জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

admin May 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার দুপুরে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


কর্মসূচির মধ্যে রয়েছে- আগামি ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকালে দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও দোয়া করবেন।


এ ছাড়া পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ ও পরে বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশগ্রহণ করবে নেতাকর্মীরা।


এছাড়া সংগঠনের উদ্যোগে দেশব্যাপী দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি সংগঠনের উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটগুলোর অধীনে সব ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬ টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা দোয়া মাহফিল দুঃস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three