রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পিকুল বিশ্বাস নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এঘটনা ঘটেছে। নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার ভাই সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার।
জানা গেছে, পিকুল বিশ্বাস বুধবার রাত ১টার দিকে সরিষা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে গুলি করে ও কুপিয়ে জখম করে।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা থানা পুলিশের ওসি আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাসকে কে বা করা হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।