বিনোদন ডেস্ক: চোখ মারার কয়েক সেকেন্ডের একটি ভিডিও রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া প্রিয়া প্রকাশ ওরিয়ারের একটি ছবি নিয়ে ফের তুমুল হইচই শুরু হয়েছে অনলাইনে। শুরুতে ভ্রু-ভঙ্গি আর মুক্তো-ঝরা হাসিতে অগুন্তি তরুণের মনে ঝড় তুলেছিলো এ দক্ষিণী রুপসী।
এবার নতুন এক লুকে নেট দুনিয়ায় হাজির হয়ে সবাইকে তাক লাগিয়েছেন ১৯ বছর বয়সের এই মেয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। তাতে কাসাভু নামে এক ধরনের শাড়িতে দেখা যায় প্রিয়াকে। ছবিটি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রিয়ার এই ছবি দেখে প্রশংসা করেন।
‘অরু আদার লাভ’ ছবির ওই দৃশ্যের জন্য ভাইরাল হওয়ার পরে সরাসরি বহু ছবিতে অভিনয় করার টিকিট পেয়ে যান প্রিয়া। সম্প্রতি আর এই ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ ওরিয়ার। জি নিউজ।