অনলাইন ডেস্ক:
দুয়ারে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের দ্বাদশ টুর্নামেন্ট। নিজ দূর্গে ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। বর্তমান র্যাংকিংয়ের সেরা চার দলই এবার শিরোপার দাবিদার বলে মনে করেন তিনি। তবে ষষ্ঠ দল পাকিস্তানকে নিয়েও ভয় আছে মরগানের।
এখন সফরকারীদের সঙ্গে পাঁচ ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে ভেস্তে গেছে। শনিবার মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এর আগে বৃহস্পতিবার তিনি বলেন, র্যাংকিংয়ে শীর্ষ তিন/চারটি দলই আসলে বিশ্বকাপের ট্রফির দাবিদার। তবে পাকিস্তানকেও ফেভারিটের তালিকায় রাখা যায়। কারণ, নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।
আসন্ন মেগা ইভেন্ট দিয়ে অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন আইরিশ বংশোদ্ভূত ক্রিকেটার মরগান। প্রথম ব্রিটিশ অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
গত আসরে বাংলাদেশের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ইংলিশরা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মরগান বলেন, গতবার খারাপ করার বেশ কয়েকটি কারণ ছিল। ২০১৫ বিশ্বকাপ থেকে অবশ্যই শিক্ষা নেয়া উচিত। ক্রিকেটের এবারের শো-পিস ইভেন্টের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস