দিনাজপুরের ২৯ টি ইটভাটার বিরুদ্ধে মামলা

admin June 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইটভাটার জাল আদেশ ও নথি তৈরির ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে দিনাজপুরের ২৯টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর মডেল থানায় এসআই আবদুল হামিদ মামলাটি দায়ের করেন। গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম এ কথা জানান।


জানা যায়, গত মার্চ মাসের শেষের দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যমুনা ইটভাটার কারণে শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর চিঠি লিখেছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাইশা মনওয়ারা মিশু। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ওই শিশুর সঙ্গে কথা বলেন। পরে জেলা প্রশাসককের নির্দেশে ভাটাটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পদক্ষেপ নিতে গিয়ে স্থানীয় প্রশাসন দেখে লাইসেন্স না থাকলেও উচ্চ আদালতে করা রিটের মাধ্যমে যমুনা ইট ভাটাটি চলছে।


মামলা সূত্রে জানা যায়, হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ইটভাটা নিয়ে শিশুর উদ্বেগের খবর তুলে ধরে রিট করে রাষ্ট্রপক্ষ। রিটের চুড়ান্ত শুনানিতে দিনাজপুর জেলা প্রশাসকের কাছ থেকে পাওয়া একাধিক আদেশ আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ। এ সময় ২০১৭ সালের ২৫ আক্টোবরের ২২ জন ও ২০১৮ সালের ১৯ নভেম্বরের ২৬ জন আবেদনকারীর স্বাক্ষরিত দুটি রিট আদলতের নজরে আনা হয়। এরপর আদালত সংশ্লিষ্ট শাখার সুপারকে ডেকে রিট আবেদন ও রাষ্ট্রপক্ষের দেখানো আদেশের নথি সরবরাহের জন্য মৌখিত নির্দেশ দেন।


এছাড়াও ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ওই মামলা দুটির আদেশের নকল সংগ্রহেরও নির্দেশ দেন আদালত। পরে সংগ্রহ করা ওই মামলা দুটির আদেশের নকলের ফটোকপি যাচাই করে দেখা যায় নকলগুলো রিট শাখা থেকে সরবরাহ করা হয়নি। এতে সংশ্লিষ্টদের যে স্বাক্ষর রয়েছে তাও জাল। এ ঘটনায় গত ৩০ এপ্রিল উচ্চ আদালত ৩১টি ইটভাটার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আদালতে হাজিররা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিন জেলার (দিনাজপুর, রংপুর ও নীলফামারী) পুলিশ সুপারকে নির্দেশ দেন।


গত ২০ মে ওই বেঞ্চ ৩১টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারদের আদেশ দেন। এছাড়াও বিষয়টি তদন্ত করে জাল আদেশ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)নির্দেশ দেন। আগামি ২৫ জুনের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলায় যেসব ইটভাটার মালিককে আসামি করা হয়েছে তারা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যমুনা ব্রিকসের সত্ত্বাধিকারী হাসান শাহরিয়ার, আরবি ব্রিকসের রবিউল আলম মুন্সী, এইচবি ব্রিকসের এজেডএম রেজওয়ানুল হক, অর্নব ব্রিকসের নুর আলম ও ইব্রাহীম আলী মন্ডল, বারী ব্রিকসের ফখরুল ইসলাম শাহ, এআরবি ব্রিকসের রেজওয়ানুল হক, আরটি ব্রিকসের মো. তাশরিফুল, এসএ ব্রিকসের আমানুল্লাহ প্রামাণিক, জেএস ব্রিকসের শাহরিয়ার ইফতেখারুল আলম চৌধুরী, ফাইভ ষ্টার ব্রিকসের নজরুল ইসলাম, হক ট্রেডার্সের জিকরুল হক, মাইশা ব্রিকসের রেজাউল ইসলাম, এসপি ব্রিকসের পলাশ কুমার রায়, শফী ব্রিকসের শফিকুল ইসলাম, আজাদ ব্রিকসের আবুল কালাম আজাদ, হামিদ অ্যান্ড সন্স ব্রিকসের মোকারম হোসেন।


ফুলবাড়ী উপজেলার রহমান ব্রিকসের সত্ত্বাধিকারী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ওরফে মিল্টন, নবী ব্রিকসের মাসুদুর রহমান চৌধুরী, এলএইচবি ব্রিকসের লোকমান হাকিম, এসবি ব্রিকসের মঞ্জুরী-ইশ-শাহাদৎ। বিরল উপজেলার এমবি ব্রিকসের মাসুদ রানা, এএম ব্রিকসের রবিউল হাসান, চিরিরবন্দর উপজেলার এনএইচ ব্রিকসের নাজমুল হুদা, আরএ ব্রিকস-১ এবং আরএ ব্রিকস-২ এর রফিকুল ইসলাম।


দিনাজপুর সদরের পিআর ব্রিকসের পলিন চন্দ্র রায়, এআর ব্রিকসের মাহফুজুল হক আনার, কাহারোল উপজেলার এএস ব্রিকসের এসএম হায়দার। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এনআরবি ব্রিকসের শফিকুর রহমান এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজী ব্রিকসের কুদরতি খুদা ও আসাদুজ্জামান।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three