কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ৬ পরীক্ষার্থীর কারাদণ্ড

admin June 22, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে এক মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


কারাদণ্ড দেয়ার পর শুক্রবার বিকালে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো: লুৎফর রহমান ৬ পরীক্ষার্থীকে জেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন, কুড়িগ্রাম শহরের নিমবাগান এলাকার বাসিন্দা আতিকা তাসমিন, সদর উপজেলার কাঁঠালবাড়ী শিবরাম এলাকার নওরিন আক্তার, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের গোলাম মোস্তফা, একই উপজেলার আনিছুর রহমান, মকবুল হোসেন ও শাহিনা খাতুন।


কারাগার সুত্র জানায়, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই ৬ পরীক্ষার্থী সাথে মোবাইল ফোন রাখাসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী মেজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।


কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো: লুৎফর রহমান জানান, শুক্রবার বিকালে দণ্ডাদেশ সহ ছয় পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হলে কারা কর্তৃপক্ষ তাদেরকে হাজতে প্রেরণ করে। তাদের প্রত্যেককে এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three