নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। শনিবার রাতে নিজ বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়।
নিহতের একমাত্র মেয়ে আয়না বেগমের স্বামী হক্কা মেম্বার জানান, আমার শাশুড়ির সঙ্গে অনেক স্বর্ণালংকার ছিল। আমার ধারণা, স্বর্ণালংকার লুটে নিয়ে তাকে হত্যার পর শরীরে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিজয় কর্মকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে।
কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।