কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ইউকে এইড এর অর্থায়নে ও সাইটসেভার্সের সহযোগীতায় এ চিকিৎসা সেবার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর।
সোমবার দিনব্যাপী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে চিকিৎসাসেবার উদ্বোধন করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আরকানুল ইসলাম রিফাত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ হাসিমুল হাসান, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায় প্রমুখ।
এসময় সাইটসেভার্সের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মোঃ মাসুদ রানা, “দি রাইট টু হেলথ: ব্রেকিং ডাউন বেরিয়াস টু আই হেলথ ইন সাউথ এশিয়া” প্রকল্পের লক্ষ্য, উদ্দিশ্য ও প্রতিবন্ধিকতার সুবিধা তুলে ধরেন।
চক্ষু ক্যাম্পে প্রায় দেড় শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ ও সহায়ক ইপকরণ প্রদান করা হয়। এরমধ্যে ৪৫ জন রোগীকে বিনা খরচে চোখের ছানী অপারেশনের জন্য নির্বাচন করা হয়।