অনলাইন ডেস্ক:
কক্সবাজারের পেকুয়া উপজেলাস্থ উজানটিয়া জেটিঘাট থেকে মালয়েশিয়াগামী ৪৫ রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া থানার এসআই মকবুলের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি দল করিমদাদ মিয়ার জেটিঘাট থেকে এসব রোহিঙ্গাদের আটক করে।
স্থানীয় বাসিন্দা মো. এহেসানসহ আরো কয়েকজন জানান, রাতে জেটিঘাটে অনেক মানুষ দেখতে পেয়ে আমরা এগিয়ে যাই। জিজ্ঞেস করে জানতে পারি তারা সবাই রোহিঙ্গা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন
পেকুয়া থানার এসআই মকবুল হোসেন। তিনি জানান, টলার যোগে সাগর পথে এসব রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়া জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাগরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে টলারটি জব্দ করতে পারিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানান তারা।
আইনি প্রক্রিয়া শেষে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরৎ পাঠানো হবে বলে জানান ওসি।