কাউনিয়া, রংপুর: সাংগঠনিক শৃংখলাভঙ্গের অভিযোগে কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে তার পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। বর্তমানে তার স্থলে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শাহীন সরকার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
অ্যাড. শাহীন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় তাকে স্বাগত জানিয়েছে কাউনিয়া উপজেলা জাতীয় পার্টি ও তার সকল সহযোগি সংগঠনের তৃনমুলের নেতাকর্মীরা। এছাড়াও তারা নব দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদকসহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সেই সাথে জেলা কর্তৃক এ্যড. শাহীন সরকারকে উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ সাধুবাদ জানান।