কখনো কখনো নিজেকে ‘আহাম্মক’ ভাবেন কঙ্গনা

admin August 12, 2018

বিনোদন ডেস্ক: বেশকিছুদিন ধরে ভারতে গো-রক্ষকদের কর্তৃক মানুষকে পেটানো বা হত্যার সংখ্যা বেড়ে গেছে। কঙ্গনার মতে, গরু বাঁচানোর ইচ্ছাটা ঠিকই, তবে এ কারণে যদি কাউকে হত্যা করতে বা পেটানো হয় এটা মোটেই গ্রহনযোগ্য হতে পারে না। কঙ্গনা রানাওয়াত মনে করেন, এটা মোটেও ঠিক নয়।


ভারতীয় এই অভিনেত্রীর মতে, ভারতে যারা গরুর ভালোমন্দ বা গরুকে বাঁচানো নিয়ে চিন্তিত, তাদের বিরুদ্ধে একটা বৈষম্য তৈরি হয়েছে। অবশ্য তিনিও গরু বাঁচানো নিয়ে চিন্তিত। তবে এ কারণে যখন কারও মৃত্যুর খবর পান তখন নিজেকে তার ‘আহাম্মক’ মনে হয়। বলেন, ‌‌“এরকম ঘটনায় যখন কোন মানুষের মৃত্যুর সংবাদ পাই, তখন মনে হয় আমরা কি করছি, তখন আমার নীতিবোধই প্রশ্নের মুখে পড়ে যায়। নিজেকে তখন ইডিয়ট ছাড়া বৈ আর কিছু মনে হয় না”।


সম্প্রতি কয়েকবছর ধরে ভারতে গো রক্ষাকারীদের হাতে মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে পেটানো বা হত্যা করার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে কিছুদিন আগে নিজের মতামত ব্যক্ত করেন এ অভিনেত্রী। যাতে বোঝা যায়, বিষয়টি নিয়ে বেশ ভয়ে আছেন তিনি।


কঙ্গনা রানাওয়াত বর্তমানে ব্যস্ত আছে 'মণিকর্ণিকা' মুভির শ্যুটিং নিয়ে। যে ছবিতে একটি দৃশ্য ছিলো এরকম, তার চরিত্র রানি লক্ষ্মীবাঈ, একটি দৃশ্যে তিনি একটি বাছুরকে বাঁচাচ্ছিলেন। তবে কঙ্গনা বলেন, ‘আমি একজন দেশপ্রেমী, মণিকর্ণিকার চরিত্রে অভিনয় করছি। আমাদের একটি দৃশ্য ছিল, যে দৃশ্যে আমার একটি বাছুরটিকে বাঁচানোর কথা। পরে আমরা এই বিষয়ে আলোচনা করলাম,পরে ওই দৃশ্যের শ্যুট স্থগিত করা হয়।’ কেননা ‘আমরা বাছুরকে বাঁচাচ্ছি এরকম দৃশ্যতে আপত্তি উঠতে পারে, সেখানে আমাদেরকে গোরক্ষক বলে ধরে নেওয়া হতে পারে।”

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three