বোদায় বাগানের দেড় হাজার আম গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

admin August 22, 2018

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদায় এক কৃষকের আমবাগানের প্রায় দেড় হাজার আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা ওই বাগানের গাছ কাটা হয় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আমবাগানের মালিক সাগর ইসলাম বাদি হয়ে বোদা থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, সাগর ইসলাম জমি লিজ নিয়ে আমের বাগান করেছিলেন। গাছগুলো এক বছর আগে ওই জমিতে রোপণ করেছিলেন তিনি। মামলায় ওই জমির লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকার, মনোরঞ্জন সরকার, প্রিয়রঞ্জন সরকার, মোকলেছার রহমানসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন দুর্বৃত্তদের অভিযুক্ত করা হয়।PANCHAGARH-MANGO-TREE-CUT-PIC-3)


অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর আগে পঞ্চগড় জেলা শহরের সাগর ইসলাম নামে এক ব্যক্তি বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের দেবীডাঙ্গা এলাকায় করতোয়া নদীর চরে ৪২ বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নেয়। এর মধ্যে নিয়ে ২১ বিঘা জমি দখল পায় সাগর। এরপর তিনি প্রায় ২০ লাখেরও বেশি টাকা খরচ করে ব্যাপক পরিচর্যার মাধ্যমে নদীর পতিত বালুচরকে আম বাগানে রূপ দেন। ২১ বিঘার মধ্যে ১৫ বিঘা জমিতে আমরুপালির বাগান গড়ে তোলেন। গত এক বছরের আমের চারাগুলো বেশ বড় হয়ে গেছে। এরই মধ্যে গত সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ১৫ বিঘা জমির আম বাগানের প্রায় দেড় হাজার গাছ কেটে দিয়ে চলে যায়। এতে ওই কৃষকের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবি করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক সাগর ইসলামের অভিযোগ, ২০১৭ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার উত্তরপাড়ার বাসিন্দা বিভুরঞ্জন সরকার তার ভাই মনোরঞ্জন সরকার, প্রিয়রঞ্জন সরকারসহ ৮ জনের কাছ থেকে ৪২ বিঘা জমি বার্ষিক লক্ষাধিক টাকা হারে ১০ বছরের জন্য লিজ নেন তিনি। এর মধ্যে ২১ বিঘা জমি দখল পান। এক বছর আগে ১৫ বিঘা জমিতে আম বাগান করেন তিনি। কিন্ত কিছুদিন ধরে জমির মালিক পক্ষ তাকে জমি ছেড়ে দিতে চাপ দিতে থাকেন এবং নানা রকম হুমকি দিতে থাকেন। এই শত্রুতার জের ধরেই জমির মালিক পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
বাগানের মালিক সাগর ইসলাম বলেন, আমি খুব কষ্ট করে বালুচরে এই আম বাগান গড়ে তুলেছি। আম বাগান করার পর থেকেই বিভুরঞ্জন সরকারসহ তার ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে লিজ বাতিল করার জন্য হুমকি দিতে থাকে। আমার মনে হয় তারাই তাদের লোকজন দিয়ে আমার আম বাগানের দেড় হাজারেরও বেশি গাছ কেটে ফেলেছে। ওই এলাকার মাহামুদুল হাসান জানান, এতগুলো আম গাছ কেটে কেউ কাউকে ক্ষতি করতে পারে এটা ধারণার বাইরে। যশোরের নার্সারি মালিক আব্দুল মোমিন জানান, এক বছর আগে এই আম গাছের চারাগুলো নিয়ে এসে আমিই রোপণ করে দেই। আগামী বছর এই বাগান থেকে ১৫ লাখ টাকারও বেশি আম বিক্রি করতে পারতো। এখন তার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। PANCHAGARH-MANGO-TREE-CUT-PIC-1
বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সাগর ১০ বছরের জন্য লিজ নিয়ে খুব কষ্ট করে আম বাগানটি করেছে। সাগরের ও লিজ প্রদানকারীদের মধ্যে দ্ব›দ্ব চলছিল। রাতের আঁধারে লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকার ও তার ভাই মনোরঞ্জন সরকারসহ তাদের সহযোগিরা ওই বাগানের দেড় হাজার আম গাছ কেটে ফেলেছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকরা কিভাবে নিউজ করে তা দেখার নেয়ার হুমকি দেন। বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হারেস জানান, আমি ক্ষতিগ্রস্ত আমবাগান পরিদর্শন করেছি। এটি আসলেই অমানবিক কাজ। তবে কারা এই বাগানের গাছ কেটেছে আমরা তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানতে পারিনি। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের নন্দরাম মণ্ডল মৌজার জেএল নং ৬৫ আওতাধীন ওই আমবাগানসহ প্রায় ৪শ’ বিঘা জমি বাংলাদেশ বন বিভাগের নামে খতিয়ানভুক্ত।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three