‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি ও এক মাদক ব্যবসায়ী নিহত

admin May 11, 2019

অনলাইন ডেস্ক:
মেহেরপুরের গাংনী ‍ও কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বন্দুকযুদ্ধের এ সব ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।


মেহেরপুর: গাংনীতে ধর্ষণ,গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলাসহ একাধিক মামলার আসামি ইয়াকুব আলী কাজল (২৬) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শুক্রবার রাতে ইউনিয়নের গাঁড়াডোব মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।


গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধের ওই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


কক্সবাজার: টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুদু মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে মেরিন ড্রাইভ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।


টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, দুদু মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হচ্ছেন এএসআই সঞ্জিব দত্ত, এএসআই নেজাম উদ্দিন ও কনস্টেবল ইব্রাহিম।


ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড কার্টুজ ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three