৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

admin August 26, 2018

রংপুর এক্সপ্রেস ডেস্ক: কোরবানির ইদের ৫ম দিন গতকাল শনিবার দেশের ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিকালে নাটোরের লালপুরে বাসের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ একটি লেগুনার ১৫ জন আরোহী এবং বড়াইগ্রাম উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হন। রাজশাহীতে নানা-নাতি এবং কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। এর বাইরে মাদারীপুর, ঝিনাইদহ, মাগুরা, কিশোরগঞ্জ ও গাজীপুরে সড়কে একজন করে প্রাণহানি হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী বিস্তারিত:


নাটোর: নাটোরের লালপুর উপজেলায় বাসের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ একটি লেগুনার ১৫ আরোহী নিহত হয়েছেন। পরে বাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা খেলে এর ২০ আরোহী আহত হন। বিকাল পৌনে ৪ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান ক্লিক মোড়ে এ ঘটনা ঘটে।



[নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত]

নুরসেদ সরদার (৭২) নামের লেগুনার এক আহত যাত্রী সাংবাদিকদের বলেন, লেগুনাটি বড়াইগ্রামের বনপাড়া থেকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া যাচ্ছিল। ছাড়ার পর থেকে চালক এলোমেলো গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার সময়ও চালকের কানে মোবাইল ফোন ছিল। ঘটনার তদন্তে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম জানিয়েছেন।


বিকেলে প্রায় একই সময়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক মো. বাবুর (২৮) বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বানেশ্বরে। এ দুর্ঘটনা ৫ জন আহত হন।


রাজশাহী: কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে অটোরিকশা উল্টে নানা-নাতি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। সকাল সাড়ে ৮ টার দিকের এঘটনায় নিহতরা হলেন- কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকার নাজিম উদ্দিন (৫০) ও তার নাতি আরাফাত (৩)।



[রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় উল্টে নানা-নাতির মৃত্যু]

কাটাখালী থানার ওসি মেহদী হাসান জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে নাজিম ও আরাফাতকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক। আর আহত আছিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কুমিল্লা: কুমিল্লায় ভিন্ন ঘটনায় উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভোরের দিকে রায়পুর ও জিংলাতলিতে হতাহতের এসব ঘটনা ঘটে।নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন।
ওসি আজাদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা বাসটি দাউদকান্দির রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে। এর ৮-১০ মিনিটের মধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা বাসটি রায়পুরের পাশে জিংলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের দুই যাত্রী মারা যান। আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।


মাদারীপুর: মাদারীপুরের কাল‌কিনিতে ট্রাকের চাপায় অমল হালদার (৩৫) নামের এক মটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। কাল‌কিনি থানার ও‌সি কৃপা‌সিন্দু বালা জানান, বিকালে ঢাকা-ব‌রিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় এ ঘটনায় আরো একজন আরাহী আহত হন।


ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় বাসের সঙ্গে নসিমুনের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত পাতারি বেগম (৫০) মহিষগাড়ি গ্রামের হজরত আলির স্ত্রী। শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গায় এঘটনায় আহত হয়েছেন আরো দুজন। হতাহতরা নসিমুনের যাত্রী। তিনি বলেন, ঝিনাইদহ থেকে শেরপুর যাওয়ার পথে মদনডাঙ্গায় পৌঁছালে একটি নসিমুন বাসটিকে পাশ ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ বাস ও বাসের চালককে আটক করেছে বলে পরিদর্শক কামাল জানান।


মাগুরা: মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের এসআই গৌরব রায় জানান, বিকেলে মাগুরা ঝিনাইদহ সড়কের আলমখালী নামক স্থানে বাসের চাকায় পিষ্ট সবুজ শেখ (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। অন্যদিকে সন্ধ্যার একটু আগে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদরের বেলনগর এলাকায় যশোরমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ২০ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।


কিশোরগঞ্জ: বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মোটরসাইকেল চাপায় আবদুল গণি (৬৫) নামের মসজিদের এক মোয়াজ্জিন নিহত হন। এলাকাবাসী ওই ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিন আরোহীকে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন, আবু নাঈম (২১), মাসুম মিয়া (১৭), ও সাকিব মিয়া (২০)। তাঁরা সকলেই কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া এলাকার বাসিন্দা। হোসেনপুর থানার ওসি আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শনিবার বিকেলে অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। কাপাসিয়া থানার এসআই মো. মনির হোসেন জানান, নিহত জোবায়ের আলম (৪) স্থানীয় সোনারুয়া গ্রামের মোর্শেদ আলীর ছেলে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three