সৈয়দপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

admin August 28, 2018
নীলফামারী: নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন সৈয়দপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন। এ উপলক্ষ্যে আজ ২৮ আগস্ট মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের ভিআইপি হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুরের উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বজলুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো: আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, সোনাখুলী কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মনসুর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের রংপুর বিভাগীয় সভাপতি মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম বাবু, বনিক সমিতির সভাপতি মো: ইদ্রিস আলী, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান মিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ হাসান লাড্ডান, আল-মামুন সরকার, জোসনা বেগম, জাহানারা বেগম, মিনারা বেগম, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, কাশিরাম ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম লোকমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারী বিভিন্ন বিভাগের প্রতিনিধি, এনজিও ও বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দসহ সংবাদকর্মীবৃন্দ।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three