ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন
বিশ্বকাপ ডেস্ক:
০৮ জুন ২০১৯, শনিবার, টন্টন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম ম্যাচ। এদিন আফগানিস্তানকে হারিয়ে টানা তিন ম্যাচ জয় লুফে নেয় কিউইরা। প্রথমে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। জিমি নিশাম ও লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ে তারা ৪১.১ ওভারে ১৭২ রানে অলআউট করে তারা আফগানিস্তানকে। কেন উইলিয়ামসনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩২.১ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করে ব্ল্যাক ক্যাপরা।
হযরতউল্লাহ জাজাই ও নুর আলী জাদরানের ৬৬ রানের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা হয়েছিল আফগানদের। কিন্তু স্কোরবোর্ডে এই রান থাকতেই তিন ব্যাাটসম্যানকে বিদায় করে নিউজিল্যান্ড। জাজাই ৩৪ ও নুর ৩১ রানে আউট হন।
হাশমতউল্লাহ শহীদীর ৫৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত ব্যাটিং লজ্জা এড়ায় আফগানিস্তান। এছাড়া আফতাব আলম (১৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। নিশাম ১০ ওভারে ৩১ রান দিয়ে নেন ৫ উইকেট, চারটি পান ফার্গুসন।
ছোট লক্ষ্যে নেমে প্রথম বলেই মার্টিন গাপটিল ফিরে যান। আফতাবের বলে রানের খাতা না খুলে বিদায় নেন এই ওপেনার। নিউজিল্যান্ডের ৪১ রানে এই ডানহাতি পেসার ফেরান কলিন মুনরোকে (২২)।
এরপর রস টেলরের সঙ্গে উইলিয়ামসনের জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকে কিউইরা। যদিও টেলরকে আক্ষেপে পুড়তে হয়। ৪৮ রানে আফতাবের কাছে বোল্ড হন বাংলাদেশের বিপক্ষে দারুণ ইনিংস খেলা এই ব্যাটসম্যান।
৮৯ রানের জুটি ভাঙার পর আর পেছনে ফিরতে হয়নি নিউজিল্যান্ডকে। উইলিয়ামসন ও টম ল্যাথামের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৯৯ বলে ৯ চারে ৭৯ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ১৩ রানে খেলছিলেন ল্যাথাম। এ নিয়ে বিশ্বকাপের তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড।
Afghanistan vs New Zealand Match Highlights:
[embed]https://www.youtube.com/watch?v=mg7TXaet_yY[/embed]
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১৭২ (৪১.১ ওভার)
শহীদী ৫৯, জাজাই ৩৪, নূর আলী ৩১
নিশাম ৩১/৫, ফার্গুসন ৩৭/৪
নিউজিল্যান্ড ১৭৩/৩ (৩২.১ ওভার)
উইলিয়ামসন ৭৯*, টেলর ৪৮, মুনরো ২২
আফতাব ৪৫/৩
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী