হিলিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া

admin August 18, 2018

দিনাজপুর: দিনাজপুর হিলি বাজার রেলস্টেশন এল এস ডি গোডাউন মোড়ে গতকাল ৬ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি নুরল ইসলাম ডাবলু, সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা-৬ আসনের এমপি শিবলী সাদিক, হাকিমপুর উপেজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরী, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারনউর রশিদ হারন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোরাফ হোসেন প্রতাপ মল্লিক,হাকিমপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী জর্নাদ্দন,সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের মন্ডল,সাধারণ সম্পাদক ছদরুল, পৌর স্বেচ্ছাসেবক সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, হাকিমপুর উপজেলা যুবলীগের সভাপতি আমিরল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ইমদাদুল মল্লিক টগর, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জ্বল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মহাবুব রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার প্রমুখ । পরে দেশ ও জাতি কল্যণে দোয়া হয়েছে।



আ.লীগ ক্ষমতায় আসলে মানুষকে কাচা রাস্তায় হাটতে হবে না-শিবলী সাদিক


দিনাজপুরে নবাবগঞ্জে ভাদুরিয়া বাজারে গ্রোথ সেন্টার মার্কেটে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৬ টায় উপজেলা ভাদুরিয়া বাজারে স্থানীয় সরকার প্রকৌশল (এ এল জি ই ডি) এর অর্থায়নে ১ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৮ শ ৩৮ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার পক্ষে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এ উপলক্ষে ভাদুরিয়া বাজার কমিটির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. জহুরুল ইসলাম রাজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি তিনি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলে গ্রামে জনসাধারন কে আর কাচা রাস্তায় হাটতে হবে না। এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমির হোসেন ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিন ও উপজেলা পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান মোছা. পারুল বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three