লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কামরুজ্জামান নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে করে প্রায় সপ্তাহ ধরে বিদ্যুতবিহীন জীবন যাপন করছে ১৫ টি অসহায় পরিবার। ফলে বাধ্য হয়ে গত গতকাল ২৬ অগস্ট, রবিবার হাতীবান্ধা বিদ্যুত অফিসের আবাসিক নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
[রৌমারীকে সাবেক এমপি জাকির হোসেনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ]
লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ অগস্ট হাতীবান্ধা উপজেলার পারুলীয়া এলাকায় কামরুজ্জামানসহ ৬ জন প্রভাবশালী জোর পূর্বক বিদ্যুতের লাইন কেটে দেয়। তবে কি কারণে লাইন কেটে দেওয়া হয়েছে তা আমরা জানি না। আমরা পূনরায় লাইন সংযোগ দিতে চাইলে কামরুজ্জামান এতে বাধা দেয়।
অভিযুক্ত কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে জানান, আমি কারো লাইন কেটে দেই নাই। হাতীবান্ধা বিদ্যুৎ অফিসের আবাসিক নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত বিদ্যুৎ লাইন দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।