রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ফের জুটি হয়ে পর্দায় আসছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আলী আব্বাস জাফর এর ‘ভারত’ ছবিতে তাদের আবার দেখা যাবে। বিষয়টি নিয়ে ক্যাটরিনা ব্যাপক উত্তেজিত।
বর্তমানে এ ছবির প্রচারণায় দারুণ ব্যস্ত সময় পার করছেন। এটি ঈদের সবচেয়ে বড় ছবি। তাই ছবিটি নিয়ে দর্শকদের কৌতুহলেরও কমতি নেই। ঈদের আগের দিন মুক্তির কথা রয়েছে ছবিটির। এদিকে ক্যাটরিনা ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রচারণায় মগ্ন।
বিভিন্ন পার্টি কিংবা টিভি অনুষ্ঠানে গিয়েও ‘ভারত’ এর প্রচারণা করছেন তিনি। এমনকি আর কোন ধরনের কাজ তিনি রাখেননি আগামি ১০-১২ দিন। শুধুমাত্র প্রচারণায় থাকবেন তিনি এ ছবির। আর বিষয়টি দারুণ উপভোগও করছেন ক্যাটরিনা।
এ বিষয়ে তিনি বলেন, সালমান ও আমি ঈদে আসছি। এটা আমার জন্য বড় ব্যাপার। আমি সত্যিই খুব উত্তেজিত ছবিটি নিয়ে। কারণ এটি একটি পরিপূর্ণ ছবি। প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ প্রতিটি দৃশ্য উপভোগ করবে বলেই আমি মনে করি। তাছাড়া যেহুতু সালমান আছে আমার সঙ্গে, তাই এটি আমার জন্য বিশেষ কিছু।