মানুষ মারার ব্যবসা বাংলাদেশে চলবে না -ইনু

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন খাদ্যে ভেজালকারী কেমিক্যাল মিশ্রণকারী পানি দূষণকারীসহ যারা মানুষ হত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মানুষ মারার ব্যবসা বাংলাদেশে চলবে না।


বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ খাদ্য পানি ও ওষুধের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। ইনু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধেও তিনি একই নীতি গ্রহণ করবেন এটাই আমাদের দাবি। ঈদের পর থেকে ভেজালের বিরুদ্ধে জাসদের ধারাবাহিক আন্দোলন চলবে। এ আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাই।


মানববন্ধনে ঢাকা মহানগর জাসদ নেতা মীর হোসেন আকতারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার ওবায়দুর রহমান চুন্নু সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা ফজলুর রহমান বাবু কেন্দ্রীয় নেতা মহসীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three