকে বেশ শক্তিশালিই মনে হচ্ছে।’


তবে পাকিস্তান সম্পর্কে উদ্বেগের কথাও লুকাননি দলটির সাবেক এ কোচ, ‘ওয়াহাব রিয়াজ ও আমির ফেরায় আমাদের বোলিং শক্তিশালি হয়েছে। তবে আমার বড় দুশ্চিন্তা ফিল্ডিং নিয়ে। সুযোগ লুফে নিতে না পারলে কিংবা অতিরিক্ত ১৫-২০ রান বাঁচাতে না পারলে ভুগতে হতে পারে। ইংল্যান্ড সিরিজেও ফিল্ডাররা নিজেদের সেরা ফর্মে ছিল না। এটা তাদের আত্মবিশ্বাস নাড়িয়ে দিতে পারে।’


সাম্প্রতিক সময়ে খুব একটা স্বস্তিতে নেই সরফরাজ আহমেদের দল। টানা ১১ ওয়ানডে হেরে বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। ওয়াকার বলছেন, শুরুর দুটি ম্যাচই বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঠিক করে দিতে পারে, ‘পাকিস্তান বিশ্বকাপে যাচ্ছে আন্ডারডগ হয়ে। তাদের শুরুটা ভালো করতে হবে। প্রথম দুটো ম্যাচ হেরে গেলে সেখান থেকে ফিরে আসা কঠিন হবে। শুরুটা ভালো না হলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজের স্মৃতি ফিরে আসতে পারে। ভালো শুরু করাটা তাই জরুরি।’


৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three