কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম মোহাম্মদপুর বাজার সংলগ্ন শ্বশুর বাড়ি থেকে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো শয়ন ঘরের একটি বাঁশের সঙ্গে বাঁধা নিহত ব্যক্তির দুই হাটু মাটিতে পড়ে থাকায় এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় প্রশ্নের সৃষ্টি হয়। নিহত দিনমজুর ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের টেপড়ির বাজার এলায়।
এলাকাবাসীর ধারনা, স্ত্রীর যন্ত্রণায় কাতর হয়ে দিনমজুর মতিয়ার রহমান আত্মহত্যার করতে পারেন অথবা তাকে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে তার শুশুর বাড়ির লোকজন। এলাকাবাসী পুলিশের কাছে এর সঠিক তদন্ত দাবি করেছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনাস্থলে থেকে দড়িতে ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রির্পোট ও তদন্ত স্বাপেক্ষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। পরবর্তীতে এর উপর আইনি ব্যবস্থা নেয়া হবে।