অনলাইন ডেস্ক
চীনের সাংহাই শহরে বৃহস্পতিবার একটি ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২২ জন। হতাহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সাংহাইয়ের মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা নির্মাণ শ্রমিকরা ভেঙে যাওয়া ভবনের নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষের নিচ থেকে ২৫ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে ১০ জন পরে মারা যান।
এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেনি সিটি সরকার। তবে অনুসন্ধান ও উদ্ধার কার্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: এএফপি