নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে পৃথক ঘটনায় দুই বৃদ্ধ আত্মহত্যা করেছে। গত শনিবার পৃথক সময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘার পাড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত ইন প্রামানিকের ছেলে দুদু প্রামানিক (৫৫)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আবদুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ৫টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
[পাবনায় পিতা ও সৎ ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর গর্ভপাত, এরপর...]
অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার রাত ৮টার দিকে বাড়িতে গ্যাসের ট্যাবলেট খান। বাড়ির লোকজন বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯ টার দিকে পথিমধ্যে তিনি মারা যান। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।