রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জয়পুরহাটের ক্ষেতলালে বুধবার ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় মানববন্ধন কর্মসূচি পালনকালে ধানে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ কৃষকসহ ‘কৃষি, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম কমিটি’র নেতারা।
‘কৃষি, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম কমিটি’র উদ্যোগে শহরের জিরো পয়েন্টে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন এবং সেখানে ধান ঢেলে আগুন দিয়ে প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটি সভাপতি শাহ জামান তালুকদার, কৃষক খাজামদ্দি, ইয়াকুব আলী প্রমুখ।
এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সদস্য কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন, পলাশবাড়ী উপজেলা সিপিবি নেতা আবদুল্যাহ আদিল নান্নু, তাজুল ইসলাম, মো. ওয়ারেস, ইয়াদুল ইসলাম প্রমুখ।