অনলাইন ডেস্ক:
যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি প্রায় ২ লক্ষ ২২ হাজার ৪৯৯ ভোটে জিতেছেন। মিমির প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৬৪ হাজার ৯১৯ ভোট। তার বিপক্ষে দাঁড়ানো বিজেপি প্রার্থী অনুপম হাজরা পেয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৪২০ ভোট।
অন্যদিকে বামেদের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য পেয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ১৭৩ ভোট৷ নোটায় ভোট দিয়েছেন ১৩ হাজার ৯২ জন।
মিমির পাশাপাশি আরও এক তারকা প্রার্থী দেব জিতেছেন ঘাটাল কেন্দ্র থেকে। বসিরহাট কেন্দ্রের আরও এক তারকা প্রার্থী নুসরতও জয়ের পথে। অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের মালা রায় জিতেছেন।