ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন
বিশ্বকাপ ডেস্ক:
১৭ জুন ২০১৯, সোমবার, টনটন। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ২৩ তম ম্যাচ। এদিন নিজেদের ওয়ানডে ইতিহাস বটে, বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। টনটনে বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য টাইগাররা পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের বিপরীতে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩২২ রান। যা ছিল বাংলাদেশের ওয়ানডে ও বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এবার ক্যারিবিয়দের ৮ উইকেটে করা ৩২১ রান অনায়াসে পার হয়ে নিজেদের রেকর্ডটি ভাঙল টাইগাররা। ৪১.৩ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ করে ৩২২ রান।
বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাশ। বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর সাকিব ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর বিশ্বসেরা অলরাউন্ডার উইন্ডিজদের বিপক্ষে করেছেন অপরাজিত ১২৪ রান।
বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করে সাকিব পাশে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ।
এছাড়া উইন্ডিজদের বিপক্ষে ২৩ রান করে সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল।
বিশ্বকাপের অন্যান্য ম্যাচের হাইলাইটস:
[accordions title="হাইলাইটস"]
[accordion title="বাংলাদেশ ম্যাচ" load="show"]
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৫ : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৯ : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১২ : ইংল্যান্ড বনাম বাংলাদেশ
[/accordion]
[accordion title="সব ম্যাচ" load="hide"]
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১ : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-২ : পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৩ : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৪ : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৫ : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৬ : ইংল্যান্ড বনাম পাকিস্তান
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৭ : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৮ : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৯ : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১০ : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১১ : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১২ : ইংল্যান্ড বনাম বাংলাদেশ
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১৩ : আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড
- বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১৪ : অস্ট্রেলিয়া বনাম ভারত
[/accordion]
[/accordions]
সাকিবের মাহাত্ম্য এখানে শেষ নয়; ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও সবার শীর্ষে উঠেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ৪ ম্যাচে ২ ফিফটি ও দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৩৮৪ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেছেন ৫ ম্যাচে ৩৪৩ রান।
টনটনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় মাশরাফি। শুরুতে ক্রিস গেইলকে (০) ফিরিয়ে উল্লাসে মেতে ওঠে টাইগাররা। তবে এভিন লুইস (৭০) এবং শাই হোপের (৯৬) ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে চলে ক্যারিবিয়রা। তাদের ১১৬ রানের জুটি ভাঙেন সাকিব।
পরে টনটনের ছোট মাঠে ঝড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার (৫০) ও অধিনায়ক জেসন হোল্ডার (৩৩)।ড্যারেন ব্রাভো করে ১৯ রান। নিজের ৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে নাম মুস্তাফিজুর রহমান সেঞ্চুরি বঞ্চিত করেন হোপকে।
উইন্ডিজদের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।দু’জনের ৫২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। সৌম্য ক্রিস গেইলের হাতে বন্দী হয়ে ফিরেন ২৯ রানে। ২০১৯ বিশ্বকাপে প্রথম ফিফটি থেকে ২ রান দূরে থাকতে রান আউটের শিকার হোন তামিম। এর পরপরই ব্যক্তিগত ১ রানে ফিরে যান মুশফিকুর রহিমও।
তবে হাল ধরে থাকেন সাকিব। লিটনকে সঙ্গে নিয়ে দলকে এনে দেন বিশ্বকাপের দ্বিতীয় জয়। সাকিব তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। ওশানে টমাসের বলে ৪ মেরে সেঞ্চুরি করেন তিনি। তার ৯৯ রানে ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১৬ চালে।
সাকিবকে যোগ্য সঙ্গ দেন লিটন দাশ। দু’জনে মিলে করেছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৮৯ রানের জুটি গড়েছেন। লিটন গ্যাব্রিয়েল শ্যাননের বলে চার মেরে বাংলাদেশকে এনে দেন অবিস্মরণীয় জয়। এর আগে শ্যাননকে টানা তিন ছক্কা মারেন লিটন। বিশ্বকাপে উইন্ডিজদের বিপক্ষে এত রান তাড়া করে আগে কোন দল জিতেনি। এছাড়া সব প্রতিযোগিতা মিলে উইন্ডিজদের বিপক্ষে টানা ৫ ম্যাচ জিতেছে টাইগাররা।
সাকিব সেঞ্চুরি পেলেও ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন লিটন। তার ইনিংসটি সাজানো ছিল ৪ ছয় ও ৮ চারে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও মোহাম্মদ সাইফউদ্দীন নিয়েছেন ৩টি করে উইকেট। এই জয়ে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে তালিকার ৫ম স্থানে ওঠে এসেছে। টাইগাররা পেয়েছে ২ জয় ও ২ হার। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে।
West Indies vs Bangladesh Match Highlights:
[embed]https://www.youtube.com/watch?v=LRtEJPSj2-8&feature=onebox[/embed]