নীলফামারী: বাংলাদেশ ইবতেদায়ী মাদরাসা টিচার্স সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুদিবস জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও রংপুর বিভাগীয় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট, সোমবার সকাল ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদের ভিআইপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম। সৈয়দপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল সরকারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় প্রধান আহ্বায়ক আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শামীম তালুকদার, রংপুর বিভাগীয় আহ্বায়ক মো. নুর হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের নজরুল ইসলাম, দিনাজপুরের মোখলেছুর রহমান, রংপুরের সাইফুল ইসলাম, পার্বতীপুরের মাহতাব হোসেন প্রমুখ।
[সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ]
বক্তারা আক্ষেপের সাথে বলেন, আমরা ইবতেদায়ী মাদরসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের সমান মান পেলেও তাদের মতো বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাইনা। বর্তমান সরকার বেতন কিছুটা বৃদ্ধি করলেও তা অনুদান নির্ভর। আমাদের কোন বেতন স্কেল নেই। এ কারণে আমরা চরম অনিশ্চয়তা ও দূর্দশার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। মাসের পর মাস বেতন পাইনা, উৎসব ভাতা বলে কিছু নেই। শুধু সম্মান নিয়ে তো আর জীবন চলেনা। জীবন-যাপনের জন্য টাকার প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে সরকার আন্তরিক হলেও এ বিষয়ে আমাদের অধিকার আদায়ের জন্য যাদের নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে তাদের প্রতারণার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। বর্তমান সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি আমাদের জীবন মানের উন্নয়নের জন্য আমাদের একটি মানসম্পন্ন বেতন স্কেল ও প্রতিষ্ঠানগুলো জাতীয় করণের উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে সচেষ্ট হবেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত ও সমগ্র মুসলিম জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা আজিজুল ইসলাম। এতে রংপুর বিভাগের ৮ জেলার প্রায় শতাধিক শিক্ষকসহ দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক দুলাল সরকার ও দৈনিক দেশেরপত্রের নীলফামারী সংবাদদাতা শাহজাহান আলী মনন উপস্থিত ছিলেন।